![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
সুনসান গোরস্থানে প্রাণের জোয়ার নিয়ে আসে একটি লাশ ।
দাফনের বিভিন্ন আনুষ্ঠানিকতা , শবযাত্রীদের পদভারে -
জীবনের সাড়া পড়ে গোরস্থানে ।
দাফনের আনুষ্ঠানিকতা শেষে , ফের নেমে আসে নিস্তব্ধতা ।
অতঃপর প্রতীক্ষায় সময় কাটে গোর-রক্ষীর
আবার কবে আসবে আরেকটি লাশ !
নীরব চেম্বারে প্রতীক্ষা কম্পাউন্ডারের -
কখন আসবে একটি রোগী ।
ডাক্তারের স্বগোক্তি – কার মুখ দেখেছি সকালে
কোন রোগী নেই আজ !
কলরবহীন আদালত প্রাঙ্গণেও বসে আছে বেকার উকিল ।
আজব, দেশের সকল মানুষ কি সাধু হয়ে গেল নাকি ?!
অথচ , প্রতিদিন সকল মা সন্তানের জন্য কামনা করে চলেছে দীর্ঘায়ু ,
ডাক্তার হাসিমুখে রোগীকে বলছে –
আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ।
উপাসনালয়ে ধ্বনিত হচ্ছে – জগতের সকল প্রাণী সুখী হোক !
ছবি : অন্তরজাল
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা , ভাল থাকুন
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
সুমন কর বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন। ভালো লাগা রইলো। +
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
আলোরিকা বলেছেন: জী , বাস্তব অভিজ্ঞতাই - ঢাকা মহানগরীর একটি প্রসিদ্ধ কবরস্থানের দেয়াল ঘেঁষেই আমার বাসভবন ! শুভ কামনা
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
আমিই মিসির আলী বলেছেন: ভ্লা লাগলো কবিতা।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
মুসাফির নামা বলেছেন: ব্যাপক ভাল লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার লিখসেন ||
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
ফারিহা নোভা বলেছেন: পরিণত বাস্তবতা ,
একটু ভিন্ন ধর্মী লেগেছে, অনেক অনেক ভাল লাগল
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
আলোরিকা বলেছেন: আমি কখনই কল্পনা করে , রং চড়িয়ে কিছু লিখতে পারিনা - বিধাতা সে ক্ষমতা আমাকে দেন নি আমার প্রতিটি লেখাই কোন না কোন ঘটনার প্রতিক্রিয়া । অনেক অনেক ভাল থাকুন । শুভ কামনা
৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
নেক্সাস বলেছেন: খুব সুন্দর ভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন।
ফের নেমে আসে গোরের নিস্তব্ধতা । -- এখানে গোরের শব্দটা না হলেও চলত।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । আমারও এমনটিই মনে হয়েছে - পরামর্শ সাদরে গৃহীত হল । ভবিষ্যতেও এমন বিশ্লেষণধর্মী মন্তব্যের প্রত্যাশা রইল
৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ ভালো লেগেছে ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: গভীর দ্বান্দ্বিক ভাবনার কবিতা।
সুনসান গোরস্থানে প্রাণের জোয়ার নিয়ে আসে একটি লাশ ।
দারুণ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ! ভাল থাকুন , শুভেচ্ছা
১০| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় ভালো লাগা
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া !
১১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । বেশ ভাল লেগেছে ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা
১২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
দীপংকর চন্দ বলেছেন: সুনসান গোরস্থানে প্রাণের জোয়ার নিয়ে আসে একটি লাশ ।
ধরনের ভিন্নতায় ভালো লাগা থাকছে।
অনিঃশেষ শুভকামনা কবি।
জগতের সকল প্রাণী সুখী হোক
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
আলোরিকা বলেছেন: জগতের সকল প্রাণী সুখী হোক ! শুভ কামনা দাদাভাইয়া
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
কল্লোল আবেদীন বলেছেন: সুন্দর কথামালা।
ভাল লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
জীবনের কনট্রাষ্ট ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগল অনেক অনেক।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা
১৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২০
প্রামানিক বলেছেন: নীরব চেম্বারে প্রতীক্ষা কম্পাউন্ডারের -
কখন আসবে একটি রোগী ।
ডাক্তারের স্বগোক্তি – কার মুখ দেখেছি সকালে
কোন রোগী নেই আজ !
খুব ভাল লাগল কাব্য কথামালা।
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া !
১৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫১
ফারগুসন বলেছেন: সুনসান গোরস্থানে প্রাণের জোয়ার নিয়ে আসে একটি লাশ ।----------এটিই একটি পুরো কবিতা----------ধন্যবাদ
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ! শুভ কামনা
১৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২
ডার্ক ম্যান বলেছেন: বেশ ভাল লাগল
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭
আলোরিকা বলেছেন: অনেক ধন্যবাদ !
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪
উল্টা দূরবীন বলেছেন: বিতায় ভালোলাগা রইলো।
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা
২০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
কালনী নদী বলেছেন: ছবিটার সাথে কবিতা সুন্দর খাপ খেয়েছে!
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !
২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০
শাহারিয়ার ইমন বলেছেন: আসলেই অদ্ভুদ বৈপরীত্যে আমরা আটকে
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
আলোরিকা বলেছেন: হুম । অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একটা বিষয়কে কত ভাবেই না ভাবা যায়!
এটাই বোধয় কবির কাজ।
দারুন!
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
আলোরিকা বলেছেন: কবি!!! লজ্জায় ফেলে দিলেন ------ ভাবার , বোঝার চেষ্টা করি আরকি । কবিতো আসলে আপনি ------- কত কত কথা আর ছন্দের খেলা ! অনেক অনেক ভাল থাকুন কবি , শুভকামনা
২৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
টয়ম্যান বলেছেন: ভাল লেগেছে
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০
আলোরিকা বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
জুন বলেছেন: মনের অতল গভীরে ছুয়ে যাওয়া কবিতা আলোরিকা। অসাধারণ।
+
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুনাপু !
২৫| ১০ ই মে, ২০১৬ সকাল ৮:৪০
রুদ্র জাহেদ বলেছেন: কবিতায় গভীর বাস্তবতার চমৎকার দ্বান্দ্বিক প্রকাশ।খুব ভালো লাগল আপু
১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুদ্র ভাইয়া
২৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বন্দ্বময় বাস্তব। ভালো লেগেছে।
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !
২৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫
সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে ভাল লাগল
খুব সুন্দর কবিতার কথা মালা
ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম
১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ! অনেক অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লাগল, সুন্দর সাবলীল উপস্থাপন ,,