নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
এ গ্রহ নক্ষত্রের ভীড়ে নিষ্প্রাণ মহাশূন্যে পরিযাত্রিক পাখি আমরা।
ভালোবাসার কাব্য লিখে যাই নিরন্তর পদযাত্রায় সমীরণ বায়ু আস্তাচলে।
সবুজের বুক চিরে আমাদের যাত্রা পথ অলংকৃত হয় আলসে দূর্বাঘাসে।
দক্ষিণা বাতাস বয়ে নিয়ে যায় ভালোবাসার সুবাতাস তেপান্তরে ।
আমাদের আলিঙ্গনে তৃপ্ত ধরিত্রী বর্ষণে ভেসে যায় শ্যামলীমায়।
সপ্নের আলোকবর্তিকা নিয়ে নিরুদ্দেশ কপোত-কপোতী আমরা ।
সাদা কাশফুলের দল বুনে যায় আমাদের অন্তিম বাসর।
কৃষ্ণচুড়ার ফুলের গালিচায় সাজে আমাদের ফুল সজ্জার রাত।
জোনাকি পোকারা মাশারি দিয়ে আচ্ছাদিত করে আমাদের বাহুডোর ।
পূর্ণিমা চাঁদের টিপ দিয়ে যায় আমাদের চিবুক জুড়ে।
কল্পনার সিংহাসনে অধিষ্ঠিত সম্রাট-সম্রাজ্ঞী আমরা ।
ভালোবাসার শপথ বাক্য পাঠ করে প্রতিষ্ঠিত এ মুক্তমঞ্চ।
সততা মহানুভবতার দাড়ি পাল্লায় শ্রেণীকরণের মানদণ্ডে সাজে যেখানে ।
সত্য বাস্তবতার নির্মল চিত্র মঞ্চায়ণ হয় এখানে ।
এসো হে মানব/ মানবী তোমাদের স্বাগতম এ ভুবনে (রি-পোস্ট)
০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯
কামভাখত কামরূখ বলেছেন: অনেক পোস্ট ছিল ব্যস্ততার জন্যে লিখালিখি হয়না এজন্যে বাদ দিয়েছি এখন ভাবছি প্রতিদিন যা যা লিখে সেটা এখানে আপলোড দিয়ে রাখব, সত্যি বলতে আমি লেখক হবার জন্যে লিখি না নিজের অনভুতি প্রকাশ করার জন্যে লিখি
২| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
প্রেমিকা, স্ত্রী হলে লেখাও বদলে যায়।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩২
শেরজা তপন বলেছেন: তিন বছর দশমাসে ব্লগে বসবাস করার পরে প্রথম পোস্ট আপনা!!!
স্বাগতম আপনাকে