![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তোমার ডাকেই ছিল
ভালবাসার ঐক্যতান,
সুরের মূর্ছনায় ছিল
মাতাল প্রেমের হাসনাহেনা।
একদিন তোমার প্রেমেই ছিল
নতুন কিছুর স্বাদ,
চেনা না চেনার প্রাণবন্ত উচ্ছাস।
একদিন তুমিই বলেছিলে
আমার প্রেম তোমার নীরবতা উল্লাস,
আমার প্রেমেই খোজে পাবে
অনন্ত আওয়াজ।
তোমারর উল্টোপথের প্রেমে
সাড়া দিয়েছিলাম না বুঝার আগেই,
যে পথ ভুল পথিকের
ক্ষণিকের পথপলা।
আজ তুমি অচেনা প্রেম কোথায় হারালে?
এসেছিলে বুঝি এমনি ভাবেই
ক্ষণজন্মা হয়ে?
নীরবে ছায়ার অাবডালে বসে বাজিয়েছিলে
বিষাদ প্রেম কথন।
কি মধুর বিষাদ দিয়ে গেলে তুমি
ক্ষণজন্মা প্রেম!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০
nilkabba বলেছেন: শুধুই কি তাই?
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১
অরুনি মায়া অনু বলেছেন: প্রেম এমনই, যার জন্ম হয় মরে গিয়ে পুনর্জন্মের জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
nilkabba বলেছেন: ঠিক বলেছেন না ভুল বলেছেন সেটা প্রশ্ন নয়।
প্রশ্ন হচ্ছে?
প্রেমের কি কখনও পুনর্জন্ম হয়?
প্রেম চলে যায় না বলে
না ফেরার জন্যই।
আবার যদি কখনও হয় সেটা হয়ত পুনর্জন্ম নয়।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯
nilkabba বলেছেন: হয়ত ঠিক
নয়তো ভুল!
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
অরুনি মায়া অনু বলেছেন: একটা প্রেমই বার বার ফিরে আসে মরে গিয়েও, তবে মাঝে মাঝে প্রেমিক বা প্রেমিকা বদলে যায়
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
nilkabba বলেছেন: বদলে যাওয়া কি কখনও ফিরে আসা হয়?
চেনা গন্ধ,চেনা হাসি সবিতো বদলে যায়,,,,
যে থাকার সে রয়তো রয়েই যায় নীরবে,,,,
হোক সে প্রেম ক্ষণজন্মা।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: ক্ষণজন্মা প্রেম! বিষাদ ই হয়