![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
কুশীলব :
মা : আলোরিকা
তীর্থ : আলোরিকার ০৩ বছর ০৬ মাস বয়সী শিশু সন্তান
বাবা : তীর্থর বাবা ওরফে আলোরিকার পতি
দৃশ্যপট ১
গল্প বলা
মা : …..তারপর ডাইনোসরেরা ধবংস হয়ে গেল ।
তীর্থ: মা ডাইনোসরেরা কিভাবে ধনস হয়ে গেল ?
মা : আল্লাহ্ বললেন ধবংস হয়ে যাও , তারপর ধবংস হয়ে গেল !
তীর্থ: মা আল্লা যদি আবার বলেন হয়ে যাও ( ভয়ে ভয়ে ) ?
মা : !!??
দৃশ্যপট -২
মা ও ছেলের খুনসুটি
মা : বাবাই তুমি বেশি দুষ্ট করছ , আমার কোন কথাই শুনছ না ।
তীর্থ: মা , আমিতো তোমার সব কথাই শুনি মা !
মা : কিভাবে তুমি আমার সব কথাই শুনছ ?
তীর্থ: মা আমার কান আছে না , কান দিয়ে শুনছি !
মা : !!??
দৃশ্যপট - ৩
কাজ করা
মা : (ব্যস্তসমস্ত হয়ে ) এই এটা একটু ধরত , হ্যাঁ , এভাবে জোরে টান দাও ।
বাবা : ঠিক আছে ?
মা : এটা কি করলা ! এভাবে তো আমার ছেলেও করতে পারবে ( কপট রাগ ) ।
কিছুক্ষণ পর.......
তীর্থ: মা এটা আমাকে দাও তো , আমি তোমাকে করে দিচ্ছি ।
মা : না বাবা, তুমি এটা করতে পারবে না ।
তীর্থ: পারব মা । একটু আগে তুমি না বাবাকে বললে , এটা তো আমার ছেলেও করতে পারবে !
মা : !!??
দৃশ্যপট - ৪
ঘুম পর্ব (বাবার সাথে খুনসুটি)
বাবা : এই বেশি দুষ্ট করবি না চোখ বন্ধ করে ঘুমা ।
তীর্থ: (বাবাকে জড়িয়ে ধরতে চাইবে )।
বাবা : আমাকে ধরবি না , কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমা (কপট রাগ )।
তীর্থ: তুমি আমার বাবা না ! কোল বালিশ কে কেন ধরব , কোল বালিশ কি আমার বাবা ?
বাবা : !!??
পাদটীকা : এভাবেই দুষ্ট মিষ্টি তীর্থসোনা প্রতিনিয়ত তার বাবা-মাকে তার মিষ্টি মিষ্টি তর্ক যুদ্ধে ঘায়েল করে চলেছে .... আমার বাবাই সোনাটা যুক্তি , তর্কে খুঁজে পাক সত্যের সন্ধান , উদ্ভাসিত হোক সত্যের আলোয় , আলোকিত মানুষ হোক এই কামনা!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
আলোরিকা বলেছেন: ধন্যবাদ , শুভকামনা । ভাল থাকবেন
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
রিকি বলেছেন: আপু বাচ্চারা যুক্তিবিদ্যাতে পিএইচডি করে আসে, বড় মানুষের খাবি খাওয়া সাধারণ ব্যাপার !!! তীর্থ বাবু অনেক বড় হোক। অনেক অনেক শুভকামনা তার জন্য।
ছবিটা মজার হয়েছে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
আলোরিকা বলেছেন:
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাচ্চাদের দুষ্টুমি রীতিমত স্বর্গীয় বিনোদন , আমি বেশ এনজয় করি । পোলাটার জন্য শুভ কামনা ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
আলোরিকা বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া ,স্বর্গীয় বিনোদন ! ভাল থাকবেন , শুভ কামনা
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২
শায়মা বলেছেন: মা : (ব্যস্তসমস্ত হয়ে ) এই এটা একটু ধরত , হ্যাঁ , এভাবে জোরে টান দাও ।
বাবা : ঠিক আছে ?
মা : এটা কি করলা ! এভাবে তো আমার ছেলেও করতে পারবে ( কপট রাগ ) ।
কিছুক্ষণ পর.......
তীর্থ: মা এটা আমাকে দাও তো , আমি তোমাকে করে দিচ্ছি ।
মা : না বাবা, তুমি এটা করতে পারবে না ।
তীর্থ: পারব মা । একটু আগে তুমি না বাবাকে বললে , এটা তো আমার ছেলেও করতে পারবে !
