![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
••• অামি বিশাল আকাশের বুকে খুঁ সাদা স কিন্তু জড়িয়ে যাই নীলে আর মেঘ হয়ে বৃষ্টির মত ঝরে পড়ি মাটিতে.....
.. "আয়না পরী ও মায়াপরী'র গল্প"...
একটি জাদুর আয়না। আয়নাতে একটি পরী থাকে নাম আয়না পরী। না দেখলে বিশ্বাস হবে না পরীরা কত সুন্দর হয়!
পরীকে বললাম, আয়না পরী তুমি আমার জন্য কি করতে পারবে?
পরী বলল, তোমার সকল প্রিয় মানুষ, প্রিয় বস্তু , ভাললাগা যে কোন কিছু দেখাতে পারি। প্রথমে আমার বাবা-মাকে দেখতে চাইলাম।
আয়না পরী গুগল এর মত কয়েক সেকেন্ডের মধ্যে আমার মা বাবাকে আয়নাতে দেখাতে লাগল। আমি বেশ খুশি হলাম।
তারপর পরী বলল, আর কিছু দেখতে চাও?
আমি ভাবছিলাম কাকে দেখব। বললাম, আমার সাথে কথা হয় কিন্তু আমি তাকে দেখিনি আমি যদি তাকে দেখতে চাই বলতেই...
পরী বলল, তাঁর নাম বলো আমি বললাম, নাম "মায়া" আমি তাকে " মায়াপরী " বলে ডাকি।
মিনিট খানিক পর আয়নাতে অনেক মেয়ের ছবি দেখাতে লাগল।
আমি বললাম, এরা কারা?
পরী বলল, এদের সবার নাম "মায়া"।
আমি বললাম, আমি শুধু একজন "মায়াপরী " কে দেখতে চাই।
পরী বলল, তাহলে কোথায় থাকে এবং বাবার নাম কি?
আমি বললাম, আমার ঠিক জানা নেই।
তবে
দেখতে মায়াময়
যেন আর এক মায়াপরী,
দীঘল কাল চুল,
নরম মন
যেন কাশফুল।
কল্পনায় আঁকা
শুভ্রতার ছড়াছড়ি,
চোখে কাজল রেখা।
শুনেই পরী অদৃশ্য হয়ে গেল।
কিছুক্ষন পর আয়না পরী বলল, দুঃখিত বিলম্ব হওযার জন্য। তারপর আয়নায় একটি ছবি ভেসে উঠল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি। বাতাসে যেন চুল খেলা করছে।
নাকের নোলোকটা ক্ষণে ক্ষণে নড়ে উঠছে। হাসিতে রোদ আর জোস্নার ভীড়।
আসলেই মায়াপরী।
অদ্ভুদ মায়ায় তাঁর দিকে তাকিয়ে রইলাম।
মিনিট পাঁচেক তাকিয়ে থাকার পর হটাৎ আয়নাটা ভেঙে গেলো। হারিয়ে গেল মায়াপরী। তখন আয়না পরীর কান্না শুনতে পেলাম।
আমি বললাম, আয়না পরী তুমি কোথায়? তুমি কাঁদছ কেন?
তখন আয়না পরী বলল, তুমি আমাকে প্রথম দেখায় চার মিনিট অপলক তাকিয়ে ছিলে।আমি ভেবেছিলাম আমিই হয়তো তোমার দেখা সবচেয়ে মায়াময়ী।
আমার চেয়ে মায়াময়ী কেউ আয়নায় আসায় আয়নাটা ভেঙে গেছে বলেই আমি মুক্ত হয়েছি, অদৃশ্য হয়েছি
এবং
তোমাকে ছেড়ে যেতে হবেই বলে কাঁদছি।
বিদায় হে প্রিয়....
বলেই চলে গেল আয়না পরী।
আমি "আয়না পরী আমাকে ছেড়ে যেওনা " বলে চিৎকার করতেই দেখলাম ঘরটা অন্ধকার।
মাথার কাছে টেবিলে রাখা আয়নাটা হাতড়িযে নিলাম। না আয়নাটা তো ভাঙেনি।
বুঝলাম স্বপ দেখেছি। স্বপ্নের মাঝে আয়না পরীকে হারালাম কিন্ত সন্ধান পেলাম বাস্তবের মায়াপরী কে।
কোথায় খুঁজব মায়াপরী কে?
ঠিকানা তো জানা হলনা..
আয়না পরী প্লিজ একবার দেখা দাও।
মায়াপরী'র ঠিকানাটা বলে যাও...
২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩
হিরো-অর-রহমান বলেছেন: ধন্যবাদ খোলা মনের কথা,কথাটি খুলে বলার জন্য।
মায়াপরীর সন্ধান এখনো পায়নি।তবে আশা রাখি পেয়ে যাব।
আর ব্যাটারি বিষ্য়ক পরামর্শ বিবেচনায় রাখবো।
৩| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: হা হা খুবই মজার হয়েছে!
৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১
হিরো-অর-রহমান বলেছেন: ধন্যবাদ শায়মা।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭
খোলা মনের কথা বলেছেন: পরে কি মায়াপরীর কোন সন্ধান পাওয়া গেল??? বর্তমান আয়নার হয়তো ব্যাটারীর দোষ আছে। নতুন একটা আয়না অথবা ব্যাটারী বদলে দেখতে পারো। তবে শুরু করতে হবে চলে যাওয়ার আগে থেকে। যেন ঠিকানা নেওয়ার আগে ব্যাটারী শেষ না হয়ে যায়।
