![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
“Not the power to remember, but its very opposite, the power to forget, is a necessary condition for our existence.” ----( Collected )
এই যে এইখানে , ঠিক এখানেই একটি ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়ি ছিল । চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পাই - ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়িটি । এক চিলতে উঠোন , একপাশে ছোট্ট বাহারি বাগান , একটি ছোট্ট দোলনা । এই তো একটি ছোট্ট শিশু দোলনায় দুলছে , গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে সারা উঠোন । তারও আগে কোন এক পূর্ণিমায় নবদম্পতির ফিসফাস , গভীর অনুরাগে জীবন্ত ছিল উঠোনটি । কিছুদিন আগেও বাড়িটি এই এখানেই ছিল । অথচ তাজ্জব আজ তার নাম নিশানাও আর কোথাও নেই । দেখ দেখ সবাই কি অদ্ভুত ভাবেই না তাকাচ্ছে - যেন বুঝতেই পারছে না আমি কি বলছি ! এই যে এখানে , ঠিক এখানেই একটি ছোট্ট সুন্দর স্বপ্নের মত বাড়ি ছিল ! সুউচ্চ অট্টালিকার পাশের বেমানান প্রাচীন বৃক্ষটিকে জিজ্ঞেস কর , সে অবশ্যই বলতে পারবে সব । কিন্তু কারও কোন বিকার নেই । যেন যুগযুগ ধরেই এই সুউচ্চ অট্টালিকা , আধুনিক যান্ত্রিক জীবনেই অভ্যস্ত ছিল সবাই । যেন সেই ছোট্ট স্বপ্নের মত বাড়িটি , সামনের ইট বিছানো রাস্তাটি , তিরতির করে বয়ে চলা ছোট্ট সেই নদীটি কোন দিনই ছিল না । ছোট্ট বালকের স্বপ্নের মত সেই বাড়িটি , তার গোপন ভালবাসা - আজ আর কোথাও নেই !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
আলোরিকা বলেছেন: আধুনিক যান্ত্রিক জীবন একটু একটু করে সব কিছুই কেড়ে নিচ্ছে ---- একদিন হয়তো এসব কিছু আর মনেও পড়বে না ! ভাল থাকুন । শুভ কামনা
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
সাহসী সন্তান বলেছেন: স্বপ্ন ছাড়া বাস্তবে বোধ হয় এটা আর সম্ভবও নয়.....
লেখাটা ভাল লেগেছে! শুভ কামনা আপু!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
আলোরিকা বলেছেন: সেটাই । অনেক অনেক ধন্যবাদ সাহসী ভাইয়া । শুভকামনা
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
জেন রসি বলেছেন: বৃক্ষ থাকবে না। ডালে ডালে পাখি থাকবেনা। শুধু কিছু মায়া খুব অযত্নে রয়ে যাবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
আলোরিকা বলেছেন: ' শুধু কিছু মায়া খুব অযত্নে রয়ে যাবে। ' ---- শুধুই মায়া , আর কিছু নয় ! হয়তো বা তাই পৃথিবীটাই তো মায়ার খেলা
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: একদিন সব কিছু হারিয়ে আমরা চলে যাবো......
ভালো লিখেছেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
আলোরিকা বলেছেন: সবই চলে যায় , সবই চলে যাবে একদিন ! ধন্যবাদ । ভাল থাকুন
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
মেহেদী রবিন বলেছেন: অমর কে কোথা কবে? সুন্দর ভাবনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
আলোরিকা বলেছেন: মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই
ধন্যবাদ । শুভকামনা
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: সার্থক একটা প্যারাবল। ক্লাসিক হইসে পুরাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
আলোরিকা বলেছেন:
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
জে আর সিকদার বলেছেন: নদী ভাঙ্গন !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
আলোরিকা বলেছেন: না , স্বপ্ন ভাঙ্গন !
