নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিক তত্ত্ব

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০



নিস্তব্ধ রাতের শান্তিকে খান খান করে ভেঙে দিয়ে যায় পুলিশের সাইরেন!
সে শব্দ চেতনায় প্রবিষ্ট হলে ভাবতে থাকি –
এইযে আমি এখন আপাত নিরাপদ আশ্রয়ে সুখী পরিবার পরিবেষ্টিত,
ঠিক একই সময়ে অন্য কোথাও কারো জীবনে নেমে আসছে
অভিশাপের কালো ছায়া ।
ঘুমন্ত সন্তানকে সস্নেহে বুকে টেনে নিতেই মনে হয় –
না জানি কোন মায়ের বুক খালি হচ্ছে এ সময় ,
কত শিশু হারিয়ে যাচ্ছে অন্ধকারের করাল গ্রাসে ।

মনে হতে থাকে –
যে আমি দুবেলা দু’মুঠো মাছ - ভাত খেয়ে একজন বুভুক্ষুর চেয়ে
নিজেকে সৌভাগ্যবান ভাবি , সে আমিই আবার কুন্ঠিত হই-
কোন ঐশ্বর্যবানের আপ্যায়নে ।
আলো ঝলমলে পার্টিতে সাধারণ পোষাকে যে আমি কুণ্ঠা বোধ করি ,
সে আমিই কুন্ঠিত হই ফুটপাথের অর্ধ নগ্ন ভিখারি দেখে ।

সারভাইভ্যাল ফর দি ফিটেস্ট অফ দি ফিটেস্ট –
কিন্তু সময়ের আবর্তনে স্থান , কাল ,পাত্রভেদে
পাল্টে যায় সবকিছুই ।
ক্ষণস্থায়ী এ পৃথিবীতে সবই আপেক্ষিক !

পাদটীকা : গত পরশু রাতে ঠিক এভাবেই পুলিশের সাইরেন আমার চেতনায় আঘাত হানে । খুব জানতে ইচ্ছে করছিল তার গন্তব্য ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



ক্ষণস্থায়ী এ পৃথিবীতে সবই আপেক্ষিক !

জুতো নেই , খালি পায়ে হাটতে হয় বলে যে লোকটি আক্ষেপ করেন তিনিই আবার একটি পা বিহীন মানুষকে দেখে সৃষ্টিকর্তার শোকর গোজারী করেন; যদি অনুভবের একখানা মন থাকে তার ।

একজন আলোকিত মানুষের মতোই লিখলেন ।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

আলোরিকা বলেছেন:
' একজন আলোকিত মানুষের মতোই লিখলেন ' - এত সুন্দর মন্তব্যে আবার কুণ্ঠা বোধ করছি ভাইয়া ! :)

অনেক ভাল থাকুন । শুভ কামনা ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
চোখ মুখ শক্ত করে কঠিন প্রস্তুতি নিয়ে আপেক্ষিক তত্ত্ব পড়তে এলাম । B-)



আলো ঝলমলে পার্টিতে সাধারণ পোষাকে যে আমি কুণ্ঠা বোধ করি ,
সে আমিই কুন্ঠিত হই ফুটপাথের অর্ধ নগ্ন ভিখারি দেখে ।


পড়ে মনে অন্য রকম এক প্রশান্তি এলো ।
শুভেচ্ছা আলোরিকা ।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

আলোরিকা বলেছেন: হা হা হা. ... ভাইয়া চোখ বন্ধ করে আপনার চোখ মুখ শক্ত করা সিরিয়াস মুখচ্ছবি দেখতে পাচ্ছি ;)

অনেক শুভ কামনা । ভাল থাকুন সবসময় ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: লেখার নাম দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম । না জানি কি বৈজ্ঞানিক বিশ্লেষণ করে বসেছেন !!! নাহ পরে ঢুকে দেখি চমৎকার একটি কবিতার মেলবন্ধন । অনুভূতি গুঞ্জরণ বেশ মজবুত কবিতায় । এভাবে ভাবতে পারলেই তো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সুখী থাকা যায় । অযথাই আরও পাওয়ার আশায় ছুটে বেড়ানো ।

