নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Valo Thaka khub Kothin

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।

নীল সুমন

তখন আমি ছোট ছিলাম

নীল সুমন › বিস্তারিত পোস্টঃ

বাংলালায়ন---- নগদে কাজ হইছে।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

কাল রাত ১২টা থেকে আমার এলাকায় হটাৎ করেই এই লায়ন ঘুমায়ে গেছিল। আমি ভাবছি আমার ল্যাপটপের সমস্যা। কত কিছু করলাম। রিমুভ করে ইনস্টল, এন্টি ভাইরাস রিমুভ.... কুন কাজ হয়নি।

বেলা আড়াইটাই দিলাম লায়নের জঙ্গলে ফোন।

সুন্দর কন্ঠের 'কেয়ার আফা' ফোন ধরলেন, তিনি জানালেন, লাইনে কাম চলিচ্ছে, আজ সন্ধার আগে ঠিক হবে না।

আমি কইলাম..

'তাইলে আপনাদের একটা এস.এম.এস দিয়ে জানানো উচিৎ ছিলো...'

কাল সারাদিনে আমার কাছে ৬০০ টাকা ভরলে ১২০০ টাকা পাওয়া যাবে এই টাইপের মেসেজ দিছেন তিনটা। কামের মেসেজ দ্যান না ক্যান। আফা এখন থ্রি জি আসছে, আপনাদের সার্ভিস এরকম হলে, ৪জি ব্ন্ধ হয়ে যাবে। আর আমি যা যা কইলাম সব রেকর্ড করে আপনার উর্দ্ধতন কর্ত্তৃপক্ষকে জানান। আমি যদি ভুল কিছু বলে থাকি বলেন?'

সালাম দিয়ে, বল্লাম আফা ভালো থাকেন।

ও মোর খোদা.....

পরের ১৫ মিনিটের মধ্যে আমার লায়ন জাইগা উঠছে।

কিসে কাজ হইলো কন তো.... ঝড়ে বক মরলো নাকি..... সত্যি সত্যি কেরামতি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ও! এই কথা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.