![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ
দারিদ্র এমন একটা মেডিসিন যাহা কিছু কিছু কঠিণ পাপ কাজ থেকে মানুষ কে নিরাপদ রাখে......ব্যক্তিগত মতামত.... নুর...।
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: আসলে আমি দরিদ্র মানুষগুলোর কথা বলছি যারা দরিদ্রতাকে ঘৃনা করে মোক হয়ে রয় । যারা কষ্ট পায়,অট্টালিকা দেখে দেখে যারা আবেগে ফেটে পড়ে,লোভ করে লোভ হয় এবং সে লোভে নিজেকে নিমজ্জিত করে কলঙ্করেখায় দাগী আসামী রুপে ।
কিন্তু আমি যাহা মনে করি দরিদ্রতা থেকে অনেক কিছু শেখার আছে যা অধিক সম্পদ থেকে নেই । আপনার চিন্তা চেতনা দুটুইএপ্রসিয়েটেবল আপনাকে অনেক অভিনন্দন ।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
অর্বাচীন পথিক বলেছেন: নুর ভাই সব সময় এটা ঠিক না ।
মাঝে মাঝে দারিদ্র বাঁশ ও দেই
।
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
নুরএমডিচৌধূরী বলেছেন: আরবাচীন পথিক
আপনার নামটা আমার খুব পছন্দের এবং আপনিও
আপনার কথাটাও সত্যি
তার চেয়ে বড় সত্যি হল
দরিদ্রের অহঙ্কার নেই
ধনীর অহঙ্কার আছে
দরিদ্র মানুষ কে সম্নান দিতে জানে যতটুকু
ধনী ত্তটুকু জানে না ইত্যাদি ইত্যাদি.........
আপনাকে অনেক ধন্যবাদ
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১
নুরএমডিচৌধূরী বলেছেন: আরজু মুন জারিন কে বলছি.........
আসলে আমি দরিদ্র মানুষগুলোর কথা বলছি যারা দরিদ্রতাকে ঘৃনা করে মোক হয়ে রয় । যারা কষ্ট পায়,অট্টালিকা দেখে দেখে যারা আবেগে ফেটে পড়ে,লোভ করে লোভ হয় এবং সে লোভে নিজেকে নিমজ্জিত করে কলঙ্করেখায় দাগী আসামী রুপে ।
কিন্তু আমি যাহা মনে করি দরিদ্রতা থেকে অনেক কিছু শেখার আছে যা অধিক সম্পদ থেকে নেই । আপনার চিন্তা চেতনা দুটুইএপ্রসিয়েটেবল আপনাকে অনেক অভিনন্দন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২
আরজু মুন জারিন বলেছেন: দারিদ্র এমন একটা মেডিসিন যাহা কিছু কিছু কঠিণ পাপ কাজ থেকে মানুষ কে নিরাপদ রাখে......ব্যক্তিগত মতামত
বাহ অদ্ভূত তো। আসলে তো সত্যি। এভাবে তো ভাবিনি। দারিদ্র। .তিনটি মৌলিক চাহিদা অন্ন বস্র বাসস্থান এ পূরণ হওয়া না পর্যন্ত জীবন সংগ্রাম চলতে থাকে। তবে এসবের অভাবে অন্যায় হয়। কঠিন পাপ খুন বা অন্য অসৎ কাজ না করলে ও ছোট খাট অন্যায় চুরি এসব হতে ই থাকে। আচ্ছা আপনার পোস্ট এ উত্তর দিতে দিতে বিভ্রান্ত হয়ে গেলাম তাহলে কোন পারিপাশ্বিক এ আমরা সুখী বা সৎ থাকি। মা বাবার সৎ শিক্ষা , সুস্থ পরিবেশ এ বাস ,প্রয়োজনীয় বাল্য শিক্ষা , ভাল বিদ্যালয়ে যাওয়া , ভাল শিক্ষক , ভাল সহপাঠীর তত্বাবধানে থাকা। তবে তার জন্য প্রথমে নুন্যতম মৌলিক চাহিদার পূরণ হতে হবে। এর অভাব এ মানুষ অন্যায়ের পথে পা বাড়ায় আবার আরেক অর্থে আপনার কথা ও ঠিক খুব দারিদ্রে খাওয়া পরার চিন্তা যখন আমার মস্তিস্ক দখল করে নেয় তখন মানসিক অবক্ষয় (ঘৃনা ,হিংসা , পরশ্রীকাতরতা। ..বড় ধরনের অন্যায় চিন্তা ব্যক্তির মাথা থেকে রহিত হয়ে যায়।
লেখাটি গুছিয়ে লিখতে পারলামনা । অনেক ধরনের ভাব চলে আসল মাথায়। আসলে সৎ বা সঠিক পথে থাকার জন্য কোন পরিবেশ টা জরুরী তাই ভাবছিলাম।
আপাতত অনেক শুভেচ্ছা জানিয়ে যাই। বৃহত্তর অর্থে আপনার কথায় আমার সমর্থন। অনেক অনেক শুভেচ্ছা এক লাইন এ গভীর একটি বাক্য দেওয়ার জন্য।
ভাল থাকবেন সবসময়।