![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
মনটা খুব খারাপ । মন খারপের কি আছে ? কেউ কি বুঝবে , মূল্য দেবে ? তাহলে আর মন খারাপ করা কেন ? তারচে বরং এভাবেই ভাবা ভাল - পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকেই এসব হিংসা - বিদ্বেষ , হানাহানি , মারামারি , কাটাকাটি , খুনোখুনি চলছে - নতুন তো কিছু নয় ! তুমি তোমার মত করে ভাল থাকলেই তো হল ( ওহে অন্তর্যামী আমার চারপাশটা ভাল না থাকলে আমি কিভাবে ভাল থাকি ! ) তোমার ভাই নিহত হলেও তুমি ভাল থাক - তোমাকে এসব কিছু বিছিন্ন ঘটনা , আল্লাহর মাল আল্লায় নিছে শুনে ভাল থাকতে হবে । তোমার পিতার বুক ভরা হা হা কার - আমি আমার সন্তান হত্যার বিচার চাই না , শুনেই তোমাকে ভাল থাকতে হবে । আমরা এখন হতে এমন ভাবে ভাল থাকতে শিখব - আমরা আর মন খারাপ করব না !
কি হয় বল এসব ছাইপাশ লিখে ? দিন যায় , দিন চলেই যায় .........
ফিনিক্স
১৩ ই মে, ২০১৫ দুপুর ২:০৮
জলন্ত উনুন থেকে হঠাৎ লেগে যাওয়া আগুনের আঁচ -
অথবা , কড়ইয়ের ফুটন্ত তেল হতে
ছিটকে আসা এক বিন্দু তেলে পুড়ে যাওয়া ক্ষত হতে
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কত গুণ কত গুণ তীব্র হতে পারে -
পুড়ে যাওয়া একজন মানুষের কষ্ট !
সেলাই করতে গিয়ে হঠাৎ সূচের খোঁচা
অথবা , কিছু কাটতে গিয়ে হঠাৎ চাকুর ধারালো পোঁচ হতে -
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কতখানি কতখানি তীব্র হতে পারে চাপাতির ধারালো পোঁচ !
এখন প্রতিদিন এসব নিতান্তই মামুলি বিষয় হতে -
আমি নিজেকে প্রস্তুত করি ।
পেট্রোলের জলন্ত আগুন ,নাকি চাপাতির ধারালো পোঁচ -
কিসে প্রাণহুতি হবে অবিনশ্বর আত্মার!
হে মানব !
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
- অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ'
হে মানব যদি বিশ্বাস কর স্রস্টার বিশালতায় -
তবে কেন নিজেকে এত ক্ষুদ্র কর নীচতায় !
যদি বিশ্বাস কর আদম-হাওয়া, এডামস-ইভ কিংবা মন্যু- সীতায়-
তবে জেনো সকলে তোমার ভ্রাতাই ।
যদি শুনে থাক গল্প হাবিল-কাবিলের-
তবে জেনো নিশ্চয় আছে কারসাজি ইবলিসের ।
হে মানব রঞ্জিত কোরনা আর হাত ভ্রাতার রক্তে -
নিমজ্জিত হয়োনা আর আদিম পঙ্কে ।
এস আলোর পথে , উদ্ভাসিত হও প্রজ্ঞায় -
সৃষ্টির সেরা জীব তুমি - দীক্ষিত হও মানবতায় ।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
আলোরিকা বলেছেন: অনুভূতি ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা , ভাল থাকবেন ।
২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন: সম্মিলিত কবিতা ভাল লেগেছে । কিন্তু এর কী শেষ হবে যেসবকে জড়িয়ে মানব জীবন আজ দুর্বিষহ । এই ভূখন্ড দেখে কে বলবে এখানে ৫২, ৭১ হয়েছিল ! স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন । খুব যথার্থ ।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
আলোরিকা বলেছেন: 'যারা পৃথিবীকে নির্মল প্রাণ দিতে চেয়েছে
নিজেদের বন্দি রাখতে চেয়েছে পুষ্প উদ্যানে
ওরা আজ বেরিয়ে পড়ছে-
পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় ।'
৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
তাল পাখা বলেছেন: এ ভূখন্ডে বেঁচে থাকতে হলে রোবট হয়ে বেঁচে থাকতে হবে।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
আলোরিকা বলেছেন: হুম........আমাদের এখন রোবট হওয়ারই সময় এসেছে !
তারপরও...... হাল ছেড়ো না বন্ধু .........
