নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে অদম্য ...

নীল পরী

আহ! নীল পরী ....

নীল পরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী পর্ণস্টার নির্ঝরের তানজিকার সঙ্গে বিয়ে এবং চৈতি প্রসঙ্গে অজানা কিছু তথ্য

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:০১





বাংলাদেশী পর্ণস্টার ও সিনেমা পরিচালক এনামুল করিম নির্ঝরের ভিডিও স্কান্ডাল নিয়ে সাম্প্রতিক সময়ে মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। উপস্থাপিকা চৈতির সঙ্গে তার ৮ মিনিট ১৩ সেকেন্ডের শারীরিক সম্পর্কে ভিডিওটি নিয়ে এনামুল করিম নির্ঝরের সাফ জবাব হলো, পুরো ভিডিওটি ফেক! যদিও ভিডিওতে নির্ঝরকে পরিষ্কার ভাবে যেমন চেনা গেছে, তেমনি ভিডিওর শেষাংশে চৈতির মুখে পরিস্কার ভাবে নির্ঝরের নাম শোনা গেছে। ;)



************************************



যাই হোক, আজ দৈনিক আমাদের সময়ে এবং অনলাইন নিউজ এজেন্সী বাংলানিউজের সুবাদে অনেকেই জেনে গেছেন যে, অভিনেত্রী ও মডেল তানজিকাকে গতকাল রাতে নির্ঝর বিয়ে করেছেন। নিশ্চিতভাবেই সকলেই চমকে গেছেন এই ভেবে যে, তানজিকা কিভাবে এত কিছু জেনেও বিয়েতে রাজি হলো! ;)



আসলে এই মিডিয়াতে সবই সম্ভব! নইলে যে অপূর্ব অসংখ্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে অবশেষে অন্যের বাগদত্তা হবু বউ প্রভাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে, সেই আবার রাজীবের সঙ্গে প্রভার ভিডিও প্রকাশ করার পর তাকে ছেড়ে চলে যায়! তেমনি হয়তো চৈতির সঙ্গে নির্ঝরের শারীরিক সম্পর্কের ভিডিও প্রকাশ হবার পরও তানাজিকা এই পর্ণস্টারকে বিয়ে করতে রাজি হলো! :)



এখানে উল্লেখ করাটা জরুরী তা হলো, তানজিকার সঙ্গে নির্ঝরের শেষ ৩ বছর যাবত লিভ-টুগেদার চলছিল। এটা মিডিয়ার সকলেই জানতো। ফলে নির্ঝরের ভিডিও যখন প্রকাশ হয় তখন অনেকেই নিশ্চিত ছিল যে, ভিডিও'র নায়িকা (!) হয়তো তানজিকা। কিন্তু সবাই চমকে উঠলো তখনই, যখন দেখা গেলো ভিডিও'র নায়িকা তানজিকা নয়, চৈতি!! :-/



আসলে চৈতির সঙ্গে নির্ঝরের যখন সম্পর্কে ছিল তখন নির্ঝর বা চৈতি কেউই মিডিয়াতে এতটা পপুলার ফেস ছিল না। ফলে সেই ২০০৫ সালে অবিবাহিত চৈতির সঙ্গে বিবাহিত নির্ঝরের লিভ-টুগেদার চললেও মিডিয়ার খুব মানুষই এটি সম্পর্কে জানতেন। আর এই কারণেই নির্ঝরের সঙ্গে তার স্ত্রীর পরবর্তিতে ছাড়াছাড়ি হয়ে যায়! X((



তাহলে প্রশ্ন উঠতে পারে, ছাড়াছাড়ির পর চৈতিকে কেন নির্ঝর বিয়ে করলো না? X(



আসলে চৈতি একই সময়ে আরো দুটি গভীর ;) সম্পর্ক কনটিনিউ করছিল, যেটি নির্ঝর প্রমাণসহ পরবর্তিতে জেনে যায়। ফলে ফলাফল হয় নির্ঝর চৈতির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং চৈতির স্থানে রিপ্লেসমেন্ট করে তানজিকাকে। :P