কবিতা বেশ লেগেছে ।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

আলোরিকা বলেছেন: এলোমেলো ভাবনা আরকি । যখন লিখছিলাম তখনও বুঝতে পারিনি লেখার শেষে ডারউইন আর আইনস্টাইন এসে উপস্থিত হবেন ! আমি সুন্দর গদ্য লিখতে পারিনা বলে , ছোট্ট আঙ্গিকে আমার ভাবনা গুলোকে প্রকাশের জন্য কবিতার আঙ্গিককে বেছে নিয়েছি । এগুলোকে কবিতা মনে হলে , সেটা আপনাদের বদান্যতা !

অনেক শুভ কামনা :)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫

মুক্তমনা মানব বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

আলোরিকা বলেছেন: আপনার প্রোফাইল পিক দেখে চমকে উঠেছিলাম !

দিন যায় , দিন চলেই যায় .....

ধন্যবাদ , ভাল থাকবেন ।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

জেন রসি বলেছেন: সময়ের সাথে আমাদের অবস্থান, দৃষ্টিভঙ্গি সব কিছুই পরিবর্তিত হয়ে যায়। অথবা টিকে থাকার জন্যই নিষ্ঠুর এক রূপান্তরের মধ্যে দিয়ে আমাদের জীবন চলতে থাকে।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

আলোরিকা বলেছেন: ঠিক বলেছেন জেন রসি । শুভ কামনা । ভাল থাকবেন ।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও! তাইলে আইনস্টাইন কাক্কুর থিওরির ব্যবহার কোবতিওয়ালীরাও ইস্টার্ট কইরে দেসে। ;) ;)

কোবতে ভালৈছে আপু।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আলোরিকা বলেছেন: ছন্দে ছন্দে থিওরি অব রিলেটিভিটি ছোট্ট সোনামণিদের জন্য ;) ;)

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: ক্ষণস্থায়ী এ পৃথিবীতে সবই আপেক্ষিক !

কবিতা ভালো হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । শুভ কামনা ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: আপেক্ষিকতাকে মূল বিন্দু হিসেবে চিন্তা করলে ধনাত্মক স্থানাঙ্ক যেমন পাওয়া যায়, তেমনি ঋণাত্মক স্থানাঙ্কেও বিলীন হয়ে যাওয়া যায়। প্রথমটির চর্চা অনেকটাই বদলে দিতে পারে জীবনের যাপিত অনুভূতি গুলোকে।

ভালো লাগলো। শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

আলোরিকা বলেছেন: সুন্দর , বিশ্লেষণী মন্তব্যে অনেক ভাল লাগা ভাইয়া । শুভেচ্ছা ।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য এবং অসাধারণ লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাদের উৎসাহে সাহস করে এসব ছাই পাশ লিখি আরকি :)

১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

শামছুল ইসলাম বলেছেন: আপেক্ষিক তত্ত্ব আর আইনষ্টাইনের ছবি দেখে বিজ্ঞানের তত্ত্বের সন্ধানে এসে দেখি সুষমিত কবিতা!!!

চিন্তার সুন্দর একটা উপাদান।

ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।


১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আপনিও ভাল থাকুন । শুভ কামনা :)

১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: কাউকে কবিতা লিখতে দেখলে কষ্ট লাগে নিজে এখন আর পারি না বলে।

নিস্তব্ধ রাতের শান্তিকে খান খান করে ভেঙে দিয়ে যায় পুলিশের সাইরেন!

