![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার নীরব রাতে আমি একটা পথিককে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলতে পার দুঃখ কাকে বলে ? বোধকরি সে পথিক বলেছিল পাগল আর কত দেখবো! তার কথায় আমি এতটুকু দুঃখ পাইনি।আমিতো অর্হনিশ দুঃখকে সংঙ্গে নিয়েই বেড়াই। পৃথীবির বিশালতায় আমি জন্ম দিয়েছি দুঃখের নিরেট উল্লাস।বসন্তের বাগানকে আমি সাজিয়েছি নিতান্তই কোন বনফুলেরর বাগান রুপে। এরপরও কি দুঃখ আমাকে স্পর্শ করবে? দেখিতো দুঃখ আয় আমার কাছে তোর স্পর্ধা কতটুকু? জানি সে সাহস তোর হবেনা।কারন তুইতো আমার চেয়ে ভীতু,তুইতো আমার চেয়ে দুঃখী।।।
২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২০
nilkabba বলেছেন: দুঃখের আর দেষ কি বলুন,,, দুঃখতো যে বড় বেশী বেহায়া,,,,,,তাইতো তাড়িয়ে দেবার পরও কারো কারো কাছে হানা দেয়। আর দুঃখ তাকেই ভয় পায় যে দুঃখকে সাদরে গ্রহন করতে পারে। তবে কে জয়ী বলুন দুঃখ না দুঃখী।
২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪
নাবিক সিনবাদ বলেছেন: hmm
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪
কানিজ রিনা বলেছেন: দুঃখ যারা কিনে বেড়ায় তাদের আবার দুঃখ কিসের
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৪
nilkabba বলেছেন: দুঃখকে যদি ভালবাসতেই না পারেন তবে সুখের অনুভূতি পাবেন কি ভাবে? দুঃখকে কেনাবেচার পণ্য নয়,,,,,দুঃখতো জীবনের অবিচ্ছেদ্য অংশ।।।
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯
অরুনি মায়া অনু বলেছেন: একদম ঠিক কাজ করেছেন। দু:খকে এভাবেই শাসন করতে হয়।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৫
nilkabba বলেছেন: কি আর করবো,,,,, দুঃখ যে খুব বেপরোয়া।
যখন তখন খামচি মারে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৩
বনলতা-সেন বলেছেন: আহা যদি সত্যি দুঃখ এ কথা মানিতো