![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাদঁবো না আর তোমার ব্যাথায়
আমি গাইবো না গান তোমার আশায়
আমি লিখবো না আর কাব্য কোন
স্মৃতির চোরাপাতায়।
আমি ছিড়বো না ফুল কোন গাছের
গাঁথবো না আর মালা
আমি নদীর সাথে খেলা করে
কাটাবো না বেলা।
নিঝুম দ্বীপে ঘর বানাবার
বাধঁবে না সাধ মনে
তুমি কেন অামায় ডেকেছিলে
তোমার নিমন্ত্রণে???
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
nilkabba বলেছেন: ধন্যবাদ।
প্রাণবন্ত শুভেচ্ছা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৮
ডঃ এম এ আলী বলেছেন: নিঝুম দ্বীপে ঘর বানাবার
বাধঁবে না সাধ মনে
তুমি কেন অামায় ডেকেছিলে
তোমার নিমন্ত্রণে
কবিতা অপুর্ব হয়েছে ।
জলবায়ু পরির্তনের কারণে খোদা না করুন ডুবে গেলেও নিঝুম দ্বীপবাসীরা যেন ভাল থাকে সে জন্য আমার রয়েছে অনেক ভাবনা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬
nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।শুভেচ্ছা রইল।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতা বেশ ভাল হয়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭
nilkabba বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯
কানিজ রিনা বলেছেন: নিঝুম দ্বীপে ঘর বেধেছি, কেউনা জানুক
আমিই জানি। ধারুন কবিতা, জীবনের শেষ
দাবিটা নিঝুম দীপে ঘর বেঁধেছি সাগর ঝড়ে
ডুব্ব বলে, ভয় ভেঙেছি কত আগে।
আকাশটা যার সাহস যোগায় সেইতো মরে।
ধন্যবাদ
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮
nilkabba বলেছেন: অপূর্ব বলেছেন।
অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখছেন।
শুভ কামনা