নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

\'বিরূপ বিশ্বে সাহসী মানুষ \' - হতেও পারত একটি সময়োপযোগী বিশেষ পুস্তক পর্যালোচনা !

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫



'বিরূপ বিশ্বে সাহসী মানুষ ' শিরোনামে চোখ আটকে গেল । আমার হ্যাজব্যান্ড ও আমি দুজনেই মোটামুটি বই পড়ি , দুজনেরই রয়েছে আলাদা আলাদা সংগ্রহ ।আগ্রহ ভিন্ন ভিন্ন হলেও প্রায় ক্ষেত্রে আবার মিলেও যায় । এ বইটি সম্ভবত তারই কেনা । এ দুর্লভ বইটি এতদিন বাসায়ই ছিল অথচ পড়িনি বলে খুব আফসোস হল । বাসায় আসা কোন অতিথি বইটি শেলফ থেকে নামিয়ে রেখেছিল । যাহোক বর্তমান সময়ের প্রেক্ষাপটে বইয়ের শিরোনাম মিলে যাওয়ায় এবং সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের নাম দেখে বইটি হাতে নিয়েই পড়া শুরু করলাম । প্রথমেই পড়লাম হুমায়ুন আজাদ স্যারের অংশটুকু , তারপর চোখ গেল- 'শুধু আপনার ছেলে নই সমাজেরও ছেলে' শিরোনামে । তারপর চোখ বুলাচ্ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশটিতে ........ এই অংশে স্যারের লেখা কয়েকটি বাক্য পড়ে মনে হল , দেখিতো বইটি কোন সময়ে লেখা ! ওখানে যে এত বড় একটি ধাক্কা আমার জন্য অপেক্ষা করছিল বুঝতে পারিনি । ওই পাতায় যা লেখা ছিল হুবহু আপনাদের সামনে তুলে ধরছি -

বিরূপ বিশ্বে সাহসী মানুষ
সিরাজুল ইসলাম চৌধুরী
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : ফয়সল আরেফিন দীপন
জাগৃতি প্রকাশনী
৩৩ আজিজ সুপার মার্কেট
নিচতলা , শাহবাগ , ঢাকা ১০০০

বইটি জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকি আর মাথার ভিতর 'বিরূপ বিশ্বে সাহসী মানুষ ' বাক্যটি বিদ্রুপাকারে ঘুরতেই থাকে ।

পুনশ্চ : বইটি এখনও পড়া শেষ হয়নি। তারপরও বলছি বইটিতে যাদের কথা বলা হয়েছে তারা সবাই বাংলাদেশের সূর্য সন্তান । বাংলাদেশের শিক্ষা , শিল্প ,সমাজ ও রাজনীতিতে রয়েছে তাদের বিশেষ ভূমিকা । গল্পের ভঙ্গীতে স্যার যেভাবে স্মৃতিচারণ করেছেন তাতে উঠে এসেছে নানা অজানা কাহিনী । আগ্রহী পাঠকগণ বইটি পড়ে দেখতে পারেন । বইটিতে যাদের কথা বলা হয়েছে ,তারা হচ্ছেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মওলানা আবদুল হামিদ খান ভাসানি ,মণি সিং , অমিয়ভূষণ চক্রবর্তী , রাজু , তাজউদ্দিন আহমদ , আবু তাহের , শহীদ সাবের , সিরাজ সিকদার , রেবতীমোহন বর্মণ , ইলা মিত্র ,লীলা নাগ , সুফিয়া কামাল ,শামসুন নাহার মাহমুদ , বেগম রোকেয়া ,কাজী নজরুল ইসলাম , মোহম্মদ নাসিরউদ্দিন , অধ্যাপক এ. কে. নাজমুল করিম , রণেশ দাশগুপ্ত ,জ্যোতির্ময় গুহঠাকুরতা , রাশীদুল হাসান, মুনীর চৌধুরী ,আব্দুল আহাদ ,আহমদ শরীফ , চিত্তরঞ্জন সাহা , কবি মহীউদ্দিন , আবু জাফর শামসুদ্দীন , শহীদ জননী জাহানারা ইমাম , অধ্যাপক আব্দুর রাজ্জাক , শামসুদ্দীন আবুল কালাম , অধ্যাপক মিজানুর রহমান ,গিয়াসউদ্দিন , সেলিনা বাহার জামান , হুমায়ুন আজাদ ও শাহাদত চৌধুরী । নামের তালিকা দীর্ঘ হলেও বইয়ের কলেবর খুব বেশি দীর্ঘ নয় । সুন্দর উপমায় / শিরোনামে ফুটে উঠেছে ব্যক্তি বিশেষের মাধুর্য । কখনও সমসাময়িক একজনের গল্পে উঠে এসেছে আরেক জনের গল্প । পড়তে পড়তে ঘোর লেগে যায় - দেখবেন আপনিও চলে যাচ্ছেন সে সময়ে । আপনার ভিতরে কেউ ফিস ফিস করে বলে উঠছে - ইস যদি তাদের মত হতে পারতাম !

