নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

আপণা মাংসে হরিণা বৈরী !

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯


মেয়ে তুই হাসিসনে খিল খিল -
মেয়ে তুই মেলিসনে দীঘল চুল ।
মেয়ে তোর দীঘল কাজল আঁখি ,
আমি তাই উদাস হয়েই থাকি । :|

মেয়ে তোর গালের নিটোল টোল ,
আমায় করে যে উতল ।
মেয়ে তোর অমন করে চলা -
আমায় করে পাগল পারা । :-*

মেয়ে তুই থাকবি আমার সনে
যাবিনে অন্য কোন খানে। X(

মেয়ে তুই ততক্ষণই ভাল -
যতক্ষণ আমার লাগে ভাল ।
মেয়ে তুই খুব সাবধান, সাবধান ! -
হবিনে অন্য আর কারো ! X((

ব্যাধ সমাজ হয়েই আছে তৈরি ,
বলবে -
আপণা মাংসে হরিণা বৈরী ! =p~

কৃতজ্ঞতা : মাংসপুরাণ , হাসান মাহবুব
ছবি : সংগৃহীত

মন্তব্য ৪৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সত্যি চমৎকার কবিতা।নিজে মেয়ে বলেই এর অন্তর্গত সত্যটা আরো বেশী অনুভব করলাম।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭

আলোরিকা বলেছেন: ধন্যবাদ তনিমা , সত্য-সুন্দরে ভাল থাকুন সবসময় :)

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

জুন বলেছেন: অনেক ভালোলাগলো আলোরিকা

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :):):)

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

সানজিদা হোসেন বলেছেন: সুন্দর হয়েছে স্যার :)

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১

আলোরিকা বলেছেন: ধন্যবাদ সুইটু....... But , why sir !!:)

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

সাহসী সন্তান বলেছেন: উপরের কমেন্টকৃত ব্যক্তি সবাই মেয়ে বলে হয়তো কবিতাটাকে একটু অন্য ভাবে দেখেছে! তবে আমার কাছেও কিন্তু খারাপ লাগেনি? ;) অনেক সুন্দর হয়েছে!

শুভ কামনা জানবেন!

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

আলোরিকা বলেছেন: ঠিক আছে এরপর ছেলেদের দুঃখবোধ নিয়ে কিছু লেখার অপ প্রয়াস থাকবে..........;) ভাল থাকবেন , শুভ কামনা :)

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই হইছে, ছন্দে থাকবার চেস্টা ছিলো কিন্তু রাখতে পারেননি। দুর্বলতা বলতে এটাই মনে হইলো।

শুভকামনা রইলো। :)

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

আলোরিকা বলেছেন: আধুনিক (?) কবির জন্মই হয়েছে ছন্দ পতনের মাধ্যমে :P

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ , শুভ কামনা :)

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: আমার লেখা থেকে অনুপ্রানিত হয়ে লিখেছেন দেখে গর্ব অনুভব করছি। লেখায় অনেক ভালো লাগা রইলো।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩

আলোরিকা বলেছেন: অনুপ্রাণিত হয়ে গর্ব বোধ করছি :) সব সময় আবোল - তাবোল লেখাগুলো পড়ে উৎসাহ প্রদানের জন্য কৃতজ্ঞ । শুভ কামনা :)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

গেম চেঞ্জার বলেছেন: হয়তোবা মেয়েদের জন্য(ঠিক জানিনা)
তবে ছেলেদের ফ্রেন্ডশীপ যারা দেখেছেন/জেনেছেন/পেয়েছেন তাঁরা এই প্রবাদের আওতামুক্ত।

ভাললাগা রেখে গেলাম

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

আলোরিকা বলেছেন: সব সত্যি সবার জন্য নয় ,
সব মিথ্যেও সবার জন্য নয় । :)

ভাল থাকবেন , শুভ কামনা ।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



মেয়ে তুই ততক্ষণই ভাল -
যতক্ষণ আমার লাগে ভাল ।

এখানে এসে ধন্দে পড়ে গেলুম । যে মেয়েকে কবি সাবধান করেছেন , অন্য কারো না হওয়ার জন্যে ; সেই ভালবাসার কবি কি করে এমন নিষ্ঠুর কথা বলেন ?
অবশ্য কবিতার নাম "আপণা মাংসে হরিণা বৈরী " তাই হয়তো কবির " যতোক্ষন ভালো লাগবে আছি , ভালো না লাগলে টাটা-বাই বাই ..." এমন মতিগতি ।

ভেরী ব্যাড ...... ভেরী ব্যাড ---------

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আলোরিকা বলেছেন: ভেরী ব্যাড ...... ভেরী ব্যাড --------- আমিও তো তাই বলছি !

ধন্যবাদ পড়ার জন্য , ভাল থাকবেন :)

৯| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেয়ে তুই ততক্ষণই ভাল -
যতক্ষণ আমার লাগে ভাল ।
মেয়ে তুই খুব সাবধান, সাবধান ! -
হবিনে অন্য আর কারো ! X((

ঐখানে যেয়ো নাকো তুমি
বলো নাকো কথা ঐ যুবকের সাথে..........
মেয়ে তুই থাকবি আমার সনে
যাবিনে অন্য কোন খানে। X(

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

আলোরিকা বলেছেন: :) আমি যখন লিখছিলাম , জীবনানন্দ আমার মাথায়ও উঁকি দিয়েছিল !

