নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

গ্রহ , উপগ্রহ ও গ্রহাণুরা !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭



বিগ ব্যাং -
অতঃপর জগত প্রশস্ত হতে শুরু করে , বিস্তৃত হতে শুরু করে ।তদ্রূপ এক ক্ষুদ্র বিস্ফোরণে -ছোট্ট এক পিণ্ড হতে আমরা প্রশস্ত হতে শুরু করি, বিস্তৃত হতে শুরু করি। একটি নির্দিষ্ট সময়ের পর পূর্ণ রুপে আবির্ভূত হয়ে - পরিবার নামক গ্রহের কক্ষ পথে আবর্তিত হই। অতঃপর , প্রকৃতির অমোঘ নিয়মে সময় আসে বিচ্ছিন্ন হওয়ার ! তেমনি বিচ্ছিন্ন কিছু নক্ষত্র বিশ্বপাঠশালা নামক ছায়াপথে এক হয়েছিলাম।একই লক্ষ্যে , দুঃখ - সুখে লীন হয়েছিলাম। মহাকালের আহবান - আরও বিস্তৃত হওয়ার ! অতঃপর কেউ কেউ হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে । কেউ কেউ হয়ে ওঠে আরও উজ্জল - তাদের ঘিরে সৃষ্টি হয় নতুন জগত ! কারও কারও খোঁজ আজ আর আমার জানা নেই।একটি বিগ ব্যাং -অতঃপর আমরা বিস্তৃত হতে শুরু করি , বিছিন্ন হতে শুরু করি , নিঃসঙ্গ হয়ে পড়ি !

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

সানজিদা হোসেন বলেছেন: পুরাই সায়েন্স ফিকশন কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

আলোরিকা বলেছেন: বিশেষ জ্ঞান পছন্দ করিনা ---------- কিন্তু ইদানিং অবাক বিস্ময়ে লক্ষ্য করছি বিশেষ জ্ঞান / জ্ঞানীগণ কবিতার পিছু নিয়েছে ! ;)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

তার আর পর নেই… বলেছেন: চমৎকার কবিতা! কিন্তু কবিতাতে কি আপনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন?+++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

আলোরিকা বলেছেন: রাতের বারান্দায় বসে পুরানো বন্ধুদের কথা ভাবছিলাম- একসময় একে অপরের কত আপন ছিলাম ! এখন কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে । সবাই যার যার নিজস্ব জগত নিয়ে ব্যস্ত । এসব এলোমেলো ভাবনার সাথে রাতের আকাশ মিলে একটি দ্যোতনার সৃষ্টি হয়েছিল আরকি । সেটাই লেখায় ফুটিয়ে তোলার অপচেষ্টা :)

ভাল থাকবেন । শুভকামনা ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

রাজ বিদ বলেছেন: মহাকাশের এই বিস্তৃতির অপর এক নীতি, মহাকালেরই আহবানে দিক্বিদিক বিস্তৃতির এক নির্দিষ্ট সীমায় গিয়ে পৌছায় সঞ্চারণ, এরপর শুরু হয় সংকোচন। ধেয়ে যাওয়া শুরু করে সব কেন্দ্রের দিকে।বিচ্ছিন্ন,নিঃসঙ্গ, হারিয়ে যাওয়াদের হয়ত একদিন হয় কেন্দ্রবিন্দুতে মিলন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

আলোরিকা বলেছেন: ওয়াও তাহলে আশা আছে আবার সবার এক হওয়ার !

ধন্যবাদ রাজ বিদ । । শুভ কামনা :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

তার আর পর নেই… বলেছেন: আমারও তাই মনে হয়েছিল। হয়তো আপনি এর মধ্যে অন্য কিছু বোঝাতে চেয়েছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

আলোরিকা বলেছেন: :) !

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতির অমোঘ নিয়ম!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

আলোরিকা বলেছেন: হুম সবাই নিয়মের জালে আটকা পড়েছি !

শুভ কামনা । ভাল থাকবেন :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: তুলনাটা সুন্দর হৈসে। বেশ ক্রিয়েটিভ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

আলোরিকা বলেছেন: ' তুলনাটা সুন্দর হৈসে। বেশ ক্রিয়েটিভ।' - :)

অনেক ধন্যবাদ ভাইয়া । শুভ কামনা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

আলোরিকা বলেছেন: আঙ্গিকটা বদলালাম । এখন কি আগের চেয়ে কিছুটা বেশি ভাল লাগছে ?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আনু মোল্লাহ বলেছেন: আমার কাছে ভাল লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন :)

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: জীবনের অসাধারণ ব্যাখ্যা বৈজ্ঞানিক আঙ্গিকে । ভাল লেগেছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

আলোরিকা বলেছেন: হঠাৎ -ই মাথায় এল জগতের প্রতিটা জিনিস একি নিয়মে একি চক্রে ঘুরছে !

ধন্যবাদ ও শুভকামনা :)

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

জুন বলেছেন: অতঃপর কেউ কেউ হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে ।
কেউ কেউ হয়ে ওঠে আরও উজ্জল - তাদের ঘিরে সৃষ্টি হয় নতুন জগত


এটাই প্রকৃতির নিয়ম আলোরিকা । অনেক ভালোলাগা :)
+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

আলোরিকা বলেছেন: ধন্যবাদ জুনাপু ! অনেক অনেক ভাল থাকুন সবসময় :)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

জেন রসি বলেছেন: সবই বলে ফেললেন। মহাবিশ্ব হতে মানুষ, প্রকৃতি থেকে যাপিত জীবন- একের মধ্যে সব, আবার সবকিছুর মধ্যে এক!

চমৎকার হইছে আপু।

শুভকামনা রইলো। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রসি ভাইয়া ! শুভ কামনা :)

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

আমি তুমি আমরা বলেছেন: বাহ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

আলোরিকা বলেছেন: :) !

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



ছোট্ট একটি লেখার পিন্ডে বৈজ্ঞানিক বাস্তবতা আর সত্য দারুন ভাবে মিশিয়ে দিয়ে জীবন বাস্তবতার দিগন্তব্যাপি ছায়াপথ রচনা করে গেলেন ।

ভয়ানক সুন্দর ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

আলোরিকা বলেছেন: আমার সামান্য অনুভূতি প্রকাশের অপচেষ্টা , আপনার অসামান্য মন্তব্যে ধন্য ভাইয়া !

অনেক অনেক শুভ কামনা । ভাল থাকবেন :)

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

রুদ্র জাহেদ বলেছেন:
'অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!
দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন।'

আপুনির চমৎকার লেখা পড়ে প্রিয় কবি আবুল হাসানের কবিতার কথাগুলো মনে পড়ে গেল এই মুহুর্তে।এক কবিতায় অনেককিছুর অবতারণা। দারুণ
+++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রুদ্র ভাইয়া ! আবুল হাসান আমারও খুব প্রিয় :)

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

উল্টা দূরবীন বলেছেন: বৈজ্ঞানিক কবিতা ভাল্লাগছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী লেখা।
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

আলোরিকা বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা :)

১৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: অতঃপর কেউ কেউ হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে । কেউ কেউ হয়ে ওঠে আরও উজ্জল - তাদের ঘিরে সৃষ্টি হয় নতুন জগত ! কারও কারও খোঁজ আজ আর আমার জানা নেই।একটি বিগ ব্যাং -অতঃপর আমরা বিস্তৃত হতে শুরু করি , বিছিন্ন হতে শুরু করি , নিঃসঙ্গ হয়ে পড়ি ! -- সুন্দর বলেছেন।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা। ভাল থাকুন সবসময় । বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.