নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার অবিশ্বাসে আমার কোন রাগ নেই আছে কষ্টের সীমাহীন গভীরতা,,,,,,,

nilkabba

nilkabba › বিস্তারিত পোস্টঃ

অযাচিত ভাবনা

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫১

কখনো কখনো কষ্টের বিশালতায পা বাড়িয়ে থমকে দাড়াই হঠাৎ। ভাবি এই বুঝি শেষ হলো জীবনের সমস্ত অায়োজন।কেড়ে নেওয়া অতীত, অগোছালো বর্তমান, ঝাপসা ভবিষ্যৎ এ সবি যেন আজ আমার ভীষন পরিচিত। চলছে, বেশ কাটাচ্ছি সময়। বেলা করে ঘুম থেকে উঠা,না খেয়েই বেরিয়ে পড়া,অনেক রাতে ঘরে ফেরা। এ সবি যেন আজ আমার নিত্য চাহিদা। এ নিয়েই চলছে আমার নিরেট উল্লাসের স্বচ্ছল দিনগুলো। পেরিয়ে যাব, কাটিয়েও হয়ত উঠব একদিন। হয়ত দেখবো সেদিন হাতে সময় খুব অল্প। দাড়ি গোফে পাক,বিশাল বাবরী। সেদিন হয়ত সত্তরেও ঝরবে কষ্টের ভীষন উন্মাদনা। চলে আসবো হয়ত কুড়িতে। হয়ত সেদিন সুধাংশু কাঁদবে তার নিপুণ তাড়নায়। ব্যর্থ অাঙ্গুলগুলো বাজাবে তার সমস্ত কবিতার শিরোনাম। হঠাৎ যদি মাঝে হয় দেখা! দেখবো তার চুলেও ধরেছে পাক। দারুন উল্লাসে মেয়ে,নাতনি নিয়ে কাটাচ্ছে সময়। আমার থমকে যাওয়া জীবন তখন হয়ত সময়ের কাছে হেরে যাবে - ভীষন হেরে যাবে।দারুন উন্মাদনার দু এক ফোটা বৃষ্টি হয়ত সেদিন নাচবে তালবেতালে।আমার ফেলে আসা চন্দ্রা হয়ত সেদিন কারো দক্ষ গিন্নী, স্নেহে ভরা মা।আর আমি! আমিতো তখন একা,,,,,,ভীষন একা।।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কষ্ট মাথা নষ্ট করে !

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২২

nilkabba বলেছেন: কষ্ট মাথা নষ্ট করেনা,,,
মাথা উচু করে দাড়াবার আমন্ত্রন জানায়,,,,,,
ভালো থাকবেন।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: একা নয়
আমরা পাশেে আছি।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ভয় আর কষ্টকে জয় করতে হবে !

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

nilkabba বলেছেন: ভয়কে জয় করা যায়,,,,,কষ্টকে নয়,,,,,
উপদেশ দেবার জন্য ধন্যবাদ।।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার ভাবে প্রকাশ করেছেন জীবনের বর্তমান ভবিষ্যৎ। তবে একটা কথা বড্ড অবিচার করছেন জীবনের সাথে।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২০

nilkabba বলেছেন: জীবনের সাথে বিচার সবসময় কি আমরা সঠিক ভাবে করতে পারি ? পারিনা বলেই হয়ত আমরা বারবার হোচট খাই। নিজের অজান্তেই সুন্দর স্বপ্নগুলোকে গলাটিপে হত্যা করি। এটাওতো জীবনের অংশ। তবুও চেষ্টা করে যাওয়া জীবনের স্বপ্নগুলোকে বন্দী করা। হয়ত কেউ কেউ পারে,,,
কেউ কেউ পারেনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমার নিরেট উল্লাসের স্বচ্ছল দিনগুলোতে আমি কি স্বভাবজাত ভুলে চন্দ্রাকে ফেলে এসেছি ? না কি আমার প্রয়োজনে বা চন্দ্রার প্রয়োজনে। বেলা করে ঘুম থেকে উঠা,না খেয়েই বেরিয়ে পড়া,অনেক রাতে ঘরে ফেরা এসব তো করেছি কিছু না কিছু ভেবে। তাহলে কেন পিছনে ফিরে তাকানো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

nilkabba বলেছেন: প্রথমত অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পড়ার জন্য।
সব কিছুর কি উত্তর মেলে?

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমার ফেলে আসা চন্দ্রা হয়ত সেদিন কারো দক্ষ গিন্নী, স্নেহে ভরা মা। চন্দ্রার কথা ভাবছি কেন ? এখনো কি তার জন্য মায়া পড়ে আছে ?

কথাগুলোতো এমনও তো হতে পারে, "শুনেছি চন্দ্রা লেখা পড়া শেষ করে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। তার সন্তানগুলো সুশৃংখল।লেখা-পড়ায় ভাল। বাবা-মা, ভাই-বোনকে মর্যাদা দেয়। কথা শোনে।"

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯

nilkabba বলেছেন: মায়ার বাধন ছিন্ন করে যে জন চলে যায়
দুঃখ তারি যে জন গেছে
পিছু ডাকে অকাক চোখে,,,,,,
শুধু কষ্ট রেখে যায়।।
অামার ভাবনায় অাপন জন দূরে চলে গেলে মায়াটা একটু বেশীই লাগে।
তা হোক প্রেম /বন্ধু বা অন্য কেউ,,,,,,
আপনিতো নিজেই সাজিয়েছেন / প্রশ্ন তো আপনার কাছে?

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ভাল লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.