মা : !!??
মাই গড!!!!!!কি সাংঘাতিক!!!!!!!
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: বাবা : এই বেশি দুষ্ট করবি না চোখ বন্ধ করে ঘুমা ।
তীর্থ: (বাবাকে জড়িয়ে ধরতে চাইবে )।
বাবা : আমাকে ধরবি না , কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমা (কপট রাগ )।
তীর্থ: তুমি আমার বাবা না ! কোল বালিশ কে কেন ধরব , কোল বালিশ কি আমার বাবা ?
বাবা : !!??
আপু আমি শেষ!!! তোমার বাবু দেখি আরেকজন কামিং জিনিয়াস অব সামু!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আলোরিকা বলেছেন: 'আপু আমি শেষ!!! তোমার বাবু দেখি আরেকজন কামিং জিনিয়াস অব সামু!' আপু দোয়া কোরো ও যেন একজন ভাল মানুষ হয় । অনেক শুভ কামনা , ভাল থেকো
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া!!!!!
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫
হাসান মাহবুব বলেছেন: বাহ! দারুণ শার্প ছেলে। অনেক শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া , শুভকামনা
৮| ০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কিরমানী লিটন বলেছেন: "আঁধার যখন,আলোর খুঁজে- ব্যস্ত মাতাল,পথহারা
জানিস তবে,খুঁজবো তোকেই,আমার মতো আর যারা "
আলোকিত মানুষ হও তীর্থ বাবা,সবাইকে ছাড়িয়ে ...
অনেক আদর আর দোয়া রইলো,বাবাসোনার জন্য !!!
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
আলোরিকা বলেছেন: কি মায়ায় জড়ানো সম্ভাষণ -
চিনিনে তবু মনে হয় কত আপন !
অসংখ্য ধন্যবাদ , শুভকামনা ।
৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো লাগা!!!
মনছোঁঁয়া!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯
আলোরিকা বলেছেন: আপনি এত সুন্দর করে সবাইকে ভাল থাকতে বলেন , পড়লেই মন ভাল হয়ে যায় ! আপনিও ভাল থাকুন সব সময়
১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮
রুদ্র জাহেদ বলেছেন: এভাবেই দুষ্ট মিষ্টি তীর্থসোনা
প্রতিনিয়ত তার বাবা-মাকে তার মিষ্টি
মিষ্টি তর্ক যুদ্ধে ঘায়েল করে চলেছে ....
আমার বাবাই সোনাটা যুক্তি , তর্কে খুঁজে
পাক সত্যের সন্ধান , উদ্ভাসিত হোক সত্যের
আলোয় , আলোকিত মানুষ হোক এই কামনা!
বেশ সুন্দর খুনসুটি ছোট্ট মনির। ছবিটা একদম ফুটফুটে দারুণ।
শুভকামনা আপুনি---
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
আনু মোল্লাহ বলেছেন: অনেক শুভ কামনা রইল আপনার ছেলের জন্য। মা-বাবাকে নিয়ে সে ভাল থাকুক
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
আলোরিকা বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা । ভাল থাকবেন
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
আমিনুর রহমান বলেছেন:
আপনাদের মা-বাবা-ছেলের কথোপকথ শুনে হাসলাম অনেকক্ষণ। তীর্থের "মা আমার কান আছে না , কান দিয়ে শুনছি !" এটা শুনে বেশী হেসেছি। মেধাবী দোয়া করি মানুষ হয়ে উঠুক। তীর্থের জন্য আদর।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । শুভ কামনা ।
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: তীর্থর খুনসুটি উপভোগ করলাম।
আপনারা ভালো থাকুন। শুভকামনা রইলো
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
জেন রসি বলেছেন: মিষ্টি মিষ্টি তর্ক যুদ্ধ চলুক।
পাদটীকা : এভাবেই দুষ্ট মিষ্টি তীর্থসোনা প্রতিনিয়ত তার বাবা-মাকে তার মিষ্টি মিষ্টি তর্ক যুদ্ধে ঘায়েল করে চলেছে .... আমার বাবাই সোনাটা যুক্তি , তর্কে খুঁজে পাক সত্যের সন্ধান , উদ্ভাসিত হোক সত্যের আলোয় , আলোকিত মানুষ হোক এই কামনা!
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।