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

মাকড়সাঁ বলেছেন: শেয়ারিং এর জন্য ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার বুক রিভিউ এবং সাথে অনুচ্চারিত একটা গভীর দীর্ঘশ্বাস শুনতে পেলাম যেন?


বইটা পড়া হইনি, তবে আপনার রিভিউ দেখে পড়ার আগ্রহটা বেড়ে গেছে! শুভ কামনা জানবেন!

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

আলোরিকা বলেছেন: ' চমৎকার বুক রিভিউ এবং সাথে অনুচ্চারিত একটা গভীর দীর্ঘশ্বাস শুনতে পেলাম যেন? ' - হুম :(


আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ;— চ’লে যাবে, অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ সভ্যতা— সমস্ত দলিল—

সব কিছু নষ্টদের অধিকারে যাবে - হুমায়ুন আজাদ

বইটি পড়লে / নামের তালিকায় চোখ বোলালে দেখবেন কবির কথাগুলো কতটা সত্য ! নষ্টদের হাত থেকে রেহাই পাননি কবি নিজেও । শেষ পর্যন্ত এই সাহসী সন্তানদের কথা প্রকাশের দায়ে প্রকাশকও !

আশাকরি বইটি পড়ে দেখবেন , শুভ কামনা :)

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

জুন বলেছেন: পড়িনি আলোরিকা তবে আপনার রিভ্যিউ পড়ে পড়ায় উৎসাহিত হোলাম প্রচন্ডভাবে ।
+

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু । শুভ কামনা :)

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: বইটিতে তো অনেক গুণী ব্যক্তিত্বের ছাপ । সুন্দর সংক্ষিপ্ত রিভিও । পড়তে হবে ।

শেয়ারে অনেক ধন্যবাদ ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

তুষার কাব্য বলেছেন: এখনও পড়া হয়নি। শেয়ারের জন্য অনেক ধন্যবাদ ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

আলোরিকা বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা :)

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর উপস্থাপন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আলোরিকা বলেছেন: আপনিও অনেক অনেক ভাল থাকুন দাদা ভাইয়া :)

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

রুদ্র জাহেদ বলেছেন: সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আমার খুব প্রিয় লেখক।আর প্রবন্ধের বই একটু বেশি প্রিয় আমার।একাডেমিক পড়ালেখায়ও এ ধরনের বই পড়তে হয় অবশ্য। তবে বইটা এখনো পড়া হয়নি, শেয়ার করার জন্য অনেকগুলো ধন্যবাদ আপুনি :)
++++++

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

আলোরিকা বলেছেন: পড়ে ফেল রুদ্র ভাইয়া :)
কি বিষয় নিয়ে পড়ছ তুমি? অনেক শুভ কামনা তোমার জন্য।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: আমি সমাজবিজ্ঞান ২য় বর্ষ শেষ করলাম মাত্র।অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপুনি দোয়ার জন্য :)

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

উল্টা দূরবীন বলেছেন: ভালো পোস্টের জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও :)
ঘুরে এসেছি । যেহেতু সামু পরিবারে আছি , নিয়মিত দেখা হবে আশা করছি । ভাল থাকুন সবসময় ।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই পড়তে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা জানবেন ।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি বইটির প্রতি আগ্রহী করে তুলল ।
কাপলদের একজন যদি পড়ুয়া হয় ,বিরাট সমস্যা !
দুজনেই পড়ুয়া জেনে ভাল লাগলো ।
দুজনের জন্যই শুভ কামনা ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

আলোরিকা বলেছেন: পড়ে ফেলুন ভাইয়া , আশা করছি ভাল লাগবে ।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা :)

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: পডুয়া পরিবারের জন্য শুভকামনা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়ে দেখব নিশ্চয়ই।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

আলোরিকা বলেছেন: :)

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ইতিহাসের বই পড়তে গেলে এমনিতেও মনে হয় সে সময়ে চলে গেছি।
জাগৃতি প্রকাশনের দীপন নিজেও ইতিহাসের অংশ হয়ে গেছেন অজান্তেই

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

আলোরিকা বলেছেন: হুম আপু :(

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
এসব বই তো পড়তে চাই নে আমরা। পড়লে সৎ হতে মন চাইবে যে। মন্দই থাকি।

খুবই ভালোলাগার একটি বই। ধন্যবাদ আপনাকে, আলোরিকা। বুঝতেই পারছি আপনারা ভাল বই পড়েন। আপনারা আলোকিত মানুষ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

আলোরিকা বলেছেন: আমি আলোকিত মানুষ কিনা বা আলোকিত মানুষের সংজ্ঞা কি আমার জানা নেই । তবে ভাল -মন্দের তফাৎ বুঝতে চাই ,নিজে এবং চারপাশের সবাইকে নিয়ে ভাল থাকতে চাই ।

' আপনারা আলোকিত মানুষ। '- আপনারা কেন , আমরা সবাই নই কেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.