![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
রাজনীতি এখন নীতির জাল ছিঁড়ে ব্যক্তি স্বার্থের আঁতুড়ঘর
সভ্যতা মুনাফালোভি কেতাদুরস্তের রঙ্গমঞ্চ
ভালবাসা কাগজের কাছে দেহ বিক্রির মহাসমাবেশ
প্রেমের উর্দির নিচে ব্যক্তি স্বার্থের মহড়া
আধুনিকতার নামে যন্ত্রমানব তৈরির মহরণ
মানবতা এখন ক্যামেরার লেন্সের আনুষ্ঠানিকতা
সুখ ইট কাঠের জঞ্জালে কৃত্রিম আলোর প্রহসন
কৈশরের হাসি আনন্দে কেড়ে নিয়েছে অ্যালগরিদমের ফাদ
আত্নিয়তার বন্ধন হারিয়ে গেছে অসভ্য প্রতিযোগিতায়
সার্টিফিকেট আর মুদ্রায় ভারে ব্যক্তিত্বের মাপকাঠী
জীবন সোশ্যাল মিডিয়া নামক রঙিন জানালায় বন্ধী
উৎসর্গঃ ছলনাময়ী
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
কামভাখত কামরূখ বলেছেন: কারো মন্তব্যে খুব বেশি কিছু আশে যায় না দিনশেষে আমি লিখি নিজ আনন্দে আর আমি লেখক সাহিত্যিক কিংবা কবি নই যে পাবলিক রিয়েকশন/এঁটেশন আমার কাজে দিবে
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাল লিখেছেন! কিন্তু এতজন পাঠকের কেউ মন্তব্য করতে আগ্রহী হয় নি!!