১০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লেগেছে.......গভীর গূঢ়ার্থ

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আলোরিকা বলেছেন: ধন্যবাদ , শুভ কামনা :)

১১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার। এই কবিতা হামা ভাইয়ের গল্পের একটা ভালো জবাব হয়েছে!! ;) আসলেই অনেক সময় ছেলেদের মধ্যে এমন মনোভাবই দেখা যায়। অর্থাৎ সাথে থাকলে তারা নায়ক আবার চলে গেলে ভিলেন। যাইহোক, কবিতা ভালো লেগেছে।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আলোরিকা বলেছেন: সহমত ।...... ( চুপি চুপি বলছি মেয়েদের ক্ষেত্রেও হতে পারে , অনেক সময় পেপারে এ জাতীয় খবর দেখা যায় স্ত্রী স্বামীকে কি নিষ্ঠুর ভাবে মেরে ফেলেছে বয়ফ্রেন্ড সহ ! ) সুস্থ ,সুন্দর ,স্বর্গীয় ভালবাসায় ভরে যাক সবার জীবন ।

ধন্যবাদ , ভাল থাকবেন :)

১২| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হ হা । ভাল লেগেছে ।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আলোরিকা বলেছেন: কথাক থিকেথি কথন ...... যাক অবশেষে বিনা দন্ত ব্যয়ে আপনার নিকটি উচ্চারণ করতে সমর্থ হইলাম ! :)

:):):) ধন্যবাদ ।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছান্দসিক-মুগ্ধ ভালোলাগা...

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:



এইটা কবিতা না ছড়া :P

পাঠে ভালো লাগা +

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আলোরিকা বলেছেন: ছড়িতা ! :P

স্বাগতম আমার ব্লগে । ধন্যবাদ +++

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

আলোরিকা বলেছেন: কাব্যিক নিক !

ধন্যবাদ :)

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯

রিকি বলেছেন: ব্যাধ সমাজ হয়েই আছে তৈরি ,
বলবে -
আপণা মাংসে হরিণা বৈরী !


হামা ভাইয়ের মাংসপুরাণ দেখে কবিতায় লিখে ফেললেন আপু !!!! ;) মাংসপুরাণের শেষের অ্যাড দেখি কাজে দিয়েছে !!!! B-)) B-))

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আলোরিকা বলেছেন: অ্যাডটা দেখেই তো তাড়াতাড়ি লিখে ফেললাম, বোকা হরিণাদের সাবধান করার জন্য ;)

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

লালপরী বলেছেন: ভালোলগলো কবিতা :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আলোরিকা বলেছেন: আমার ব্লগ গৃহে সুস্বাগতম পরী ! ধন্যবাদ , ভাল থাকবেন :)

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: হামা ভাইয়ের গল্পের উল্টোরথ| যদিও গল্পটা ঠিক ব্যাধ সমাজকে উপস্থাপন করে না

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আলোরিকা বলেছেন: ব্যাধ সমাজ প্রতীকী অর্থে লিখা আরকি .....আর এসব হচ্ছে অ্যামেচার লেখালেখি ! :)

বিশ্লেষণধর্মী মন্তব্যে ভাল লাগা , ভাল থাকবেন ।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আলোরিকা বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন :)

২১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

জ্যাসন ম্যাক্স বলেছেন: ভাল লিখেসেন

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

আলোরিকা বলেছেন: সামু পরিবারে সুস্বাগতম ম্যাক্স ! অনেক শুভ কামনা রইল , ধন্যবাদ :)

২২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: লেখক বলেছে: কাব্যিক নিক !
ধন্যবাদ

নিকটা খুব অসুন্দন হয়েছে আপুনি?

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

আলোরিকা বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়ু.....মনে হচ্ছে রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর অনুসারী ...... আমার প্রিয় কবিদের একজন ! :)

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

রুদ্র জাহেদ বলেছেন: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ অবশ্যই আমারও একজন প্রিয় কবি।যার কবিতা প্রতিনিয়তই পাঠ করি। তবে অনুসারী হিসেবেই শব্দটা নেওয়া হয়নি। রুদ্র শব্দটার মায়ায় পড়ে গেছি।যা অন্য অনেককিছুকেই ফুটিয়ে তোলে। অনেক ধন্যবাদ আপুনি।
বিরক্ত হলে সরি...

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

আলোরিকা বলেছেন: :) :)

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। সাবলীল ভাষায় গভীর জীবনবোধ! শুভকামনা অনেক।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

আলোরিকা বলেছেন: প্রশংসামূলক মন্তব্যে ভাল লাগা , ধন্যবাদ । শুভ কামনা :)

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

বাকপ্রবাস বলেছেন: মেয়ে তুই মেয়ে বলেই তাই
কেটে ছিড়ে তোর কাছেই সুখ পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.