নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

জাত্যভিমান

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

আমি দাম্ভিক মুসলিম , আমি খীস্টান ,আমি হিন্দু ,আমি বৌদ্ধ---
সবই জন্মগতসূএে ,
তাই নিয়ে সকলের কত নর্তন-কুর্দন!
কজন হয়রে ভাই মাইকেল মধুসূদন!!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন: থিম ভাল্লাগছে আপা।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ !!

২| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: মাইকেল মধুসূদন এর মনন ও মেধা দুষ্প্রাপ্য, সবাই তা অর্জন করতে পারেনা।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭

আলোরিকা বলেছেন: প্রথম দিকের লেখাগুলোয় এক ধরণের লাজুক ভালবাসা , মায়া জড়িয়ে থাকে - কাউকে জানাতেও ভ্য় হয় আবার মনে হয় না না কেউ জানুক । এ সময় কারো উৎসাহ পেলে তার অনুভূতি অসামান্য ! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সময় করে পুরনো পোস্টগুলো পড়ার জন্য । অনেক অনেক ভাল থাকুন । শুভকামনা :)

৩| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রতিমন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন, আমার ক্ষেত্রেও এমনই হয়। আর আমি এটা জানি বলেই, কাউরো কোন লেখা পড়ে ভালো লাগলে আমি সোজা চলে যাই তার প্রথম দিকের লেখাগুলোতে। গতকাল আপনার "আলোক পাঁচালি - পর্ব -১" পরে খুব ভালো লেগেছিলো। তাই সরাসরি আপনার প্রথম ৫টি লেখা পড়ে সেখানে মন্তব্য রেখে আসি। এটা বোধকরি আপনার দ্বিতীয় পুরাতনতম পোস্ট।
তবে দুঃখের বিষয়, আমার পুরনো কোন লেখায় কেউ আসেনা।
ভুল ধরা কেউ পছন্দ করেনা। তবুও বলছি, আপনার এ লেখার শিরনামটা বোধহয় জাত্যভিমান এর স্থলে জাত্যাভিমান হবে। একটু দেখে নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.