নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার অবিশ্বাসে আমার কোন রাগ নেই আছে কষ্টের সীমাহীন গভীরতা,,,,,,,

nilkabba

nilkabba › বিস্তারিত পোস্টঃ

বিলাপ

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৩

চলে যাওয়া স্মৃতি গুলো
পরিহাসের নোংরা হাসি দেয়
বয়ে বেড়াতে হয়
অবিরত -অসীম -অন্তত
হারানো দুঃখ গুলো মাঝে মাঝে কাদায় আবার হাসায়
চলে যেতে হয় বলে আজ
চলেছি আমি
নয়তো দেখে নিতাম বেদনার
উল্টো পিঠে কিসের দাগ

আজ হেরে গেছি বলে কাদঁবোনা
সময়ের কাছে হার মানবোনা
দুঃখ সেতো বাধা আছে
সবার অগোচরে -সবার অজান্তে
হয়তো হারানো কান্নায় আছে
নিয়তির বিলাপ
বেলা শেষে চেয়ে দেখা
অস্পষ্ট রংধনু
কারো কারো জীবনে
কিছু অসীম শূন্যতা
ঘোলাটে চোখে
কান্নার জল
জীবনের হিসেবে বেহিসাবি খাতা
আজ বোঝেছি আমি
কি আছে জীবনের
শেষ পরিচ্ছেেদ
কি লুকিয়ে আছে
বিষাদের নোংরা চাদরে
হয়তো পেয়েছি অনেক
যার কোন শেষ নেই
যে অনাদি -অনন্ত
বয়ে বেড়াতে পারে
দুঃখ কিংবা সুখের কোন
স্মৃতি চিহ্ন
নিয়তির ঘোলাটে চোখে
কি আছে
আজ দেখতে চাই আমি
আজ খোজঁতে চাই
শূন্যতার বাহুবল
বিলাপে-বিলাপে আর
পারবনা কাটাতে
অসংখ্য রাত
অসংখ্য সকাল
কিংবা অনন্ত জীবন ..........

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: চলে যাওয়া স্মৃতি গুলো
পরিহাসের নোংরা হাসি দেয়

রঙিন স্মৃতিগুলো কষ্টে ইতিহাস হয়ে থাকে।

সুন্দর লিখেছেন।
শুভ কামনা রইল ভাই

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৫

nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,,ভালোই বলেছেন,,,,,,রঙিন স্মৃতি গুলো একদিন হয়ে যায় ইতিহাস,,,কিছুটা কষ্ট কিছুটা হাপিত্তেস।।।

শুভেচ্ছা রইল।।।ভাণো থাকবেন খুব ভালো,,,,,,,

২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২০

রুদ্র রবি বলেছেন: পড়লাম,
ভালোই. .
তবে কবিতার শরীর জুড়ে কিছু বাড়তি মেদ জমা হয়েছে

১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৮

nilkabba বলেছেন: ধন্যবাদ মমন্তব্যের জন্য,,,,শুভেচ্ছা রইল।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.