![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত নীলিমা তুমি
অনন্ত আকাশে
অনন্ত স্রোতধারা তুমি
অনন্ত সাগরে।
অনন্ত বীথিকা তুমি
অনন্ত সবুজে
অনন্ত মাধুরী তুমি
অনন্ত এই বুকে।
অনন্ত তৃষ্ণা তুমি
অনন্ত এই চোখে
অনন্ত জোছনা তুমি
অনন্ত অাধারে।
অনন্ত স্বপ্ন তুমি
অনন্ত জীবনে
অনন্ত প্রেম তুমি
অনন্ত বাসরে।
অনন্ত রক্ষী তুমি
অনন্ত এই মনে
অনন্ত ভালবাসা তুমি
অন্তরপুরে।।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৬
nilkabba বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অনন্ত প্রেম দিয়েছি উড়ার করে ।
লেখা পড়ে মনে পড়ে গেল।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৯
nilkabba বলেছেন: প্রেম কি শুধু দিয়েই গেলেন?
উপসংহারে কি বিরহ নাকি????? এখনও চলছে,,,,,
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৫
নামে বইয়ের পোকা বলেছেন: সুন্দর!