![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টকে আমি ভয় পাই ঢের
কষ্ট যে লেগে থাকে
কষ্টকে অামি দূর দূর করি
কষ্ট যে মোরে ডাকে।
কষ্ট আমার সঙ্গী এখন
কষ্টই আমার নেশা
কষ্ট আমার আপণ মনের
কষ্টই ভালবাসা।।
কষ্টে কষ্টে কষ্টে আছি
কষ্ট খেয়ে বেঁচে আছি
কষ্টে যে আজ জীবন কাটে
কষ্টে ভাসাই ভেলা
কষ্টের তরে বিলীন হব আজ
দেব কষ্টের মেলা।।
হাজার হাজার পণ্য দেব
দেব হাজার রং
কষ্টের মেলায় যে যার মত
ভাসাবে তাদের মন।।
কষ্টে যাদের দিন কাটে
মনটা শুধুই কাঁদে
এসো কষ্টের মেলায় এসো
দেব মনটা ভরিয়ে।।।
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,,,অফুরন্ত শুভেচ্ছা
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কষ্ট মোরে করেছে যত নষ্ট ............
সুন্দর লিখেছেন।