নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার অবিশ্বাসে আমার কোন রাগ নেই আছে কষ্টের সীমাহীন গভীরতা,,,,,,,

nilkabba

nilkabba › বিস্তারিত পোস্টঃ

নারীর স্বপ্ন ও কবির প্রেম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

প্রেম তুমিতো আকাশ ছিলে
অরণ্যের সবুজে তুমি ছিলে
ছায়ার রোদ্দুর,
মেঘলা বিকেলে তুমি ছিলে
স্বপ্ন রাঙা পাখি।।

প্রেম তুমিতো ফাগুনের অাগুন ছিলে
সোনালী উদ্দানে তুমি ছিলে
বাহারি রং বিলাসী।।

প্রেম তুমিতো সাগর ছিলে
উন্মাদ প্রলাপে তুমি ছিলে
ঢেউয়ে ঢেউয়ে সূর্যোদয়।।

প্রেম তুমিতো পাহাড় ছিলে
অাকাশে ছিল তোমার সখ্যতা
মেঘের শীতল পরশে তুমি ছিলে
দানবীয় হিমালয়।।

প্রেম তুমিতো নারী ছিলে
সরল হৃদয়ে ছিল তোমার
স্বপ্ন স্বপ্ন ভালবাসা।
মন ঝুরিতে ছিল
উষ্ণ অাদরে জমমানো
এক অাশ্চর্য স্বপ্ন প্রেম।।

নারী তোমার অলিখিত সম্ভাষণে
তোমার অাশ্চর্য স্বপ্ন প্রেমকে
একদিন শূণ্যে উড়াবার কথা ছিল।।

নারী তুমি বলেছিলে
উড়ানো সেই স্বপ্ন প্রেমের
প্রথম স্পর্শ মানব তুমি নিজেই চিনে নেবে
তুমিই পাবে উড়ান স্বপ্ন প্রেমের
নিশ্বাসের ঘ্রাণ।।

নারী তোমার সেই স্বপ্ন প্রেম
এখন নজর বন্দী
কবির দখলে,
কবি আজ তোমার স্বপ্ন প্রেমের স্রষ্টা।।
স্পর্শের ভেতরে চেনা সেই ঘ্রাণ
তবুও চিনলেনা
তোমার স্বপ্ন কথা প্রেম।।

অথচ কবি চিনেছিল তোমায়
না ছুয়েই বলে দিত
এ স্পর্শের বাইরে কোন শীতলতা নেই।

নারী তুমি হারিয়েছ তোমার স্বপ্ন কথা প্রেম
এবং কবিও পায়নি প্রেমকে
তবে কবি পেয়েছে তোমার স্বপ্নকে
যা শূণ্যে উড়িয়েছিলে একদিন,
কবি স্বপ্ন দ্রষ্টা না হয়েও
কবি হয়েছে স্বপ্ন স্রষ্টা।

নারী তুমিতো স্বপ্নের মাঝেই
বেধেছিলে শূণ্যে উড়ার প্রেম
অাজ তাই শূণ্য প্রেমেই
তোমার স্বপ্ন প্রেমের ইতিবৃত্ত।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: নারী তুমিতো স্বপ্নের মাঝেই
বেধেছিলে শূণ্যে উড়ার প্রেম
অাজ তাই শূণ্য প্রেমেই
তোমার স্বপ্ন প্রেমের ইতিবৃত্ত।
অসাধারন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিবেন,,,,,,ভালো থাকবেন।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩২

শেয়াল বলেছেন: সুন্দর

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১

nilkabba বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.