![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
এ শহরে ভালোবাসা এসেছিল একদিন ঝিল্লিমুখর সন্ধ্যায়,
পার্কের বেঞ্চিতে হ্যালোজেনের হলদে আলোয় হাতে হাত রেখে ।
বাসন্তী সুবাতাস আর সব আলো কেড়ে নিয়েছিল এক জোড়া কপোত-কপোতী।
ওরা উড়ে গেছে দূরে অসীম সীমানায় গন্তব্য ভুলে মহাকালে।
আমি তাদের স্মৃতির চিহ্ন মুহূর্তকে বন্ধী করেছি নিজের লাল-নীল ক্যানভাসে।
২| ১৫ ই মে, ২০২৩ রাত ১১:০৫
শেরজা তপন বলেছেন: ব্লগে আপনাকে সম্ভবত এই প্রথমার দেখলাম!
বেশ অনেক মন্তব্য করেছেন দেখলাম- অনিয়মিত হবার জন্য আপনি ব্লগারদের থেকে সেরকম রেসপন্স পান না।
কবিতা ভাল লেগেছে। নিয়মিত লেখুন।
৩| ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২৩ রাত ৮:২৭
কিরকুট বলেছেন: এই শহরে একদিন আমি ছিলাম তুমি ছিলে।