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: যেন সেই ছোট্ট স্বপ্নের মত বাড়িটি , সামনের ইট বিছানো রাস্তাটি , তিরতির করে বয়ে চলা ছোট্ট সেই নদীটি কোন দিনই ছিল না । ছোট্ট বালকের স্বপ্নের মত সেই বাড়িটি , তার গোপন ভালবাসা - আজ আর কোথাও নেই ! - খুব সুন্দর করে বললেন কথাগুলো। ভাল লাগলো। আর শুরুর উদ্ধৃতিটুকু- “Not the power to remember, but its very opposite, the power to forget, is a necessary condition for our existence.” ---- খুবই চমৎকার এবং অর্থবহ।
জেন রসি এর মন্তব্যটাও খুব ভাল লেগেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
আলোরিকা বলেছেন: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি পাশের ছোট্ট বাড়িটি নেই --- সেখানে গড়ে উঠছে একটি প্রতিষ্ঠান । সব কিছুই ঠিকঠাক চলছে শুধু বাড়িটি নেই ! বুকের ভিতরে জানিনা কেন একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম ----- অনেক ধন্যবাদ ভাইয়া , ভাল থাকুন
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: মায়াবী পৃথিবীতে একদিন সাব হারিয়ে তারপর আমরা হারিয়ে যাব!
উল্লেখযোগ্য কিছুই কি রেখে যাব না আমরা?
খুব ভালো লেগেছে লেখাটা।
ঈদ মোবারক আপুনি
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
আলোরিকা বলেছেন: ঈদ মোবারক রুদ্র ভাইয়া
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
জুন বলেছেন: স্বপ্নের বাড়িগুলো এখন স্বপ্নেই থাকে, বাস্তবে নেই। বাসার পাশে এক বিশাল জংলী গাছে ছোট ছোট বেগুনী ফুল ধরতো, ফলগুলো ছিল টিকলীর আকার। বাতাস বইলে ঝুম ঝুম শব্দ হতো। সেই টিকলী গাছকে বড্ড মিস করি।
আপনার লেখাটি মন ছুয়ে গেল আলোরিকা।
+
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
আলোরিকা বলেছেন: ধন্যবাদ জুনাপু ------ভাল থাকুন সবসময়
১২| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: ভালবাসা গোপনেই থাক।
ওখানেই তাকে মানায় বেশি।
++++
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৭
আলোরিকা বলেছেন: গোপনেই থাক তাহলে
১৩| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪
পুলহ বলেছেন: " উজ্জ্বল আলোর দিন নিভে যায়
মানুষেরও আয়ু শেষ হয়!
পৃথিবীর পুরানো সে পথ
মুছে ফেলে রেখা তার —
কিন্তু এই স্বপ্নের জগৎ
চিরদিন রয়!
সময়ের হাত এসে মুছে ফেলে আর সব —
নক্ষত্রেরও আয়ু শেষ হয়!"-- লেখাটা পড়ে এই কয়টা লাইনের কথাই মনে হলো।
আপনার ব্লগে 'আমার পরিচয়' অংশে যে লেখাটা দেখতে পারছি- তা থেকে অনুমান করি- আপনি জীবনানন্দের কবিতা পছন্দ করেন। সময় সুযোগ পেলে উনার মৃত্যুদিন (এ মাসের ২২তারিখ) নিয়ে একটা লেখা দিতে পারেন আপু।
শুভকামনা।
২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ পুলহ । প্রতিনিয়ত কত কত বিষয় যে মাথায় আসে , কত কিছু নিয়ে যে লিখতে ইচ্ছে করে -------কিন্তু এ সমাজ -সংসার দেয় না মোরে অবসর এবার তো হলো না আগামিবার ইনশাল্লাহ ! আর পুরো কৃতিত্ব আপনারই থাকবে । ভাল থাকুন । শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
আমিই মিসির আলী বলেছেন: শুধু স্মৃতিতে সবকিছু ঠিকঠাক থাকে। বাস্তবতায় আসলে কালের পেটে চলে যায় সবই।
নির্মম বাস্তবতা রাখে না কিছুই।