নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Valo Thaka khub Kothin

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।

নীল সুমন

তখন আমি ছোট ছিলাম

নীল সুমন › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে দুপুরে বাবার পাশে ঘুমালাম....

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

গেছিলাম গ্রামের বাড়ি....। আপনাদের না জানিয়েই গেছিলাম।

কালই ফিরলাম বাড়ি থেকে।

বাস ছিলো বেলা ৩ টাই... কাউন্টার থেকে জানালো, বাস ২ ঘন্টা লেট।

তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। শুতে গেলাম বাড়ির কাচারি ঘরে। দেখলাম বাবা শুয়ে আছে। বাবার পিঠের দিকে বালিশ নিয়ে ঘুমালাম। অনেক দিন আগের কথা মনে পড়ে গেল, যখন বাবা আমার পিঠের দিকে ঘুমিয়ে আমার গায়ের উপর হাত রেখে দিত।

এখন বাবার বয়স হয়েছে। তাই বাবা আমার সামনের দিকে ঘুমাই। ছোট বোনের সাথে ঝগড়া করলাম ও বলে বাবার বয়স ৬৫ আমি বলি ৬২। আসার সময় বাবার হাতে আলাদা করে ৫০০ টাকা দিয়েছি। বললাম কিছু একটা কিনতে। বাবা জানতো না যে 'আজ বাবা দিবস'....

যখন ফিরে আসছিলাম.. সন্ধায় পদ্মার ঢেউয়ের তালে তালে মনও নাচছিল... বাড়ি থেকে ফেরার সময় এই প্রথম ভালো লাগছিল। কারণ আজ য়ে বাবার পাশে দুপুরে ঘুমিয়েছি।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

এমন সুযোগ আমার কখনো হয় নি। অন্তত মনে পড়ে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.