![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
জলন্ত উনুন থেকে হঠাৎ লেগে যাওয়া আগুনের আঁচ -
অথবা , কড়ইয়ের ফুটন্ত তেল হতে
ছিটকে আসা এক বিন্দু তেলে পুড়ে যাওয়া ক্ষত হতে
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কত গুণ কত গুণ তীব্র হতে পারে -
পুড়ে যাওয়া একজন মানুষের কষ্ট !
সেলাই করতে গিয়ে হঠাৎ সূচের খোঁচা
অথবা , কিছু কাটতে গিয়ে হঠাৎ চাকুর ধারালো পোঁচ হতে -
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কতখানি কতখানি তীব্র হতে পারে চাপাতির ধারালো পোঁচ !
এখন প্রতিদিন এসব নিতান্তই মামুলি বিষয় হতে -
আমি নিজেকে প্রস্তুত করি ।
পেট্রোলের জলন্ত আগুন ,নাকি চাপাতির ধারালো পোঁচ -
কিসে প্রাণহুতি হবে অবিনশ্বর আত্মার!
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৬
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ......
২| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৩১
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । বিস্বাদ লেগে আছে যেন ।
১৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩১
আলোরিকা বলেছেন: বলেছেন: 'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
- অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ'........
৩| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সমসাময়িকতার কবিতায় ভালো লাগা। অনুভবের প্রকাশ প্রশংসনীয়।
১৮ ই মে, ২০১৫ সকাল ১০:৩৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ......... ভাল থাকবেন ....
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: এইসব ছোট ছোট অনুভূতি থেকে ভয়াল মৃত্যুর অকল্পনীয় যন্ত্রণার কথা ভেবে অসহায় লাগে। ছুঁয়ে গেলো কবিতাটি।