নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন বনাম মন কি যে চায় বল ..................

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬



সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
----------------
অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না ।।
------------------
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না ।। ( ফকির লালন সাঁই )


আচ্ছা দিন দিন আমি কি উপদেশ দানকারী ঘ্যানঘ্যানে বয়োবৃদ্ধে পরিণত হচ্ছি ? জীবনের একটা সময় ছিল দুরন্ত - দুর্বার , কারও উপদেশের কোন তোয়াক্কা সেখানে ছিল না । আমিতো ঠিকই করেছি , ওই টাকমাথা বৃদ্ধ আমার থেকে কি আর ভাল বুঝবে , আমার ভাল টা আমি নিশ্চিত বুঝি ......। ভুল , ভুল , কি ভুল ...... ।

আজ যখন এই আমি দূর থেকে স্কুল পড়ুয়া আমি , কলেজ পড়ুয়া আমি , বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমি , চাকুরে আমি , স্ত্রী আমি , মা আমির দিকে তাকাই তখন বুঝতে পারি জীবনের যে পর্যায়গুলো পার হয়ে এসেছি তাতে কিছু না কিছু মুল্যবান অভিজ্ঞতাতো অর্জন করেছি যা নিজের জন্য আর না হোক অন্যের কল্যাণেতো কাজে লাগানোই যায় । আমাদের গুরুজনদেরও হয়তো উপলব্ধি একই রকম ছিল , সবার জীবনেই হয়তো একটা পর্যায়ে গিয়ে এমনই উপলব্ধি আসে ।

তখন আমি ক্লাস এইট / নাইনে পড়ি। বাসায় এক অসুস্থ আত্মীয় এলেন চিকিৎসা করাতে । সারাদিন বিছানায় শুয়ে মান্নাদের প্যানপ্যানানি গান শোনেন । তখন চলছে ব্যান্ড দল ডিফারেন্ট টাচ - এর ক্রেজ । মন কি যে চায় বল যারে দেখি লাগে ভাল / শ্রাবণের মেঘগুলো জড় হল আকাশে ......। ফুল ভলিউমে মনের আয়েশ মিটিয়ে এসব গান শুনব বলে একটা নতুন ক্যাসেট কিনে এনেছি আর তখনই কিনা এই বিপত্তি । মুখ শুকনো করে তার সামনে জোর করে হাসি ধরে রাখার চেষ্টা করি আর ভাবি , কবে এই আপদ বিদেয় হবে । তারপর সুস্থ হয়ে একদিন সে চলে গেল । তখন আমরা বোনরা মিলে সেই মান্নাদের গান শোনা শুরু করলাম , আচ্ছা দেখিতো কি আছে এই গানে ! হয়তো সেখান হতেই শিখে গেলাম প্রজন্ম হতে প্রজন্মের ভিন্ন ভিন্ন পছন্দ সেই সাথে চিরায়ত গান / সাহিত্যের মূল্যায়ন ।

মানুষের জীবনের স্বাভাবিক অনুষঙ্গ হিসেবেই কিছু কিছু বিষয় চলে আসে । তারপরও ভাল মন্দের তফাত, জীবনের সুস্থ সুন্দর পথটি আমার অনুজকে দেখানোর দায়িত্ব আমার উপরেই বর্তায় । যদিও কখনও কখনও মনে হয় প্রতিটি মানুষের জীবনই তো পূর্ব নির্ধারিত - একটা জীবন এমনি ভাবেই হেসে খেলে চলে যাক , কি দরকার এত হিসেব নিকেশের । তারপরও মাথায় খেলা করে -নিজের সুন্দর স্বপ্ন থেকে ছিটকে পড়া আমার কোন অনুজ যেন দুঃখ করে না বলে , ইস সে সময় আমাকে পথ দেখানোর কেউ ছিল না !

চল্লিশ ছুঁই ছুঁই বয়সে এসে আজ হঠাৎ করে ফেলে আসা সেই দিনের কথা মনে করে হাসি পেল । এখন বুঝি - এই বয়সে এসে মন কি যে চায় বল যারে দেখি লাগে ভাল আর সে আলোড়ন সৃষ্টি করতে পারবে না । কিন্তু মান্নাদের কণ্ঠে গাওয়া সেই গান - 'পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন ফিরে আর আসবে কি কখনও ...' প্রতিটি মানুষের জীবনের সুখ স্মৃতির অনুষঙ্গ হিসেবেই থেকে যাবে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: বয়সের সাথে সাথে মানুষের কত কিছু পরিবর্তন হয়ে যায় যা দেখে মানুষ নিজেই অবাক হয়ে যায়

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

আলোরিকা বলেছেন: জী একদম ঠিক বলেছেন । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ । শুভ কামনা :)

আগের উত্তরটা গেল কোথায় ??!!!!

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: আলোরিকা আপুনি!!!!!!!!

নস্টালজিক লেখা! তোমার বাবুটা কেমন আছে?

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

আলোরিকা বলেছেন: শায়মা আপুনি!!!!!!!!!!!!

বাবুইটা ভালই আছে । তুমিও ভাল থাকো সবসময় । শুভ কামনা :)

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

রিপি বলেছেন:
ভালো লাগলো আপু। পড়তে পড়তে আমার ও ছোটবেলার কথা মনে হয়ে গেল। তখন ছিল জেমস, আইয়ুব বাচ্চুর - এর ক্রেজ। বড় ভাইয়া আপুরা মান্নাদের গান শুনলে আসলেই চরম বিরক্ত লাগতো। এখন বুঝি সেই পুরোনো গানগুলোর গভীরতা কত ছিল। আসলেই মানুষ সময়ের সাথে যে কতটা পরিবর্তনশীল সেটা নিজেকে দিয়েই বুঝতে পারি, অনেক অবাক ও হয়ে যাই মাঝে মাঝে। ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

আলোরিকা বলেছেন: এই সব নিয়েই আমাদের ...... এই সব দিন - রাত্রি ! শুভেচ্ছা । ভাল থাকবেন :)

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হা হা হা তখন যদি বুঝতাম যা করছি যা ভাবছি তার অর্ধেকেই ভুল। তা হলে কি আর এখন এভাবে পস্তাতে হত। কিন্তু এখন কি করবেন ? অনুজরা তো আমাদের ঠকে শেখার অভিজ্ঞতাকে কেয়ার করতে চায় না । ওরা আমাদের ফেলে আসা পর্বে নিজ খেয়ালকেই সঠিক মনে করে ধুমসে নাচানাচি করছে। আপনার হিতোপদেশে কর্ণপাত করার সময় কোথায় ওদের?

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

আলোরিকা বলেছেন: ওরাও আমাদের মত একদিন নিশ্চয়ই বুঝবে সেই দিনের অপেক্ষা - History repeats itself
;)

শুভেচ্ছা , ভাল থাকুন :)

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: মিডলাইফ ক্রাইসিস! হু, আমার ক্ষেত্রেও হয়। যেমন আগে অঞ্জনকে সুমনের চেয়ে বেশি ভালো লাগতো। এখন সুমনকে বেশি ভালো লাগে। জীবনাচরণে, রূচিতে বিভিন্নরকম ক্রান্তিলগ্ন অনুভব করি। এখনও একটু স্থিত হতে পারলাম না। সময় বেশি নাই আর, এরকম বোধ খুব জেঁকে বসে আজকাল।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০

আলোরিকা বলেছেন: হেসে খেলে জীবনটা যদি চলে যায়।
ভাবনা কি আর তাতে ক্ষতি বল কার।
সেই যে ভাল মন যাহা চায়।।

এই যে দুনিয়া চিড়িয়াখানা কে রাখে তার খোজ
আজগুবি সব কান্ড কত এখানে ঘটে রোজ রোজ।
যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউবা ফাঁদে
কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায়।। (বাংলা সিনেমার গান )

এভাবেই জীবনটা কেটে যাবে । কি দরকার বদলাবার , আপনি আপনার মতই থাকুন ........... সামুতে হাসান মাহবুব একজনই :)

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজের পাল্টে যাওয়াটায় অবাক হই। খুব বেশি ঘরকুনো হয়ে যাচ্ছি মনে হয়। আজ একবার বাইরে যাবো। আড্ডা দেবার সঙ্গী সাথী পশু পাখি খুঁজবো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

আলোরিকা বলেছেন: রাজপুত্র ভাইয়া তুমি কি ব্যাঙ রাজপুত্র নাকি .............আড্ডা দেবার জন্য পশু - পাখি খুঁজছ ? ;) মানুষই সুন্দর আবার ভয়ংকরও । আর সত্যিকারের মানুষ রাজপুত্র হতে হলে তো তোমার একজন সুন্দর মানুষ কন্যার বড় প্রয়োজন !!!

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

সুমন কর বলেছেন: গান শোনার ক্ষেত্রে এটি আমারও প্রযোজ্য। বাবা শুনতো, এরপর কলেজে এসে ঐগুলো শুনা শুরু করি....আর ছাড়ি নি।

লেখা ভালো লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫

আলোরিকা বলেছেন: গান শোনার ক্ষেত্রে পরিবেশ , গানের সংগ্রহ , রুচি , শোনার জন্য তৈরি কান একটি বড় বিষয় । আগে যেমন ব্যান্ড , অঞ্জন ,সুমন বেশী শোনা হত - এখন দেখছি সময় / পরিবেশ অনুযায়ী সব ধরণের সফট মিউজিক , লালন , নজরুল ,রবীন্দ্র শুনতেই বেশী ভাল লাগে।

শুভেচ্ছা , ভাল থাকুন :)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: মনটা অনেক পেছনে চলে গেল সেই পৌষের কাছাকাছি। চলে যাবার সময় যত ঘনিয়ে আসছে ততই পুরনোকে আকড়ে আছি। অনেক ভালোলাগলো আলোরিকা।
+

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

আলোরিকা বলেছেন: বর্তমান , ভবিষ্যৎ এগুলো নিয়ে আমরা যতই কল্পনা -জল্পনা করিনা কেন , আমাদের মন সবসময় পড়ে থাকে সেই সোনালী অতীতেই। অনেক ভাল থাকুন আপু , শুভ কামনা :)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অামার গান শোনার রুচি পরিবর্তন হয়নি । বারো-তেরো বছর বয়সে যে গানগুলো শুনতাম (নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, লালনগীতি, বাউল গান কিংবা পুরনো দিনের বাংলা গান), এই তেইশ বছর বয়সে এসে সেই গানগুলোই শুনি । ব্যান্ড-টেন্ড অামার কখনো ভালো লাগেনি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

আলোরিকা বলেছেন: আপনি অনেক সৌভাগ্যবান --------- জীবনের শুরুতেই পেয়ে গেছেন অমৃতের সন্ধান ! ভাল থাকুন । শুভেচ্ছা :)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



বড় বিচিত্র মানুষের এই মন । কোন এক ঘাটে চিরকাল নোঙর ফেলে বসে থাকেনা ! ঘাটে ঘাটে জীবনের পসরা তুলে দিয়ে ছুটে চলে অন্য আরেক ঘাটে । তবুও তার মনে কোন এক ঘাট ছায়া ফেলে যায় , যে ঘাট তাকে হয়তো তাকে দু'দন্ড শান্তি দিয়েছেলো কোনও একদিন ..................

সুন্দর লেখায় ++

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

আলোরিকা বলেছেন: ' সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল।
সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ' ------আপনার সুন্দর মন্তব্য পড়ে এই লাইনগুলোই মাথায় এল । অনেক ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা :)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

ফারিহা নোভা বলেছেন: চমৎকার অনুভব। খুবই সুন্দর করে লিখেছেন , একরাশ ভাল লাগা ।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফারিহা ! শুভ কামনা :)

আপনার কবিতাগুলো দারুণ হচ্ছে !

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুষ্ঠ জীবনের গান জীবন বয়ে চলে জীবনকে ধরে রাখার চিরায়ত উদ্দেশ্য নিয়ে । তাই হয়তো এইসব গানগুলো বয়স মানে না, এরা চির যৌবনা ।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

আলোরিকা বলেছেন: ভাল বলেছেন । শুভ নববর্ষ :)

১৩| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: লেখাটা পড়তে পড়তে সেই ছোটবেলার সময়ের কথা মনে পড়ে গেল।রবীন্দ্রসঙ্গীত, কবির সুমন, মান্না দে এবং প্রিয় সঞ্জীব চৌধুরীর গান সেই মাধ্যমিক থেকেই শুনি।ঘুরেফিরে এগুলোই ভালো লাগার।দারুণ সব বই পড়া গান ভাইয়াকে দেখেই শিখেছি

১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৯

আলোরিকা বলেছেন: চিরায়ত সাহিত্য , গান - এগুলো আমাদের চিন্তা-চেতনাকে পরিশীলিত করে , স্নিগ্ধ করে । বই পড়া , গান শোনা অব্যাহত থাকুক । শুভ কামনা :)

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

আমি মাধবীলতা বলেছেন: কিছু গানের ক্রেজ একটা বয়সেই শেষ হয়ে যায়....আর কিছু গানের আবেদনটাই এমন যে কখনোই পুরোনো হয়না :)
সুন্দর পোস্টে ভালোলাগা আপু !!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.