নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

পাওয়া না পাওয়ার গল্প

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪


ফুল , প্রজাপতি না পাখি - কি ছিল আরাধ্য জীবন !
মেলেনি উত্তর , তবে নিশ্চিত - জানতে চেয়েছিল অভিপ্রায় ।
এ রকম মুহূর্তে কেই বা পারে বল সঠিক সিদ্ধান্ত নিতে-
তবুও কেউ কেউ পেয়ে যায় সুখী , নিশ্চিত জীবন ।
কেউ কেউ কাটিয়েই দেয় একটি জীবন -
কি হতে চেয়েছিলাম , কি হতে পারতাম , কি হলে ভাল হত !

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

২| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭

শামছুল ইসলাম বলেছেন: পাওয়া না পাওয়ার গল্প --- বেশ লাগল।

//কেউ কেউ কাটিয়েই দেয় একটি জীবন -
কি হতে চেয়েছিলাম , কি হতে পারতাম , কি হলে ভাল হত ! //


ভাল থাকুন। সবসময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

আলোরিকা বলেছেন: ধন্যবাদ----আপনিও অনেক অনেক ভাল থাকুন :)

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার , ভাল লাগা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

আলোরিকা বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন :)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: জীবন যেখানে যেমন। কবিতাটি পড়ে এই লাইনটি মনে এলো। অস্তিত্ব প্রকাশে সবসময় কঠিন হওয়া যায় না।

শুভকামনা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

আলোরিকা বলেছেন: ' অস্তিত্ব প্রকাশে সবসময় কঠিন হওয়া যায় না'- ঠিক বলেছেন । শুভকামনা । ভাল থাকুন :)

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

প্রথমকথা বলেছেন: ভাল লাগল।অল্পতে খুব সুন্দর লেখা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রথম ! আপনার লেখা পড়েছি আজ ------ আপনিও অল্পতেই সুন্দর করে লিখেন । ভাল থাকুন । শুভকামনা :)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: আমার আগে খুব ইচ্ছে হত পাখি জীবন পেতে 8-|

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

আলোরিকা বলেছেন: আমারতো সবসময়ই ইচ্ছে করে ----------- পাখি - মুক্ত আকাশ , প্রজাপতি - বর্ণিল আর ফুল ত্যাগী :)

ভাল থাকুন । শুভকামনা :)

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: পাওয়া না পাওয়ার গল্প থাকে সবার সাথে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

আলোরিকা বলেছেন: অনেকদিন পর ভাইয়া ! কেমন আছেন ?--- আপনার জীবন ভরে উঠুক শুধুই পাওয়ার গল্পে । অনেক অনেক শুভকামনা :)

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । শুভ রাত্রি ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

আলোরিকা বলেছেন: ধন্যবাদ । শুভ সকাল :)

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

পুলহ বলেছেন: " আমি যদি হতাম বনহংস;
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে...."

ভালো আছেন আশা রাখি! পোস্টটা পড়ে এই কবিতাটাই মাথায় ক্লিক করলো, তাই শেয়ার করলাম আপনার সাথে।
শুভকামনা জানেবন আপু!

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

আলোরিকা বলেছেন: আমার প্রিয় কবিতাগুলোর একটি । শুভ কামনা পুলহ ---ভাল আছি :)

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৪

রুদ্র জাহেদ বলেছেন: খুবই ভালো লাগল।

আমরা যে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ তা সবসময় মননে থাকে না।

সত্যি; পাওয়া না পাওয়ার দ্বন্দ্বই সামগ্রিক জীবন!

আমার পাখি হতে ইচ্ছে করে, ঘাসফড়িং হয়ে সবুজ ঘাসে ঘাসে সংসার পাততে ইচ্ছে করে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.