![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের পূজারী তুমি!
তুমিইতো আলোকিত সকাল
দূরের নীলিমায় সোনালী রোদ্দুর
পাহাড়ের গায়ে ছুটে চলা মেঘ।
প্রেমের পূজারী তুমি!
গোধূলির রাঙা আলো
বেহিসাবি পূর্ণিমার কোমল চাঁদ,
যার বিচ্ছুরিত আলোয়
মন ভরে যায় কৃপণ হৃদয়ের।
প্রেমের পূজারী তুমি!
তুমিইতো দুরন্ত কৈশরে
নিশি জাগরস্বপ্ন,
তুমিইতো অবাক করা
প্রথম প্রেম।
প্রণয়ের শিখায় তোমার অঞ্জলি
সবার উপমা।
প্রেমের পূজারী তুমি!
তুমিইতো এক পৃথীবির প্রেম
তোমার কোমল পরশ
প্রেমিক হৃদয়ের ব্যাখ্যহীন সংঙ্গা।।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩
nilkabba বলেছেন: ধন্যবাদ,শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
২| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমের পূজারী তুমি!
তুমিইতো দুরন্ত কৈশরে
নিশি জাগরস্বপ্ন,
তুমিইতো অবাক করা
প্রথম প্রেম।
দারুন লিখেছেন।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬
nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,
খুব ভালো লাগলো আপনার ভালো লাগলো বলে।।।
ভালো থাকবেন।
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৬
অরুনি মায়া অনু বলেছেন: বাহ, খুব সুন্দর রোমান্টিক কবিতা
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৫
nilkabba বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন প্রিয় কবি।।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: প্রেমের পূজারী তুমি!
আর আমি ?
তুমিতো এক পৃথিবীর প্রেম !
আর আমি ?
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২
nilkabba বলেছেন: ????????
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২১
নোমান প্রধান বলেছেন: ভালো