মিডিয়া ব্যক্তিদের মধ্যে প্রথমে আব্দুন নূর তুষারের সঙ্গে চৈতির শারীরিক সম্পর্ক ছিল দীর্ঘদিন। আব্দুন নূর তুষারের সঙ্গে চৈতির সম্পর্কের শুরুটা মূলত শুভেচ্ছাতে তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সময় থেকে। পরবর্তিতে বিভিন্ন জনের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। চৈতি ছিল তানজিকার চেয়েও উচ্চাভিলাসী। চৈতির সর্বশেষ শারীরিক সম্পর্ক বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের সঙ্গে আছে বলে জেনেছি। বৈশাখী টিভিতে আসার আগে সাংবাদিক বুলবুল সাহেব এটিএন বাংলাতে দীঘদিন কর্মরত ছিলেন। তিনি বৈশাখীতে চৈতিকে ফ্লোর দেন এবং অধিনস্তদের নির্দেশ দেন চৈতিকে ভালভাবে হাইলাইট করার জন্য। ;)







এদিকে মিডিয়াতে উচ্চাভিলাসী তানজিকা এসময় খুঁজছিলো নির্ঝরের মত ভাল একটি ব্যাকআপ। কারণ নির্ঝর তখন সরকারী অনুদানের ছবি ‌"আহা!" নির্মাণ করে সর্বমহলে পরিচিত ও সমাদৃত একজন ব্যক্তিত্ব। উপরন্তু এক্স-বুয়েটিয়ান নির্ঝর সিনেমা পরিচালক ছাড়াও একজন আর্কিটেক। তার নিজস্ব একটি ফার্মও রয়েছে। "ভূত" নামের রেস্টুরেন্টটিও তারই। ফলে আর্থিক দিক থেকেও তানজিকা যে সাপোর্ট পেল তা অন্য কারোর কাছ থেকে পাওয়া এতটা সম্ভব নাও হতে পারতো, যেটা ডিভোর্সড নির্ঝরের কাছ থেকে সে পেতে শুরু করলো! আর সেই প্রতিদান দিল সে গতকাল নির্ঝরের ভিডিও স্ক্যান্ডাল সত্বেও তাকে বিয়ে করার মাধ্যমে।



************************************************



গুলশানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে একমাত্র প্রথম আলো উপস্থিত ছিল! কারণ হিসেবে অনেকেই মনে করেছে, যেহেতু "যা কিছু ভাল, তার সঙ্গে প্রথম আলো", সুতরাং হয়তো প্রথম আলোও হয়তো নির্ঝরের ব্যাপারগুলোকে ভাল বলেই মনে করেছে! ;)



************************************************

মন্তব্য ১০১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:০৫

নীল ভোমরা বলেছেন:
আহা!...
বসন্তে চৈতালী হাওয়া!....
আহা!

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩১

নীল পরী বলেছেন: :>

২| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: যা কিছু ভালু তার সাথে প্রথম আলু :> :> :> =p~ =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

নীল পরী বলেছেন: :P

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

শিবলী নোমান বলেছেন: :#> :#>

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩২

নীল পরী বলেছেন: :|

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:০৮

ফায়সাল বলেছেন: oder theke dekhi public er beshi chulkani.

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

নীল পরী বলেছেন: :|

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১০

ফায়ার ওয়ার্কস বলেছেন: "গুলশানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে একমাত্র প্রথম আলো উপস্থিত ছিল! কারণ হিসেবে অনেকেই মনে করেছে, যেহেতু "যা কিছু ভাল, তার সঙ্গে প্রথম আলো", সুতরাং হয়তো প্রথম আলোও হয়তো নির্ঝরের ব্যাপারগুলোকে ভাল বলেই মনে করেছে! ""
"বাংলাদেশী পর্ণস্টার ও সিনেমা পরিচালক এনামুল করিম নির্ঝরের ভিডিও স্কান্ডাল"
ব্যফক মজা পাইলাম

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪

নীল পরী বলেছেন: B-)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১১

ফাহিম হায়দার খান বলেছেন: আর ভাল্লাগে না...... বাংলাদেশ যে কই রওনা দিল এইসব লোকজন এর জন্য......

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪

নীল পরী বলেছেন: :(

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১২

হারানোপ্রেম বলেছেন: চমতকার !!!!!!!!!!
এই না হলে মিডিয়া।

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৫

নীল পরী বলেছেন: B-)

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিয়াফক বিনুদুন =p~ =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৬

নীল পরী বলেছেন: :P

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১২

মন্জুরুল আলম বলেছেন: গুলশানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে একমাত্র প্রথম আলো উপস্থিত ছিল! কারণ হিসেবে অনেকেই মনে করেছে, যেহেতু "যা কিছু ভাল, তার সঙ্গে প্রথম আলো", সুতরাং হয়তো প্রথম আলোও হয়তো নির্ঝরের ব্যাপারগুলোকে ভাল বলেই মনে করেছে!
প্রমাণ : আগামীকাল সবগুলো দৈনিক পত্রিকাগুলোর মধ্যে একমাত্র প্রথম আলোর বিনোদন পৃষ্টাতে নির্ঝর-তানজিকার ছবি ছাপানো হবে!

