নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

অসামান্যা নারী তোমাকে স্যালুট !

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭



গত তিন দশক ধরে আমি আমার মাকে দেখছি প্রতিদিন ফজরের নামাজের ওয়াক্তে উঠতে । নামাজ শেষে তার তিন কন্যা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব ছিল মেয়েদের ঘুম ভাঙিয়ে তাদের হাল্কা চা-নাস্তা দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করানো । তারপর সারাদিন ধরে মেয়েদের স্কুল -কলেজে পাঠানো , তাদের প্রাইভেট পড়াশোনা সংক্রান্ত তদারকি , তাদের জন্য মজার মজার খাবার বানানো, বাসায় পড়াশোনা করানো সহ নানাবিধ কাজ সম্পন্ন করা ।আমাদের কখনও মনে হয়নি তারও বিশ্রাম, আরাম- আয়েশের প্রয়োজন আছে!



সেই সত্তরের দশকে গ্রামের এক মৌলানা পরিবারের প্রতিকূল পরিবেশে তার বেড়ে ওঠা হলেও পড়াশুনার প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ । নানা বাঁধা - বিপত্তি পেরিয়ে তিনি পৌঁছেছিলেন কলেজ পর্যন্ত ! তারপর বিয়ে সন্তান-সন্তানাদি ।নিজে কিছু করবেন বলে যোগদান করেছিলেন একটি স্কুলেও ।কিন্তু স্বামীর বদলীর চাকরি , সন্তানদের দেখাশোনা এসব কারণে সেই চাকরি শেষপর্যন্ত আর ধরে রাখতে পারেননি ।সম্ভবতঃ সেকারণেই তার স্বপ্ন ছিল - তিনি তার তিনকন্যাকে সুশিক্ষিত করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন । তিনি কতটা সফল হয়েছেন জানিনা, কিন্তু আমার মনেহয় শুধুমাত্র তার নিরলস চেষ্টা আর সৃষ্টিকর্তার নিকট প্রতিনিয়ত প্রার্থনার বলেই আজ একজন একটি স্কুলের প্রধান, একজন সামরিক কর্মকর্তা আর একজন ডাক্তারে পরিণত হয়েছেন ।



অনেকেই আমার মাকে বলেন রত্নগর্ভা । আসলে কি তাই ? আমার মতে তিনি নিজেই একজন রত্ন ! আমি আমার মায়ের মত খুব কম মানুষকে দেখেছি এত গুণে গুণান্বিত হতে - হস্তশিল্পের যত ধারা - কাপড় কাটা ,সেলাই করা , উলবোনা, বিভিন্ন ধরনের সূতার কাজ , শো পিস বানানো , মোড়া - চাটাই বানানোসহ এমন কোন কাজ নেই যা তিনি জানেন না ! আর তার বানানো আচার - সুস্বাদু রান্না তো আছেই ।আমরা তিনবোন তার একাংশও পাইনি । তাই তিনি রত্নগর্ভা নন , তিনি নিজেই একজন রত্ন!



এই যে একজন মা যে শুধু নিজের সন্তানদের জন্য নিজের যাবতীয় স্বাদ - আহ্লাদ বাদ দিয়ে তার তিন কন্যাকে আজ একটা সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন - এখন কি তার অখণ্ড অবসর ? না, দায়িত্ববোধ তাকে এখনও মুক্তি দেয়নি । এখনো তিনি সেই ভোরেই ওঠেন ফজরের নামাজের পর বৃদ্ধ স্বামীকে চা-নাস্তা দিয়ে তার দিন শুরু হয় - বড় মেয়ে বিয়ের পর চাকরিসূত্রে তার কাছেই থাকতেন - বড় মেয়ের দেখাশোনা , তার বাচ্চার যত্নআত্তি এসব করতে করতে যখন বড় মেয়ে আলাদা বাসা নিল - তার কিছুদিন পরেই ছোট মেয়ে তার মাতৃত্বকালীন ছুটিতে মায়ের কাছে চলে এলেন। এখন চলছে ছোট মেয়ের যত্নআত্তি - ছোট্ট নাতির যত্নআত্তি ।



আমার মনেহয় এ গল্প শুধু আমার মায়ের নয় , এ গল্প পৃথিবীর সফল - অসফল সকল সন্তানের মায়েদের ।আজ নারী দিবসে সেইসব অসামান্য নারীদের জানাই সালাম!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

টুম্পা সাড়া বলেছেন: সালাম মা....

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

আলোরিকা বলেছেন: সালাম...শুভেছা.... :-)

২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

নাহিদ রুদ্রনীল বলেছেন: আপনার মা'য়ের জন্য অজস্র শ্রদ্ধা রইলো। পৃথিবীর সকল মা ভালো থাকুক। সকল নারী ভালো থাকুক।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ.....ভাল থাকবেন .......

৩| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

মারুফ মুনজির বলেছেন: আজ অফিসে এসে ১০ টার মতো পত্রিকা পড়লাম, আজ নারী দিবস হিসেবে নারীদের নিয়ে প্রচুর লেখা, গবেষনা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সফল নারীদের গল্পও প্রকাশিত হয়েছে অনেক, তার মধ্যে বনিক বার্তার প্রধান নিউজটা আমার ভালো লেগেছে, বাংলাদেশের সফল ১০ নারীর জীবন নিয়ে রিপোর্ট, এই রিপোর্ট পড়ার পর কিছু প্রশ্ন মাথায় এসেছে যা আমি নিউজ পরে জানতে পারিনি, জানা থাকলে জানিয়ে কৃতজ্ঞ করবেন
১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।
২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।
৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।
৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।

৪| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া .....আমারও এরকম একটি বিষয়ে লেখার ইচ্ছে আছে....আপনি সফল মায়েদের কথা নাকি মেয়েদের কথা জানতে চান জানাবেন, যদিও বিষয়টি কোন কোন ক্ষেত্রে একসূত্রে গাঁথা ....

৫| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২

জুন বলেছেন: আমার মতে তিনি নিজেই একজন রত্ন ।
+

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৮

আলোরিকা বলেছেন: :-) :-) :-) ++

৬| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০১

মনিরা সুলতানা বলেছেন: ঠিক বলেছেন ...
তিনি নিজেই একজন রত্ন

এ গল্প শুধু আমার মায়ের নয় , এ গল্প পৃথিবীর সফল - অসফল সকল মায়ের

+++++++

শুভাকামনা আপনার জন্য মা কে সালাম :)

৭| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪০

আলোরিকা বলেছেন: শুভকামনা.... :)

৮| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: মা একটা প্রতিষ্ঠান, ক্যামনে যে সব ম্যানেজ করে আল্লাহ জানেন।

৯| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৯

আলোরিকা বলেছেন: একদম ঠিক বলেছেন - মা একটা প্রতিষ্ঠান আর কোন কোর্স ছাড়াই গুড ম্যানেজার.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.