![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন যদি হত
তুমি আমি একই সেতু বন্ধনে দাড়িয়ে
তামাম বিশ্বকে জানিয়ে দিতাম
দেখ পৃথিবী
চেয়ে দেখ
আজ আমাদের মিলনস্থল কতটা মসৃণ
কতটা কোমল আমাদের হৃদয়
অাজ আমাদের সুখের পানসেতে
নীরব উল্লাস
চেয়ে দেখ পৃথিবী
আজ আমাদের মাঝে নেই কোন ব্যবধান
নেই কোন বিষাদের কালিমা
দুঃখতো পেতে হয় সবাইকে
তার পৃথক আমরাও হইনি
তাইতো আজ
বেদনার করুণ সাগরে ভাসিয়েছি নিজেকে
বিসর্জন দিয়েছি প্রেমের সেতুবন্ধন
সেই তুমি সেই আমি
আজ কতটা কাঙ্গাল
কতটা নীরব
আমরা নিজেরাই কখনও ভাবিনি
আমাদের প্রস্থান এতটা করুণ হবে
এতটা বিষাদে চলে যেতে হবে
ভিন্ন কোন জনে
ভিন্ন কোন মনে
নিয়তির নির্মম কষাঘাতে
আজ ক্ষত চিহ্নটা রয়েই গেল
অদৃশ্য বেদনার
কালের সাক্ষী হয়ে।।।
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:১২
nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,,,,ভালো থাকবেন।
শুভেচ্ছা রইল।।
২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩১
শেয়াল বলেছেন: ভাল লাগলো ।
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪০
nilkabba বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।