![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক কথার মাঝে
নীবিড় ভাবে লুকিয়ে থাকে
সাঁঝের বেলার ফাকে
একটি নীরব নারী।
আমার পুকুর ঘাটের মাঝে
লুকিয়ে সে স্নান করে
সবার অগোচরে
একটি নীরব নারী।
আমার পদ্ম নীড়ের কাছে
মাঝে মাঝে গান করে
দুপুর বেলার আগে
একটি নীরব নারী।
আমার ভাঙ্গা বুকের মাঝে
কষ্টের দাগ দিয়ে গেল
গোপন অভিসারে
একটি নীরব নারী।
নীরব নারী তোমায় আমি
আজও খোজি একলা পথের বাঁকে
তোমার অগোচরে,,,,,,,
১২ ই আগস্ট, ২০১৬ রাত ২:২০
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,,শুভেচ্ছা রইল
২| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
কানিজ রিনা বলেছেন: বাঃ সে নারীত অনেক ভাগ্যবান। খুব ভাল লেগেছে
ধন্যবাদ।
১২ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৪
nilkabba বলেছেন: পৃথীবির নিয়মতো ভিন্ন,,,,,চাওয়া আর না পাওয়ার মাঝে থাকে যোজন যোজন ফারাক,,,আবার পেয়েও যদি হারানোর ব্যাথা জ্বালায় অবিরাম তার ব্যাখ্যা সংঙ্গাততীত,,,,ধন্যবাদ,,,,,, ভালো থাকবেন,,,,শুভেচ্ছা অফুরান,,,
৩| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৯
nilkabba বলেছেন: পৃথীবির নিয়মতো ভিন্ন,,,,,চাওয়া আর না পাওয়ার মাঝে থাকে যোজন যোজন ফারাক,,,আবার পেয়েও যদি হারানোর ব্যাথা জ্বালায় অবিরাম তার ব্যাখ্যা সংঙ্গাততীত,,,,ধন্যবাদ,,,,,, ভালো থাকবেন,,,,শুভেচ্ছা অফুরান,,,,
৪| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫১
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,শুভেচ্ছা রইল,,,
৫| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫২
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,শুভেচ্ছা রইল,,,
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২৮
টাইম টিউনার বলেছেন: সুন্দর তো ........