নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

সম্বোধনহীন খোলা চিঠি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭


কি নামে ডাকব তোমায় -
মাতা , জননী নাকি জন্মদাত্রী !
আমিতো আসিনি নিজে ,
ইচ্ছেয় হোক অনিচ্ছেয়
তুমি ,তোমরা আমায় নিয়ে এসেছ ।

অবোধ পশু -
ভুলে যায় যারা মাতৃ সম্বন্ধ
তারাওতো করেনা এমন কাণ্ড ।
দেয় না ছুঁড়ে নবজাতককে
শ্বাপদের মুখে !

আমি হয়তো পারিনি হতে -
ফাল্লাচির অভিমানী ভ্রূণের মত দৃঢ় !
তবুও , আমিতো আসিনি নিজে ,
ইচ্ছেয় হোক অনিচ্ছেয়
তুমি ,তোমরা আমায় নিয়ে এসেছ ।

আমার মানুষ হয়ে জন্মাবার তীব্র বাসনায় -
তুমিই তো ছিলে সঙ্গী দীর্ঘ নয়টি মাস ।
বিধাতার হয়ত সায় ছিল না তাতে -
তাই জন্মেই ঠ‍‌াঁই হয় ,
মায়ের বুক নয় , কণ্টকাকীর্ণ বন !

ক্রুর হেসে বিধাতা বলেন ,
সৃষ্টির সেরা জীব , থাক্ বেঁচে থাক্ -
শ্বাপদের ক্ষত চিহ্ন মুখে এঁকে ।
কেউ কি দেখেছে আগে -
নাক , মুখহীন তুলতুলে দেবশিশু এমন !

না না চোখ বন্ধ কোরনা ,তোমাকে দেখতেই হবে -
যতদিন থাকব বেঁচে , এমন দৃশ্য তোমায় দেখতেই হবে ।
আমি তো নিজে আসিনি ,
তুমি , তোমরাই আমায় নিয়ে এসেছ
হোক ইচ্ছেয় বা অনিচ্ছেয় !

কি নামে ডাকব তোমায় -
মাতা , জননী নাকি জন্মদাত্রী !

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

রিকি বলেছেন: আমি হয়তো পারিনি হতে -
ফাল্লাচির অভিমানী ভ্রূণের মত দৃঢ় !
তবুও , আমিতো আসিনি নিজে ,
ইচ্ছেয় হোক অনিচ্ছেয়
তুমি ,তোমরা আমায় নিয়ে এসেছ ।

আমার মানুষ হয়ে জন্মাবার তীব্র বাসনায় -
তুমিই তো ছিলে সঙ্গী দীর্ঘ নয়টি মাস !
বিধাতার হয়ত ছিল না সায় তাতে -
তাই জন্মেই ঠ‍‌াঁই হয় ,
মায়ের বুক নয় , কণ্টকাকীর্ণ বন ।


অনেক অনেক ভালো লেগেছে আপু। ১ম ভালো লাগা রইল। :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

আলোরিকা বলেছেন: ১ম ধন্যবাদ ! :) :)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

আলোরিকা বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন :) :)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: ছুঁয়ে গেলো খুব।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

আলোরিকা বলেছেন: টিভিতে প্রথম নিউজ টা দেখি ও শুনি কিভাবে একটি সদ্যজাত শিশুকে দুইটি কুকুর টানাটানি করছিল (কি ভয়ংকর ও বিভৎস! ) । আরও বিস্মিত হই ,এই একরত্তি শিশু এরপরও বেঁচে আছে , কি জীবনীশক্তি তার ! বিষয়টা মাথার ভিতরে গেঁথে যায় , কিছু একটা প্রকাশ করতে চেয়েছিলাম । কিন্তু নিজের কাছে মনে হচ্ছে লেখাটায় Inter link বা এজাতীয় কোন সমস্যা রয়েছে ।

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

জুন বলেছেন: অনেকদিন পর আলোরিকা মুগ্ধ করে গেল কবিতায় ।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

আলোরিকা বলেছেন: ধন্যবাদ জুনাপু , আপনার ভ্রমণ কি আপাতত স্থগিত :)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

মেহবুবা বলেছেন: সেইসব তুমি কিংবা তোমরার মধ্যে আমরাও দেখি নিজেদের ছবি যারা এই নিষ্ঠুর বর্বর সমাজের অংশ।
এই কবিতা আপনার কষ্ট থেকে জন্ম নেয়া বুঝতে পারি, ধীরে ধীরে আমরা কষ্টপ্রুফ হয়ে যাচ্ছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

আলোরিকা বলেছেন: সহমত পোষণ করছি :( ধন্যবাদ ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

আলোরিকা বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন :)

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

শায়মা বলেছেন: কোনো ভাষাতেই ডাকা যায়না !:(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

আলোরিকা বলেছেন: :(:(

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লেগেছে। দারুন ভাষাবোধ।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ,শুভকামনা :)

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।আলোরিকা নামে যেমন আলো।অনবদ্য সৃষ্টিও সে আলোতে আলোকিত--আমাদের চোখের সম্মুখে উদ্ভাসিত

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

আলোরিকা বলেছেন: লজ্জা পেয়েছি . ....অবরুদ্ধ মনের প্রলাপ গুলো কষ্ট করে পড়ছেন তাতেই আমি কৃতার্থ ! শুভ কামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.