![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
আমাকে সত্যি করে তোল ।
আমি দু'হাত বাড়িয়ে, পরম যত্নে
তাকে বুকে টেনে নিই ।
এরপর মাঝারি গোছের একটি স্বপ্ন
বর্ণিল পুচ্ছ মেলে বললে -
দেখ আমিও কম সুন্দর নই !
আমি সুবোধ বালকের মত তাকেও আমার
প্রশস্ত বুকে ঠাই দিই ।
এরপর সপ্তবর্ণা মোটামুটি বড় মাপের একটা স্বপ্ন -
শোন আমাকেও তুমি উপেক্ষা করতে পারনা !
আমি মন্ত্রমুগ্ধের মত তাকেও স্বাগত জানাই ।
অতঃপর ছোট , বড় ,মাঝারি নানা রঙ্গের স্বপ্নরা
ভিড় জমাতেই থাকে -
আমি ধীরে ধীরে তাদের দাস বনে যাই !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ...... :-)
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ...... :-)
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
আমাকে সত্যি করে তোল ।
আমি দু'হাত বাড়িয়ে, পরম যত্নে
তাকে বুকে টেনে নিই ।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ...... :-) শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে
বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
পাঠের শুরুতেই মুগ্ধতা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
আলোরিকা বলেছেন: ওঃ হো এই মন্তব্যের উত্তর দেয়া হয়নি , কি আশ্চর্য !
বিলম্ব ধন্যবাদ ও শুভ কামনা
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
নিঃশব্দ ঝংকারে বলেছেন: স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে
বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
.....।
অতঃপর ছোট , বড় ,মাঝারি নানা রঙ্গের স্বপ্নরা
ভিড় জমাতেই থাকে -
আমি ধীরে ধীরে তাদের দাস বনে যাই !
অসাধারন লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনার নিকটি বেশ অর্থবহ ও কাব্যিক !
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
রিকি বলেছেন: স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
আমাকে সত্যি করে তোল ।
আমি দু'হাত বাড়িয়ে, পরম যত্নে
তাকে বুকে টেনে নিই ।
আপু অনেকদিন পর ব্লগে। পোস্টে অনেক অনেক ভালো লাগা রইল। ++++