![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সমুদ্রে সাতার শিখেছি
সে সমুদ্রে যদি
স্মান -ই করতে না পারলাম
তবে সাতার শিখার
মূল্য কি রইল!!!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৫
nilkabba বলেছেন: সময়ের উত্তর বড়ই নির্মম। ভাই কি আর করা মেনে নিয়েই পথ চলতে হবে।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১
কানিজ রিনা বলেছেন: সাগরের নোনাজলে সাঁতার কাটা যায়, স্নানের জন্য
নদী।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭
nilkabba বলেছেন: স্নান কি শুধু নদীতেই করতে হয়? তবে পুকুরের কান্না শুনবে কে? সমুদ্রেরর কথা নাইবা বললাম,,,,,,
ভালো থাকার বিশ্বাস!!
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২
কানিজ রিনা বলেছেন: নদী কিম্বা বিল বাওড় খাল সর্ব স্থানে একই এক জল
কখনও কখনও সাগর স্নান সাঁতার কাটা যায় তাতে
স্নানে পুর্নতা পায়না। যেমন নালা ডোবায় ডুব দিলে
স্নানে নোংরা হয়। আপনার পোষ্টে নিজের অনুভুতি
ব্যক্ত করলাম, প্রেম নদীতে ডুব পারিলে আবেগের
প্রশ্ন আসেনা। ভালবাসা যত রকম হাড়ায়ে খুজে
মরে প্রেম মেলেনা ছিরা তারে। হৃদগোমলে ভাব
দাড়াঁলে প্রেম পায় পরম সাগর। প্রেম পায় পরম
রতন দুয়ে পায় একের মিলন। ধন্যবাদ
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:১১
nilkabba বলেছেন: উপমার ব্যাখায় কবি কি বলতে চায় , সেটা কবির ভিতর থেকে উগরে উঠা একান্ত আপন অনুভূতি।
সমুদ্র কিংবা নদী সেটাতো পাঠকের বোধগম্যতার মাপকাঠি।
আপনি ভালোই বলেছেন,,,কিন্তু ব্যাখায় কিছুটা অমিল রয়েছে।এটাও পাঠক হিসেবে একান্ত আমার অভিব্যক্তি। আসলে অনুভূতিরাই এমন,,,,,,,
এই যে আপনি বললেন প্রেম নদীতে ডুব পারিলে,,,,,,আমি কিন্তু বুঝে নিয়েছি আপনার ব্যাখা।
সমুদ্রে যদি স্নান করা না যায়,,,,,
তবে প্রেম নদীতে ডুব কিভাবে মারা যায়।
ধন্যবাদ।।।। ভালো থাকবেন,,,খুব ভালো,,,,,,,
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: কথা সত্য বস ....................!!!!