৪| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
কানিজ রিনা বলেছেন: আমরা সেই প্রেম চাইনা যেপ্রেম গোটা পরিবার
সমাজ রাস্ট্র উলঙ্গ করে দেয়। আমরা সেই দেহের
প্রেম চাইনা যে পাপে একটা শিশু ভুমিষ্ট হয়েই মৃত্যু
বরন করবে, ময়লার স্তুপে রাস্তায় পরে থাকবে।
আমরা তেমন রাজনীতি চাইনা যা এক দল আরেক
দলের দোশার্প করবে। সেই দুরবলতায় রক্ত মাখান
অদৃশ্য হাত গুলি আরও শক্তিশালী হবে।
আমরা দুরনীতি হানাহনির রাহাজানির রাজনীনি
চাইনা। মায়া মমতা আন্তরিকতার রাজনীতি চাই।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
আলোরিকা বলেছেন: শুভ কামনা ! আশাতো আমরা করতেই পারি
আশা রাখ পৃথিবীর যত অসম্ভবে !
৫| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
গেম চেঞ্জার বলেছেন: ভাবের প্রকটতা ঠিক আছে। পোস্টে প্লাস!
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আলোরিকা বলেছেন: কি হবে ভাবের প্রকটতায় ! .... শুভ কামনা , ভাল থাকবেন ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
রুদ্র জাহেদ বলেছেন: হে মানব যদি বিশ্বাস কর স্রস্টার বিশালতায় -
তবে কেন নিজেকে এত ক্ষুদ্র কর নীচতায় !
যদি বিশ্বাস কর আদম-হাওয়া, এডামস-ইভ কিংবা মন্যু-
সীতায়-
তবে জেনো সকলে তোমার ভ্রাতাই ।
যদি শুনে থাক গল্প হাবিল-কাবিলের-
তবে জেনো নিশ্চয় আছে কারসাজি ইবলিসের ।
হে মানব রঞ্জিত কোরনা আর হাত ভ্রাতার রক্তে -
নিমজ্জিত হয়োনা আর আদিম পঙ্কে ।
এস আলোর পথে , উদ্ভাসিত হও প্রজ্ঞায় -
সৃষ্টির সেরা জীব তুমি - দীক্ষিত হও মানবতায় ।
শুভবুদ্ধির উদয় হোক আমাদের।আর কত দেখতে হবে এরকম বীভৎস কর্মকান্ড
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
আলোরিকা বলেছেন: শুভবুদ্ধির উদয় হোক ....... শুভ কামনা !
৭| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: কবিরা ভবিষ্যৎদ্রষ্টা হয় বোধ হয়। কী করে জানলো, লিখলো এসব?
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
আলোরিকা বলেছেন: "জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা,
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে,
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম কৃতদাস থেকে যাবে।
- শুভ কামনা ভাইয়া ।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিদের আগে যে আমাদের নবী হযরত মুহাম্মাদ সা. এ কথা বলে গিয়েছেন যে, কিয়ামতের আগ মূহুর্তে কাউকে হত্যা করা টা এতো সাধারণ হয়ে যাবে যে, পথে ঘাটে সরাসরি হত্যা করে চলে যাবে অথচ কেউ সেটাকে আমলেই নিবে না ।
একবার ভেবে দেখুনতো এ যুগটি কি আমাদের মাঝে এখনও আসেনি ?
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
আলোরিকা বলেছেন: সব ধর্মেই সত্যের পথ , সুন্দরের পথ , মুক্তির পথ দেখানো হয়েছে । ইসলাম ধর্মের পরিচিতিই তো শান্তির ধর্ম হিসেবে । নবী হযরত মুহাম্মাদ (সা.) সব সময় শান্তির বাণীই প্রচার করছেন । কিছু সুযোগ সন্ধানী মানুষ যখন এটার অপব্যবহার , অপপ্রচার করেন তখনই সমস্যার সৃষ্টি হয় । শুভ কামনা , ভাল থাকবেন ।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
স্পর্শিয়া বলেছেন: যার বেদনা সেই জানে কোথায় তা বাজে। তবুও কারো ভ্রুক্ষেপ নেই অকাতরে অবহেলায় আমরা আঘাত করে চলি একে অন্যকে।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
আলোরিকা বলেছেন: 'জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর '
'যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ, সে-ই প্রকৃত মুসলিম৷' - (সহীহ আল বুখারি)
- কত উদাহরণই তো আমাদের সামনে আছে , এছাড়াও পরিবারের দায়িত্ব আছে , সমাজের দায়িত্ব আছে - আছে মূল্যবোধ , সদিচ্ছা , আছে অনেক কিছুই । নেই শুধু সমন্বয় , সম্মিলিত প্রচেষ্টা ।
শুভ কামনা , ভাল থাকবেন ।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
স্পর্শিয়া বলেছেন: অপেক্ষা সেদিনের
যেদিন বিবেক জাগ্রত হবে...
