![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
তোমার অহ্নকারের পারদ আমার রক্তউষ্ণতা উস্কে গেছে
হিংস্র পিপাসার্ত জানোয়ারের ক্ষুদা এ হৃদয় কুঁকড়ে খাচ্ছে
জ্বলন্ত অগ্নিশিখার মত জ্বলছে মস্তিষ্কের শীরা উপশিরা
যন্ত্রণায় নীল দেহাবারন সর্প বিষে বেদনাবিধুর
বেহালার ছিঁড়া তারের আর্তনাদে কর্ণকুঠর বন্ধ
চামড়ার ঢোলের ধুপধাপ শব্দে হৃদমেশিন চলছে
এ বক্ষে ক্ষতবিক্ষত আঁচড়ের চিহ্ন
পরাজয়ের গ্লানি শরীরের শিরায় শিরায় বিষ উগরেছে
সপ্ন কল্পনায় সাজানো রাজমহল ভেঙ্গে ধুলায় গুঁড়িয়েছে
নশ্বর পৃথিবীর রুঢ় বাস্তবতা শিখিয়ে দিয়েছে।
২| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১:০০
ইমরান আহমেদ সৈকত বলেছেন: এ যেনো সহস্র হৃদয়ের প্রতিবিম্ভ