![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
( বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান- বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ।)
তোমার চিঠিগুলো উড়ে আসে স্নিগ্ধ হাওয়ার মত -
সাথে নিয়ে হাজার প্রজাপতি !
আমিও সে হাওয়ায় ভেসে ওড়াই রঙ্গিন ফানুস ।
যে আছে অন্তরালে , সংগোপনে , যেখানে নেইকো অর্গল -
সেখানে তো খোলাই যায় মনের আগল ।
সহসা হঠাৎ এসে ভেঙ্গে সে অর্গল -
বললে তুমি - এইযে আমি সত্যি আছি ,
নই কোন মিছে স্বপন !
ছিল পণ -
এ হবে শুধু অদেখা মনের আলাপন ।
কিন্তু হায় !
ছিল না সে , ধনুরভঙ্গ পণ ।
অতঃপর ....
চলল যুদ্ধ বাস্তবতা - কল্পনায় ।
বললে তুমি , আমি কিন্তু চিনেজোঁক -
আমি বললেম , তাহলে আমিও শামুক !
২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:০১
আলোরিকা বলেছেন: হুম..... তারপরও একটা সুন্দর, স্বপ্নময় , সত্য স্বীকারোক্তির জায়গা কি থাকতে নেই ? ধন্যবাদ , ভাল থাকবেন .....
২| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:৪৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ .......
৩| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৩
মিঠু জাকীর বলেছেন: ভালো লেগেছে
২৮ শে মে, ২০১৫ রাত ১০:০৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ......
৪| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩১
হাসান মাহবুব বলেছেন: শুরুটা যত ভালো ছিলো শেষতক কবিতাটা অত ভালো লাগে নি।
২৮ শে মে, ২০১৫ রাত ১০:১৮
আলোরিকা বলেছেন: ধন্যবাদ . ...... আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করতে চেয়েছি মাত্র ..... আর সেটা প্রথম দিকে ছিল ভাল লাগার ,শেষটা নয়
কবিতাটি আসলেই আরও সুন্দর হতে পারতো ..... আমি কিন্তু বাবা লেখক বা কবি পরিচিতি চাই না
৫| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪০
দীপংকর চন্দ বলেছেন: তোমার চিঠিগুলো উড়ে আসে স্নিগ্ধ হাওয়ার মত -
সাথে নিয়ে হাজার প্রজাপতি !
ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২৮ শে মে, ২০১৫ রাত ১০:২২
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ..... শুভেচ্ছা ....... ভাল থাকবেন .......
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ .....শুভেচ্ছা .....
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
রুদ্র জাহেদ বলেছেন:
তোমার চিঠিগুলো উড়ে আসে স্নিগ্ধ হাওয়ার মত -
সাথে নিয়ে হাজার প্রজাপতি !
কবিতা দারুণ ভালো লেগেছে আপুনি।প্রথমদিকের লাইনগুলো বেশি ভালো লেগেছে
+++
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ সকাল ১১:৪২
সাদা যাদুকর বলেছেন: বললে তুমি , আমি কিন্তু চিনেজোঁক -
আমি বললেম , তাহলে আমিও শামুক !
এমনটাই হয়।