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
আলোরিকা বলেছেন:
১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
মন খারাপ করে কোনও লাভ নেই ।
পৃথিবীটা একেবারেই বদলে গেছে ।
একসময় আশায় থাকতে ভালো লাগতো । এখন আশাবাদী হওয়াটা স্রেফ বিলাস মনে হয় আমার কাছে । কারন আমরা সবাই পয়েন্ট অব নো রির্টানে চলে গেছি । ফিরে আসার পথ রূদ্ধ করে দিয়েছি ।
তবুও বলি , আপনাদের আশা পূর্ণ হোক ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
আলোরিকা বলেছেন: সেই ভাইয়া । শুভেচ্ছা , ভাল থাকবেন।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: সত্যিই দিন চলেই যায়। বিচ্ছিন্ন ঘটনা ভাবতে পারলেই শান্তি
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
আলোরিকা বলেছেন: এমন ভাবতে পারলেই শান্তি - কিন্তু আসলেই কি তা পারা যায় ।
শুভ কামনা ।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ চিন্তাধারা আলরিকা । অনেক ভালো লাগা রইল ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ আপু । অনেক শুভ কামনা ।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
ফেরেশতা বলছি বলেছেন: খুব ভালো লাগলো। চিন্তার গভীরতা আছে অনেক।
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
ফেরেশতা বলছি বলেছেন: খুব ভালো লাগলো। চিন্তার গভীরতা আছে অনেক।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন ।
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
কিরমানী লিটন বলেছেন: অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
এ কোন সকাল রাতের মতো মনে হয়... !!!
শুভকামনা জানবেন...
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
আলোরিকা বলেছেন: 'এ কোন সকাল রাতের মতো মনে হয়... !!!' - চমৎকার ভাইয়া ! প্রায় সবসময়ই দেখি আপনি সবার পোস্টে মন্তব্য দেন কবিতার ছন্দে - পড়তে ভাল লাগে ।
শুভেচ্ছা , ভাল থাকবেন ।
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হে মানব রঞ্জিত কোরনা আর হাত ভ্রাতার রক্তে -
নিমজ্জিত হয়োনা আর আদিম পঙ্কে ।
এস আলোর পথে , উদ্ভাসিত হও প্রজ্ঞায় -
সৃষ্টির সেরা জীব তুমি - দীক্ষিত হও মানবতায় ।
খুব ভাল লাগলো । লাইক নাম্বার ১২
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা , ভাল থাকবেন ।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
জুন বলেছেন: না আমরা আর মন খারাপ করবোনা আলোরিকা। এতে শুধু শুধু মনকেই কষ্ট দেয়া হয়।
অনেক ভালোলাগা।
+
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
আলোরিকা বলেছেন: ধন্যবাদ জুনাপু । বেরু বেরু শুরু হয়েছে .....শুভ কামনা । অপেক্ষায় আছি পরবর্তী ভ্রমণ কাহিনীর জন্য !
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
প্রামানিক বলেছেন: না আমরা আর মন খারাপ করবোনা আলোরিকা। এতে শুধু শুধু মনকেই কষ্ট দেয়া হয়।
জুন আপার সাথে সহমত। আমরা আর মন খারাপ করবো না।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
আলোরিকা বলেছেন:
........... হয়েই যায় ভাইয়া ।
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
জেন রসি বলেছেন: এমন আঁধার সব যুগেই নেমে এসেছিল। কিন্তু যখনি আঁধার নামে, তখনি আলো হাতে এমন কিছু মানুষ থাকে যারা অন্যদের পথ দেখায়। হয়তোবা সংখ্যায় তারা অনেক কম হয়। কিন্তু কোনভাবেই তাদের হত্যা করলেও তাদের চেতনাকে ধ্বংস করা যায়না। সেই আলোকিত চেতনাই নতুন ভোরের জন্ম দেয়।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
আলোরিকা বলেছেন: আশা জাগানিয়া মন্তব্যে অনেক অনেক ভাল লাগা ভাইয়া । শুভ কামনা ।
২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
আমিনুর রহমান বলেছেন:
এখন প্রতিদিন এসব নিতান্তই মামুলি বিষয় হতে -
আমি নিজেকে প্রস্তুত করি ।
পেট্রোলের জলন্ত আগুন ,নাকি চাপাতির ধারালো পোঁচ -
কিসে প্রাণহুতি হবে অবিনশ্বর আত্মার!
আসলে আজকাল আর কিছু নিয়েই ভাবতে ইচ্ছে করে না ... রোবট হয়ে গেছি।
পোষ্টে +
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
আলোরিকা বলেছেন: রোবট হওয়ার পর গীতিকার গান রচনা করবেন ...........রোবট আমি আমার কেন মানুষের মত মওওন ........... তাইরে নাইরে নাইরে গেল সারাটি জীবন !
আপনি চেষ্টা করলেও রোবট হতে পারবেন না ভাইয়া । যারা রোবট তারা সব সময়ের জন্যই রোবট - নিজস্ব কোন বোধ নেই !
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
অপর্ণা মম্ময় বলেছেন: তবুও মনতো খারাপ হয়েই যায়
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
আলোরিকা বলেছেন: মন সেতো কাদামাটির কোন মূর্তি নয় ........আমরা এখনও মানুষ আছি আপু ,এটাই আশার কথা । ভাল থাকবেন । অনেক অনেক শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো।