![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
আষাঢ়ের ভারাক্রান্ত আকাশ নির্মল বাতাস গায়ে এলিয়ে যায়
মনে কি পড়ে আমাদের সেই বৃষ্টি বিলাস?
দুইজন জীবনের দুই পাঁড়ে দাঁড়ায়ে শ্বেত শুভ্রতায় ভেসেছি।
কত ভালোবাসার উপাখ্যান রচিছে আমাদের নোটবুকে
কি নরম স্পর্শে আমরা আমাদের পাশে থেকেছি!
জীবনের জয়গানে কত গান গেয়েছি সোল্লাসে...
শত তাপ পরিতাপ যন্ত্রণায় ছাতা হয়ে ছিলাম
মাইলের পর মাইল দূরে থেকেও তোমাকে ডেকেছি
পূর্ণিমা চাঁদের আলোয় কত নিশ্ছিদ্র রাত কেটে গেছে নিরালায়
এ বক্ষে বয়ে গেছে কত সুখ দুঃখের বহমান নদী
কল্পনার বায়স্কোপে নিত্য নুতুন ছবির ছায়াসঙ্গী হয়েছি
স্বপ্নের সোপান বেয়ে চলে গেছে কত রবি-বৃহস্পতি তিথি।
প্রেম এখন বাস্তবতার প্রহসনে কাগজ কলমের স্বাক্ষর
মনের ভিতর সাইন-থিটা কস-থিটা এর পরিমাণে নির্ধারিত
দৈহিক সৌন্দর্যে বিকোয় নারীদেহ!
জীবন এখন অর্থের অংকে যান্ত্রিক সুখের পরিমাপ
অসভ্য প্রতিযোগতায় রুষ্ট বিদীর্ণ শবদেহ।
জানো, আমি হারতে চাইনি তোমাকে
তবুও আমাদের পথ বেঁকে গেছে যোজন যোজন দূরত্বে
তুমি শবদেহ নিয়ে পড়তে গিয়ে জীবনের রঙ হারিয়েছ
আমি যান্ত্রিকতা নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমলতা হারিয়ে ফেলেছি
এখন আমরা শুধুই এক টুকরা মাংসপিণ্ড সময় আর নিয়মে বন্ধী
জীবনের হাসি,আনন্দ,বন্ধন হারিয়ে গেছে আধুনিকতা নামক প্রহসনে।
২| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ২ বার পড়লাম আপনার লেখা কবিতাখানি। অসাধারণ লিখেছেন কবি। ভীষণ ভালো লেগেছে। শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৫
মিরোরডডল বলেছেন:
অনেকগুলো বানান ঠিক করতে হবে।
শেষ অনুচ্ছেদ ভালো লেগেছে।
জানো, আমি হারতে চাইনি তোমাকে
তবুও আমাদের পথ বেকে গেছে যোজন যোজন দূরত্বে
তুমি মানব দেহ নিয়ে পড়তে গিয়ে জীবনের রঙ হারিয়েছ
আমি যান্ত্রিকতা নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমলতা হারিয়ে ফেলেছি
এখন আমরা শুধুই এক টুকরা মাংস পিণ্ড সময় আর নিয়মে বদ্ধ
জীবনের হাসি, আনন্দ , বন্ধন হারিয়ে গেছে আধুনিকতা নামক প্রহসনে।