![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিত্বের সংঙ্গা
আর ভালোবাসার বিরহ
যেমন মানায়,,,
তেমনি জীবনের হিসেবের সংঙ্গা
আর কঠিন বাস্তবতা
বোধকরি খুব মানায়।।
ভালোবাসায় থাকে এলকোহল
আর একাকিত্বে থাকে -
কবিতার বিরহি প্রলাপ,
তেমনি জীবনের হিসেব আর বাস্তবতা হলো
অগোছালো বৃহৎ উপন্যাস।।
ছন্দ ছাড়া হয় যেমন কবিতা
তেমনি সংঙ্গী হীন ভালোবাসাও হয়,
কবিতা, নাটক, উপন্যাস,
এসবিতো জীবনের চেনা বাস্তবতা,,,
আর গান বিরহের সুরকে করে দেয়
স্বপ্নের খোয়াবনামা।।
স্বপ্নে উড়ার দিন যখন ফুরিয়ে যায়
তখন বয়সের ঝাপটা বাতাস
শুনিয়ে দেয় দিন ফুরানোর গল্প।
স্বপ্নের অানাগোনা বুঝি
হঠাৎ করেই অচেনা হয়ে যায়,
জীবনের হিসেবের যোগ বিয়োগের সমাধান
বুঝি অবশিষ্ট -ই থেকে যায়!
সময়ের ব্যস্ততা যখন ছুটি নিয়েছে
বিনা নিমন্ত্রণে,,,
তখন ঝংধরা ভাবনা গুলো
অাকিবুকি আঁকে,
হারানো স্বপ্নের গলিপথে।।
ফুরিয়ে যাওয়া আলোর শেষ স্নিগ্ধতায়
ঐক্যতান বাজে ক্ষতের বালুচরে,
বোবা চিৎকার অস্তিত্বের জানান দেয়
গোধূলির শেষ বেলায়।।।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,শুভেচ্ছা রইল
২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫০
কানিজ রিনা বলেছেন: অনেক ভাল হয়েছে
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৮
nilkabba বলেছেন: ধন্যবাদ ,,,, সবসময় ভালো থাকবেন,,,, অফুরান শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল।