নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

জনম জনম চাই যে তোদের :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

“অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হইয়া জীব কখনও পুরুষ,কখনও স্ত্রী, কথনও নপুংসক মানুষ ,কখনও দেবতা ,কখনও পশু ,কখনও পক্ষী ইত্যাদি হয় । এইভাবে সে এই জড়জগতে ভ্রমণ করিতে থাকে। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হইয়া তাহার কর্ম অনুসারে সে বিভিন্ন প্রকার শরীর ধারণ করে ।”
(শ্রীমদভাগবত ৪/২৯/২৯)



প্রেমিক প্রবর শুধোয় হেসে -
এই পাগলী বলতো দেখি ,
আর জনমেও আমার হবি ?

বন্ধু আছে এমন অনেক -
সবাই বলে মানিক জোড়া ,
তারা শুধু হেসে বলে , আর জনমেও থাকব মোরা !

ঐ যে দেখ মিষ্টি সোনা -
হাসছে মায়ের কোলটি জুড়ে , মা হেসে শুধোয় তারে -
থাকবি নাকি আর জনমেও এমনি করে , এমনি করে ?

এই যে নানা মধুর স্মৃতি -
জড়িয়ে আছে জীবন জুড়ে ,
আর জনমেও থাকবে কি সব - এমনি ভাবে , এমনি করে ?




খাঁচায় বসে ভাবছি আমি , কোন সে শাপে হলেম পাখি !
আছি আমি সেই তোমারি , চিনিতে না পার ।

একটি কুকুর অষ্ট প্রহর সাথে সাথেই রয়
সবাই বলে মানিকজোড়ই , চিনিতে না পায় !

এই যে মিষ্টি-দুষ্ট বিড়াল কেন রে চাস উঠতে কোলে ,
তুই কি আমার সেই জনমের দুষ্ট ছেলে , মিষ্টি ছেলে ?

এমনি করেই সম্পর্কগুলো চলবে নাকি জন্মান্তরে ,
নাকি তাদের সত্যি করেই আবার পাব আর জনমে ?


মন্তব্য ৪৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: আজকের অন্যতম ভাল লেখাটি পড়লাম।

জন্মান্তরই মানুষের অস্তিত্ব।
++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

আলোরিকা বলেছেন: সম্মানিত বোধ করছি :)

অনেক ধন্যবাদ ও শুভ কামনা বিজন ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কাব্য।
শুভ কামনা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আলোরিকা বলেছেন: শুভ কামনা :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। সুন্দর কবিতাদ্বয়।

ভিন্নমাত্রায় সমার্থক। +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

আলোরিকা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ! শুভ কামনা :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

জনৈক অচম ভুত বলেছেন: পড়তে ভাল লেগেছে। :)
শুভকামনা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

আলোরিকা বলেছেন: শুভ কামনা ভুত ! আমার ব্লগে স্বাগতম :)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

তাসলিমা আক্তার বলেছেন: কি মিস্টি করেই না লিখেছেন :) আর যনমে আমার হয়ো। বেশ ভালো লাগলো

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ তাসলিমা । শুভ কামনা , ভাল থাকবেন :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা রইলো।আরও লিখুন নিয়মিত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আলোরিকা বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ! শুভ কামনা :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: বাহ! চমৎকার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ! :)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: অনেক অনেক ভাল লাগল। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার কবিতাগুলো!!! অনেক শুভেচ্ছা আপু!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা বীথি আপু :)

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো।

এবং অসাধারণ উপস্থাপনের ধরন!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ও অনেক অনেক শুভ কামনা দাদাভাইয়া :)

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

জুন বলেছেন: খুব ভালোলাগলো কবিতাদুটো :)
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুনাপু ! :)

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



শ্রীমদভাগবত থেকে লেখা বক্তব্যের রূপকল্প নিয়ে সুন্দর দু'টো কবিতা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

আলোরিকা বলেছেন: আসলে ভাইয়া আগে কবিতাটা লিখেছি , যদিও জন্মান্তরবাদ মাথায় রেখেই লেখা কিন্তু শ্রীমদভাগবত যোগ করেছি পোস্ট করার আগ মুহূর্তে ! :)

সময় করে পড়া ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

আপনি সব সময় সবার পোস্টে অনেক বড় ও বিস্তারিত করে মন্তব্য করে সবাইকে উজ্জীবিত করে থাকেন এজন্য সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি :)

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৭

আহসানের ব্লগ বলেছেন: আলোরিকা মানে কি ????????????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

আলোরিকা বলেছেন: আলোরিকা শব্দের আভিধানিক কোন অর্থ নেই । হঠাৎ করে শব্দটি মাথায় আসে এবং নিক হিসেবে ব্যবহার শুরু করি । পরে অবশ্য অনেকের নামও পেয়েছি - আলো সম্বন্ধীয় কিছু হতে পারে :)

ধন্যবাদ , ভাল থাকুন ।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৭

তার আর পর নেই… বলেছেন: নতুন করে মানুষ হয়ে জন্মাতে চাইনা … পাখি হয়ে খাঁচায় বন্দী হতেও রাজী আছি … অথবা ঘাসফড়িঙ ……

কবিতায় ভালো লাগা++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

আলোরিকা বলেছেন: আমি অবশ্য মানুষই হতে চাই - মানুষই পারে পাখি হতে , ফুল হতে , নদী হতে ! এছাড়া মানুষ ছাড়া অন্য কিছু হওয়ার অভিজ্ঞতাও নাই ;)

অনেক অনেক শুভ কামনা ।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

রিকি বলেছেন: বাহ... ছন্দময় কবিতা যুগলে ভালোলাগা :) :) :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রিকিমণি ! অনেক দিন রিকির সুলেখনি থেকে বঞ্চিত :)

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল লাগল দুটিই। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

সানজিদা হোসেন বলেছেন: অনেক সুন্দর স্যার

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ম্যাম !

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

উল্টা দূরবীন বলেছেন: দুইটাই অসাধারণ। মুগ্ধপাঠ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন সবসময় :)

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ! :)

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

আহসানের ব্লগ বলেছেন: :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

আলোরিকা বলেছেন: :D

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা :)

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অসম্ভব সম্ভব সব রকমের ভাল লাগা ছুঁয়ে গেল অসাধারণ এই লেখা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ! :)

২৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

জেন রসি বলেছেন: বাহ! দার্শনিক কবি হয়ে গেলেন যে! সৃষ্টির সাথে সৃষ্টির রহস্য সম্পর্কযুক্ত!

চমৎকার হয়েছে আপু। :)

১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩

আলোরিকা বলেছেন: এই মন্তব্যের কোন নোটিফিকেশন পাইনি কেন ?! দুঃখিত । ধন্যবাদ ও শুভকামনা রসি :)

২৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন এবার।

২৫| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর।খুব ভালো লাগল সুপ্রিয় লেখক :)

১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩৫

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রুদ্র :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.