![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশ পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মনেরভাব কবিতা হিসাবে লিখি, আমি কবি সাহিত্যিক কিংবা লেখক নই।
পৃথিবী এখন পাল্টে গেছে সভ্যতার পালাবদলের সন্ধিক্ষণে আমরা
এটাই শেষ প্রজন্ম যারা এ সাদা কালো ব্লগে গল্প কবিতায় মজেছি
এখন সময় লাল নীল শর্ট'স ভিডিও অ্যালগরিদমের ফাঁদে সময় কাটানোর
পুঁজিবাদী সভ্যতার নিত্য নুতুন কলাকৌশলে স্মার্টফোনে বন্ধী তরুণ প্রজন্ম
স্বেচ্ছায় মৃত্যুর ফরমান নিয়ে আসছে মেটাভার্সের হলোগ্রাফিক দুনিয়া
আত্নিয়তার বন্ধন হারিয়ে যাচ্ছে যান্ত্রিক কলাকৌশলে
জীবনের সার্থকতা এখন কাড়ি কাড়ি অর্থ আর বিলাসিতায়
মস্তিষ্কযুক্ত যান্ত্রিক রোবটের যুগে প্রবেশ করেছি আমরা
প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা পরিবার সমাজ বিলুপ্তির পথে
সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তির শেষ বাজির ঘোড়া এ প্রজন্ম
ভালবাসা, মায়া , মমতা এখন অর্থের দামে বিকোয়
আবেগ , অনুভূতি নিয়ে ব্যবসা বসিয়েছে পুঁজিবাদী শক্তি
মানুষ পশুর পার্থক্য এখন অর্থ আর পোশাক বাকীটা বিবেকহীন
জীবনের লেনাদেনা এখন হারিয়ে গেছে পার্থিব সুখ শান্তির চাদরে
মানবতা নামের অনুভূতি এখন শুধু মিডিয়া ট্রায়াল
ধংস স্তূপের স্যামনে দাড়িয়ে দেখছি তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজছে।
©somewhere in net ltd.