জাট্টিল.....

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪২

নীল পরী বলেছেন: B-)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১২

এন ইউ এমিল বলেছেন: নাউজুবিল্লা,


পামু কই?

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪২

নীল পরী বলেছেন: :|

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নৈতিকতার মানদন্ড পাল্টে যাচ্ছে দিনদিন। সামনেই আছে সেইদিন , যখন এরকম ভিডিও না থাকলে আপনি সামাজিক মূল্য নাও পেতে পারেন। তখন বলা হবে, তোমার ভিডিও নাই মানে তুমি ফালতু, তোমাকে কেউ পুছে না! আমাদের আধুনিক ছেলে মেয়েরা ভিডিও সিডিতে নিজেদেরকে এভাবে প্রকাশ করার জন্য হন্য হয়ে প্রযোজক খুজবে। আমার কথাটা হাস্যকর লাগছে ? ছেলেমেয়েরা বিয়ের সময় এরকম পাত্র/পাত্রি খুজবে! হা-হা-হা.....

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪২

নীল পরী বলেছেন: :|

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৩

বাষ্প বলেছেন: ভাইজান দেখি অনেক খবর রাখেন> কেমনে রাখার টাইম পান>>>

জোস।

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪১

নীল পরী বলেছেন:

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৪

রাতুল রেজা বলেছেন: নির্ঝর তানজিকা ভিডিও অন দ্যা ওয়ে ;)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪১

নীল পরী বলেছেন: :P

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৫

কিশু বলেছেন: ভিডিও দেখে তো মনে হল ওটা তানজিকা।

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪০

নীল পরী বলেছেন: :|

আবার রিভাইস করেন!

:P

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৬

সরল মানুষ বলেছেন: গুলশানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে একমাত্র প্রথম আলো উপস্থিত ছিল! কারণ হিসেবে অনেকেই মনে করেছে, যেহেতু "যা কিছু ভাল, তার সঙ্গে প্রথম আলো",

হা হা প গে....................... =p~

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪০

নীল পরী বলেছেন: :P

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৯

সাইফুল ইসলাম নিপু বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বিয়াফক বিনুদুন =p~ =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৯

নীল পরী বলেছেন: :P

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:১৯

সরল মানুষ বলেছেন: আপনার পোষ্ট এ হিট মুটা মুটি মত্র ১৯ মিনিটে ২৫০ ছাড়াইয়া গেছে..... =p~ :-< |-)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮

নীল পরী বলেছেন:

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:২১

কে আমি? বলেছেন: আপনি ভালো বলেছেন ভাই, তবে...
আমি কিছুতা confused আপনার লেখাটি পড়ে
লেখার প্রথম অংশে আপনি লিখেছেন নির্জর তাঞ্জিকার সঙ্গে লীভ- টুগেদার, আবার শেষ অংশে লিখলেন চৈতির সঙ্গে।
ব্যাপার টা একটু কেমন লাগতেছে না?

*তানজিকার সঙ্গে নির্ঝরের শেষ ৩ বছর যাবত লিভ-টুগেদার চলছিল*

*সেই ২০০৫ সালে অবিবাহিত চৈতির সঙ্গে বিবাহিত নির্ঝরের লিভ-টুগেদার*

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩১

নীল পরী বলেছেন: আপনি সহজ ব্যাপারটা কেন ধরতে পারছেন না?

নির্ঝর তানজিকার সঙ্গে লিভ-টুগেদার করছে শেষ ৩ বছর, অর্থাৎ ২০১১, ২০১০, ২০০৯/২০০৮। আর চৈতির সঙ্গে তার লিভ-টুগেদার চলছিল ২০০৫ এরও আগে থেকে। যদিও সে সময় নির্ঝরের স্ত্রী ছিল এবং পরবর্তীতে এ কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়!

বুঝছেন? ;)

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:২৪

ডাসট ইন দা উইনড বলেছেন: সহজ হিসাব....তানজিকার মাথা খুবই ক্লিয়ার বলতে হচ্ছে

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪২

নীল পরী বলেছেন: B-)

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩০

রাজ ভাই বলেছেন: যা কিছু ভালু তার সাথে প্রথম আলু

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮

নীল পরী বলেছেন: :P

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩২

ইলুসন বলেছেন:

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৬

নীল পরী বলেছেন:

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪

বাল্যবন্ধু বলেছেন: আপনে এট খবর জানেন ক্যামনে???