<<< রাতের স্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে যায় পুলিশের সাইরেন! <<<< এভাবে হলে ভালো লাগত শুনতে

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

আলোরিকা বলেছেন: আমি কখনও কবিতা লিখব - এরকম আগে ভাবিনি আপু ! হঠাৎ যখন লিখতে শুরু করলাম , দেখি কবিতার অবয়বে আবেগগুলো ভাল ভাবে ফোটাতে পারছি । তবে এগুলোর কাব্যত্ব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ;)

ধন্যবাদ আপু । ভাল থাকবেন ।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক সুন্দর করে তুলে ধরেছেন....
ভালো লেগেছে... আলোরিকা! :)

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

আলোরিকা বলেছেন: অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া । শুভ কামনা :)

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: থিউরির নাম , আইনষ্টাইনের ছবি আবার কবিতা.. নাহ চলেই যাই..
ভাবতে ভাবতেই দুয়েকটা শব্দ টেনে ধরলো!
পড়ার আগে
আর পরের আপেক্ষিকতা- আহ চলে গেলে কি মিসইনা হতো ;)

+++++

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

আলোরিকা বলেছেন: অনেক সুন্দর করে করা মন্তব্যে +++++ :)

অনেক শুভ কামনা। ভাল থাকবেন ।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

শান্তির দেবদূত বলেছেন: সাইন্স নিয়ে লেখা ভেবে এসে দেখি চমৎকার একখানা কবিতা। উপভোগ্য। শুভেচ্ছা রইল অনেক সেইসাথে শুভকামনা নিরন্তর।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

আলোরিকা বলেছেন: শান্তির দেবদূত কোথায় আবাস তব ?! :) :):)

আমার ব্লগে শান্তির দেবদূতের আগমন শুভ হোক । সবার জীবন হোক শান্তিময় ।

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য । ভাল থাকুন নিরন্তর।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ভাললিখেছেন । পড়ে আরাম পাওয়া গেল ।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন :)

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"বিদ্রোহী ভৃগু বলেছেন: ...
আর পরের আপেক্ষিকতা- আহ চলে গেলে কি মিসইনা হতো "

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

আলোরিকা বলেছেন: হা হা হা ভাইয়া সবই আপেক্ষিক !

আমার ব্লগে স্বাগতম । অনেক অনেক ভাল থাকুন ।

১৭| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন:
আপেক্ষিক!


:( :( :(


[link|মোর আঁখি পাতায় নাই দেখিলে আঁখিজল, মোর কন্ঠের সুর অশ্রু ভরে করে টলোমল

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু লিঙ্কটি শেয়ারের জন্য ।

আপুনি তুমি কি অন্তর্যামী ? কি করে জানলে নজরুলের গান আমার এত্ত প্রিয় ! :D

১৮| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

সাদ্দাম হোসেন বলেছেন: খুব ভালো লাগলো

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা :)

১৯| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: আমি আজ সকাল থেকেই গানটা শুনছিলাম তাই তোমাকে দিলাম আপুনি!!!!!!!!:(

যাইহোক ভালো থেকো অনেক অনেক !!!!!!!!!!

২০| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

রুদ্র জাহেদ বলেছেন: শিরোনাম দেখেতো ভাবছিলাম থিওরি নিয়া কোন গভীর বিশ্লেষণ।কিন্তু এখন এসে দেখতেছি সুখ-দুঃখের অনুভূতির দারুণ আখ্যান।আহ, আপুনি এভাবে যদি সবাই ভাবতো আর সেই বিকশিত পথে চলতো।
কবিতাখানি খুব ভালো লেগেছে।মানবিকতাবোধে ঋদ্ধ আলোরিকা আপুনির আলোকিত লেখা বলে কথা!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রুদ্র ভাইয়া :)

মাঝখানে কিছুদিন সমস্ত কোলাহল থেকে দূরে ছিলাম তাই বিলম্বে উত্তর । ভাল থেকো , শুভ কামনা ।

২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর একটি লেখা। শুভেচ্ছা সতত।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

আলোরিকা বলেছেন: :) শুভেচ্ছা সতত :)

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

সুলতানা রহমান বলেছেন: চমৎকার!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ! :)

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

খেয়ালি দুপুর বলেছেন: সরল বাক্যে গভীর জীবনবোধ সবমিলিয়ে চমৎকার লেগেছে, কবিতা প্রিয় ব্লগার আলোরিকা। অনেক অনেক ভাল থাকা হোক।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা কবি । ভাল থাকা হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.