নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

হে মানব !

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০১





'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,

যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;

যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই

পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।

যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,

এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়

মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা

শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

- অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ'






হে মানব যদি বিশ্বাস কর স্রস্টার বিশালতায় -

তবে কেন নিজেকে এত ক্ষুদ্র কর নীচতায় !

যদি বিশ্বাস কর আদম-হাওয়া, এডামস-ইভ কিংবা মন্যু- সীতায়-

তবে জেনো সকলে তোমার ভ্রাতাই ।

যদি শুনে থাক গল্প হাবিল-কাবিলের-

তবে জেনো নিশ্চয় আছে কারসাজি ইবলিসের ।

হে মানব রঞ্জিত কোরনা আর হাত ভ্রাতার রক্তে -

নিমজ্জিত হয়োনা আর আদিম পঙ্কে ।

এস আলোর পথে , উদ্ভাসিত হও প্রজ্ঞায় -

সৃষ্টির সেরা জীব তুমি - দীক্ষিত হও মানবতায় ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫

সরদার হারুন বলেছেন: কখা ভাল তবে কে শোনে ভালো কথা ?

২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

আলোরিকা বলেছেন: আসলেই ঠিক বলেছেন ..... তারপরও মনে হয় বলি, যদি শোনে ......

৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: খুব সুন্দর কবিতা! কিন্তু ইংলিশ কোডগুলো এসে গেছে সেসব এডিট করো আপু!:)

৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর ফিডব্যাকের জন্য.... :) :) কেউ প্রশংসা করলে লজ্বা লাগে....কোন ফিডব্যাক না পেলেও ভাল লাগেনা.....তবে ছাইপাশ যাই লিখিনা কেন সবই প্রতিক্রিয়া.... :)

৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৫০

রিকি বলেছেন: অনেক অনেক সুন্দর একটা কবিতা । সার্বিক পরিস্থিতির সাথে কোথাও না কোথাও কবিতাটা খাপে খাপে মিলিয়ে গেছে আপু। :( ভালো থাকবেন !:#P !:#P !:#P

৬| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

আলোরিকা বলেছেন: ধন্যবাদ..... :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.