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৭

নীল পরী বলেছেন: :-* :| ;)

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪০

হালকানীল বলেছেন: "যা কিছু ভাল, তার সঙ্গে প্রথম আলো", সুতরাং হয়তো প্রথম আলোও হয়তো নির্ঝরের ব্যাপারগুলোকে ভাল বলেই মনে করেছে!

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৩

নীল পরী বলেছেন:

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৩

কে আমি? বলেছেন: ওকে @ লেখক

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৫

নীল পরী বলেছেন:

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৩

মাহবু১৫৪ বলেছেন: চাকিদিকে বিনোদন !!! =p~ =p~ =p~

টাকা থাকলে মিডিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসা যায় । আর তানজিকা তো কোন বেপার না।

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৬

নীল পরী বলেছেন: ;) :P

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪

জাহাজী পোলা বলেছেন:



আমারে কুটি টেঁকা দিলেও মডেল মাইয়া বিয়া কর্তাম্না /:) /:)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৬

নীল পরী বলেছেন:

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১

নীল পরী বলেছেন: মডেল থেকে দূরে থাকুন,
সুস্থ সবল জীবন গড়ুন! ;) :P

২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯

নষ্ট কবি বলেছেন: আহা র পর উহু দ্যা সিকু্যাল ;)

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১০

নীল পরী বলেছেন: :P

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:৫৪

অচন্দ্রচেতন বলেছেন: কে বলেছে গভীর গবেষণাধর্মী লেখা আজকাল দেখাই যায় না।

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১০

নীল পরী বলেছেন:

২৯| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১২

ক্ষ্যাপা বালক বলেছেন: আসলে টাকার কাছে সব নীতি নৈতিকতা আজ পরাজিত।

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৮

নীল পরী বলেছেন: হুমম......সহমত।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪

রিমন ঢাকা বলেছেন: তানজিকরে হুমকি দিছে,ওর ভিডু বাইর করবে

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৪

নীল পরী বলেছেন: এই রকম কোন তথ্য এখন পর্যন্ত পাই নি! আর ভিডিও বের করার হুমকি দিয়ে অন্য (!) কিছু করা সম্ভব হলেও বিয়ে করাটা কতটুকু যুক্তিযুক্ত সেটা কিন্তু প্রশ্নের মুখেই থেকে যাচ্ছে! সুতরাং, "তানজিকরে হুমকি দিছে,ওর ভিডু বাইর করবে"- কথাটি স্রেফ গুজব বলেই ধরে নিচ্ছি। :)

৩১| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২১

মিজভী বাপ্পা বলেছেন: দেশের উজ্জল মিডিয়া ভবিষৎ হচ্ছে এরা।ডিজিটাল বাংলাদেশ রে আরও বেশি মর্ডান ডিজিটাল করতাছে।

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩২

নীল পরী বলেছেন: :|

৩২| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৬

স্বপ্নছায়া বলেছেন: মিডিয়ার প্রতি মানুষের ঘেন্না জমে গেল ........ছ্যা ছ্যা ছ্যা......

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৩

নীল পরী বলেছেন: :|

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৮

কাউসার রুশো বলেছেন: হুম

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪

নীল পরী বলেছেন:

৩৪| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৭

রৌদ্র করোটি বলেছেন: চৈতি আফা তো এখন খালি। আমি চৈতি আফা রে বিবাহ করিতে ছাই :-B B-)) B-)) B-))

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৯

নীল পরী বলেছেন: :|

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৩

নীল পরী বলেছেন: কিন্তু ভাইডি, চৈতির স্বামী তো ওরে এখনো পরিত্যাগ করেনি। বরং চৈতিরে ফুন দিলে ওর স্বামী ফুন ধরে। ভিডুর কতা জিগাইলে কয়, "আমি ভালো করে দেখেছি, ওটা চৈতি নয়!" ..... বেটা ব্যাক্কলরে ইটা মারতে মন চায়! X(

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪২

নীরব একজন বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪৩

নীল পরী বলেছেন:

৩৬| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ২:৫৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: জাহাজী পোলা বলেছেন:



আমারে কুটি টেঁকা দিলেও মডেল মাইয়া বিয়া কর্তাম্না /:) /:)

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২১

নীল পরী বলেছেন: :P

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২৩

অবস্‌িকউর বলেছেন: রাষ্ট্রপ্রধান বলেছেন: জাহাজী পোলা বলেছেন:



