নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Valo Thaka khub Kothin

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।

নীল সুমন

তখন আমি ছোট ছিলাম

নীল সুমন › বিস্তারিত পোস্টঃ

টিকিট কেটে কি ধরা খাইলাম? আপনাদের কি অবস্থা?

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

২৩-০৩-১৪ এর টি-২০ টিকিট কাটলাম অনলাইনে।

তিন ঘন্টা ট্রাই করে কাটতে পারলাম। বুকিং আইডি পেলাম মোবাইলে, টাকা কেটে নিল।

কিন্ত একটা ইমেল পেলাম তাতে লেখা

"We are sorry that your payment for at Sher-e-Bangla National Cricket Stadium was not successful due to which the tickets could not be booked.



This could be due to a temporary problem.

You can retry booking again by Clicking here.



We assure you that we're analyzing these failures and constantly improving our systems.

Regards,

Team ICC Cricket"

ধরা খাইলাম নাকি? টাকা গেল গেল আমার টিকিটও কি গেল?

কেউ কি এরকম প্রবলেম ফেস করেছেন কি?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

মশিকুর বলেছেন:
টাকা কাটলে টিকিট পাবেন(মোটামুটি নিশ্চিত)। সবাই একসাথে ট্রাই মারতাছেতো তাই এই temporary problem. পরে আপনার কনফার্মেশন মেসেজ পেয়ে যাওয়ার কথা। আমার বিসিএস এর টেকা কাটনের সময় এমন হইছিল। এখন দোয়া পড়তে থাকেন, ইনশাআল্লাহ্‌ কাম হইব।

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

নীল সুমন বলেছেন: মোবইলে মেসেজ ঠিক মত আইছে। কিন্তু ইমেইলে ছরি কইছে।
আপনার কথা শুনে একটু স্থির হইলাম।
বুঝেন... অষ্ট্রেলিয়া-পাকিস্তান, ইন্ডিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট।



৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

রাতুল রেজা বলেছেন: আমি প্রথম ম্যাচের গুলা পাইসি ঠিক মত। অনেক লোড তো, আমারো অনেক বার ফেইলর দেখাইসে। শেষ বারে পাইসি মেইল এ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

এস.বি.আলী বলেছেন: আমারো একই কাহিনী হইসে

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

নীল সুমন বলেছেন: আমি ওদের কে মেইল করেছিলাম. পরে কনফার্ম করছে। এখন দেখা যাক। টিকিট কি কুরিয়ারে আসবে. নাকি নিয়ে আসতে হবে?

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

পাইলট ভয়েচ বলেছেন: আমারে কি কেও লিন্ক টা দিতে পারেন?

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

নীল সুমন বলেছেন: লিংক দিয়া আর কি করবেন, টিকিট শ্যাষ।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমিও ফাইনালের টিকেট অনলাইনে কাটতে গিয়ে ধরা খেয়েছি, টাকা কেটে নিয়েছে, কিন্তু কোন রকম কোন কনফার্মেশন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.