নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত আত্মারা জাগো

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

দাউ দাউ করে জ্বলছে আগুন-
পুড়ছে জীবন্ত মানুষ ।
মাঘের হাড় কাঁপানো শীতে পোড়ো মানুষের তাপে,
ওম নেয় ক্ষমতালিপ্সু হায়েনা!
অভিশপ্ত আত্মারা জাগো-
দোহাই তোমাদের জাগো ,নতজানু হয়োনা।
সহ্যের সীমা ছাড়ানো সহনীয়তা ভুলে গিয়ে-
স্তব্ধ করে দাও হায়েনার হাসি ।
নাকি ক্ষমতালিপ্সুর দূর্গের সুরক্ষিত দেয়াল
ভেদে অপারগ অশরীরী !

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: সীমা ছাড়ানো সহনীয়তা ভুলে গিয়ে- স্তব্ধ করে দাও হায়েনার হাসি ।

আদৌ সম্ভব কিনা বুঝতে পারছি না ।যে অবস্থা দেখা যাচ্ছে ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:

ভালো লিখেছেন।

শুভ ব্লগিং ।।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

আলোরিকা বলেছেন: শুধু ব্লগিং নয়রে ভাই অসহায় মনের হাহাকার .......ধন্যবাদ ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা সেদিনের সেই বীভৎস দিনগুলোর কথা মনে করিয়ে দিলো।
সহ্যের সীমা ছাড়ানো সহনীয়তা ভুলে গিয়ে-
স্তব্ধ করে দাও হায়েনার হাসি
- তৎকালীন অবস্থার প্রেক্ষিতে প্রাসঙ্গিক প্রার্থনা। তবে, অন্যদিক দিয়ে এখনকার অবস্থাটাও কম ভীতিকর নয়, যা আজকাল খবরের পাতায় উঠে আসছে।
মন্দের প্রতি কবির নিন্দা প্রকাশ বািবেকের পরিচয়।

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.