আমারে কুটি টেঁকা দিলেও মডেল মাইয়া বিয়া কর্তাম্না / /

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২১

নীল পরী বলেছেন: :P

৩৮| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৪০

ত্রিমাত্রিক বলেছেন: আমার তো মনে হয় তানজিকারে হুমকি দিছে, "তুই যদি আমারে বিয়া না করছ তাইলে গত তিন বছরের লিভ টুগেদারের মেগা সিরিয়াল বাইর করুম" ;)

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২১

নীল পরী বলেছেন: :P

৩৯| ০৫ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:০৫

দুষ্ট_ছেলে বলেছেন: ত্রিমাত্রিক বলেছেন আমার তো মনে হয় তানজিকারে হুমকি দিছে, "তুই যদি আমারে বিয়া না করছ তাইলে গত তিন বছরের লিভ টুগেদারের মেগা সিরিয়াল বাইর করুম" ;) =p~ =p~ =p~ =p~ =p~ :P

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২২

নীল পরী বলেছেন: =p~

৪০| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:০৯

শায়েরী বলেছেন: Hayre

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২২

নীল পরী বলেছেন: B-)

৪১| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৪

মনির২৪৫ বলেছেন: ভিডিও টা কই আছে বস্তায় না মগে? দেন তো একট খায়া দেখি কেমন লাগে।

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২২

নীল পরী বলেছেন: :|

৪২| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬

টুটুল বরকত বলেছেন: মাথা ঘুরে

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৩

নীল পরী বলেছেন: B-)

৪৩| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩

মাকসুদ বদ্দ০০৭ বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৩

নীল পরী বলেছেন: :)

৪৪| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৬

মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: চৈতীর সাথে অন্য কার সম্পর্ক তাকো বল্লেন না।

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৪

নীল পরী বলেছেন: মিডিয়া ব্যক্তিদের মধ্যে প্রথমে আব্দুন নূর তুষারের সঙ্গে চৈতির শারীরিক সম্পর্ক ছিল দীর্ঘদিন। আব্দুন নূর তুষারের সঙ্গে চৈতির সম্পর্কের শুরুটা মূলত শুভেচ্ছাতে তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সময় থেকে। পরবর্তিতে বিভিন্ন জনের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। চৈতি ছিল তানজিকার চেয়েও উচ্চাভিলাসী। চৈতির সর্বশেষ শারীরিক সম্পর্ক বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের সঙ্গে আছে বলে জেনেছি। বৈশাখী টিভিতে আসার আগে সাংবাদিক বুলবুল সাহেব এটিএন বাংলাতে দীঘদিন কর্মরত ছিলেন। তিনি বৈশাখীতে চৈতিকে ফ্লোর দেন এবং অধিনস্তদের নির্দেশ দেন চৈতিকে ভালভাবে হাইলাইট করার জন্য। ;)

৪৫| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৮

ডট কম ০০৯ বলেছেন: এখন তাঞ্জিকার সাথে নির্ঝর এর ভিডিও চাই
নইলে জীবন বৃথা গেল

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৬

নীল পরী বলেছেন: :P

৪৬| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৫

সজু বলেছেন: ভাই এত কিছু খবর পাইলেন র একটু কষ্ট করেন, তাঞ্জিকার সাথে নির্ঝর এর ভিডিও তা পান কিনা দেখেন না ভাই .......

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৪

নীল পরী বলেছেন: কেন ভাই? খিতা খড়বেন? :P

৪৭| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৪

কুঁড়ের বাদশা বলেছেন: source of info ullekh korlen na ?

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৭

নীল পরী বলেছেন: না। কারণ, সোর্স গোপন রাখার অধিকার আমার আছে। :)

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৮

ন হন্যাতে বলেছেন: চৈতীর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হল, ঢাবি মার্কেটিং সেভেন্থ ব্যাচ এর ছাত্রী। মার্কেটিং এর স্টুডেন্ট দের এই রকম রেকর্ড় আরও অনেক আছে। আর জুনিয়র ব্যাচগুলার ছেলে-মেয়েদের যা অবস্থা তাতে মনে হয় এই ডিপার্টমেন্ট জাতীকে ভবিষ্যতে আরো অনেক কিছু উপহার দেবে।

বাই দ্যা ওয়ে, রুবাবা-দৌলা-মতিন ও একই ডিপার্ট্মেন্টের স্টুডেন্ট ছিল।

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৪

নীল পরী বলেছেন: বাহ্, দারুণ তথ্য তো।

জানতাম না।

ধন্যবাদ। :)

৪৯| ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৭

নীল বরফ বলেছেন: যেমনে যা করছে ২ জনে= rocco ar jenne jameson khota mone pore gelo re bhai....

১১ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৩৯

নীল পরী বলেছেন: :P

৫০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

েবনিটগ বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.