নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

বৎসরস্য প্রথম দিবসে বঞ্চিতের ভাবনা !

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯


এই যে তুমিই বল –
কিছু কিছু মানুষ কি জন্ম হতেই বঞ্চিত নয় ?
- কেমন ?
এই যে ধর কারও ভুবন মোহিনী হাসি , কিন্নর কন্ঠ , সুন্দর দেহ সৌষ্ঠব , মেধা , উচ্চ বংশ , বিত্ত বৈভব ........
সত্যি করে বলতো এর যেটি নেই তোমার –
তা দেখে কি তুমি সামান্য হলেও ঈর্ষান্বিত হও না ?
নিদেনপক্ষে – ইস আমার যদি থাকত ।
যদিও ধর্ম মতে এই সামান্য ঈর্ষাও কিন্তু সঠিক নয় !
আবার কোন কোন ক্ষেত্রে বিধাতাতো নিজেই উদার হস্ত !
কোন কোন একজনের জন্যই তার সমস্ত নৈবেদ্য –
সুন্দর দেহ সৌষ্ঠব , মেধা , উচ্চ বংশ , বিত্ত-বৈভব , উদার মন –
বলতো দেখি এক্ষেত্রে উদার মন না হওয়ার কি আছে ?
সে তো বঞ্চিত নয় আর কারও মত ।
বঞ্চনা , বৈষম্য থেকেই তো সংঘাতের সূত্রপাত ।

আচ্ছা আজ কি তুমি একটু সুন্দর করে ভাবতে পারনা ?
ভাব , আমার ওসব নেই তো কি হয়েছে , আমার আছে –
কি ?
একটা সুন্দর মন !
সুন্দর মন !?
হায়-
এ পোড়া জগতে কে বল চিনে তায় ?

কৃতজ্ঞতা :মাঈনউদ্দিন মইনুল। তার ‘নতুন বছরের ভাবনা: To be, or not to be’ এর অনুপ্রেরণায় To Do List করতে গিয়ে উৎসারিত সত্য :)

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

উৎসারিত সত্যে সেই আদি সত্য। মূল্যহীন সত্যও বলা যায়।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ রাজপুত্র !

রূপ-নারানের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়; সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা । - রবি ঠাকুর :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
সুন্দর মন আর উদারতার কথা ভেবে শুধু নিজেকে ঠকানো যায়| এটা স্বান্তনা একপ্রকার|

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আলোরিকা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
' সুন্দর মন আর উদারতার কথা ভেবে শুধু নিজেকে ঠকানো যায় (এটা স্বান্তনা একপ্রকার ) ' - অপ্রিয় সত্যিটাই বলেছেন ভাইয়া :)

অনেক শুভ কামনা । ভাল থাকুন সব সময় :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।অনেক অনেক ভাল থাকবেন।
আগামী দিন গুলো হাসি আনন্দে ভরে থাকুক।
জীবন হোক সুন্দরের এক অপর নাম।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ । অনেক শুভ কামনা - জীবন হোক অনিন্দ্য সুন্দর :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

জুন বলেছেন: আমার ওসব নেই তো কি হয়েছে , আমার আছে একটা সুন্দর মন !
সুন্দর মন !?
হায়-
এ পোড়া জগতে কে বল চিনে তায় ?


অনেক অনেক ভালোলাগা আলোরিকা

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ জুনাপু !

সবসময় আমার পোস্টে আপনার আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

নতুন বছরের প্রতিটি দিন আপনার স্বপ্নের মত সুন্দর হোক :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাঃ বাঃ অপূর্ব সুন্দর ভাবনা, নববর্ষে প্রত্যেকেরই এই দৃষ্টিভঙ্গিতে চলা উচিৎ। নববর্ষের শুভেচ্ছাসহ ধন্যবাদ রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ ! অনেক অনেক ভাল থাকুন নতুন বছরের প্রতিটি দিনে :)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

লেখোয়াড়. বলেছেন:
সুন্দর মন!!

হ্যাঁ,
পৃথিবীতে কোন দুঃখ নেই
পৃথিবীতে এত দঃখ কেন?

হা হা ............ এ জগৎ যোগমায়া নামে পরাক্রমশালী।
বিধাতা!!

আপনার উপস্থাপনা আকর্ষনীয় আলোরিকা!!
শুভেচ্ছা ও শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ লেখোয়াড়। শুভ নববর্ষ :)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

রিকি বলেছেন: আপু হ্যাপি নিউ ইয়ার :) :)

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আলোরিকা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সুপ্রিয় রিকিমণি :) :) :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: আমার ওসব নেই তো কি হয়েছে , আমার আছে একটা সুন্দর মন !
সুন্দর মন !?
হায়-
এ পোড়া জগতে কে বল চিনে তায় ?


নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া !

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুলতানা রহমান বলেছেন: যতই বলি তারপরও এমন ভাবতে পারিনা।
আপনার উপস্থাপনা সুন্দর! +

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আলোরিকা বলেছেন: আসলে বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমার এলোমেলো ভাবনাগুলোই আপনাদের সাথে সাধারণ ভাবে শেয়ার করি । আপনারা সুন্দর বলেন - সেটা আপনাদের বদান্যতা । আপনি কিন্তু চমৎকার লিখেন !

শুভ নববর্ষ । ভাল থাকবেন :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেই রবীন্দ্র যুগ থেকেই মনে করি সবাই ব্যর্থ। মেজোরিটি কঠিন কে ভালোবাসতে পারে না। সর্বোচ্চ অভস্ত হতে শেখে। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আলোরিকা বলেছেন: আপনি ঠিকই বলেছেন । এনিয়ে অনেক যুক্তি তর্ক চলতে পারে । আমার মতে জীবনকে সহজ সুন্দর ভাবে মেনে নিলেই তা সুন্দর হয়ে ওঠে । আমি স্রষ্টায় বিশ্বাসী । আমি জানি ,আমার জন্য যা নির্ধারিত তা শুধু আমারি । অহেতুক জীবনকে জটিল করে তুলতে চাই না । তাই বলে যে সবসময় আপোষ করে চলি তাও নয় । আমি আমার বিশ্বাসে চলি :)

ধন্যবাদ ,ভাল থাকুন ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার নতুন বছর অনেক শুভ হোক আপু!!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ বীথি :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

আলোরিকা বলেছেন: শুভেচ্ছা :)

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

গেম চেঞ্জার বলেছেন: শুভ ২০১৬!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

আলোরিকা বলেছেন: শুভ ২০১৬! :)

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

উল্টা দূরবীন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

আলোরিকা বলেছেন: শুভ কামনা - শুভ নববর্ষ :)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

আলোরিকা বলেছেন: শুভ নববর্ষ :)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটা ভালই লেগেছে , নতুন বছরের শুভেচ্ছা নিন

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

আলোরিকা বলেছেন: শুভেচ্ছা সানন্দে গৃহীত হল ভাইয়া :)

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

রুদ্র জাহেদ বলেছেন:
আচ্ছা আজ কি তুমি একটু সুন্দর করে ভাবতে পারনা ?
ভাব , আমার ওসব নেই তো কি হয়েছে , আমার আছে –
কি ?
একটা সুন্দর মন !
সুন্দর মন !?
হায়-

সুন্দর ভাবনা, চমৎকার লেখা। সত্যি কী দারুণ সবাই উদারমনা হলে...সবাই নির্মল সুন্দর মানসিকতার হলে।এসব ভেবে বলে যেন নিছক নিজেকে শান্তনা দেওয়া এখন।আপুনি লেখাটা বেশ আলোকিত।
+++
নতুন বছরের শুভেচ্ছা আপুনি

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আলোরিকা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রুদ্র ভাইয়া :)

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার করে কবিতার ঢংয়ে পূথিবীর চিরন্তন সত্যি কথাগুলো বলেছেন।
নিরন্তর শুভ কামনা জানবেন কবি।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

আলোরিকা বলেছেন: বলেছেন: হা হা ভাইয়া আমি কবি না । ভাল গদ্য লিখতে পারিনা তাই কবিতার আঙ্গিকে কিভাবে মনের ভাব প্রকাশ করা যায় তা নিয়ে এক ধরণের নিরীক্ষা বলতে পারেন :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা । ভাল থাকবেন ।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

আলোরিকা বলেছেন: শুভেচ্ছা সানন্দে গৃহীত হলো । আপনার জন্যও একরাশ শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.