![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
" বহু প্রাচীন গ্রন্থ মতে, একটি মানব জন্ম পেতে গেলে তার আগে ৮৪০০০০০ বার মানুষকে জন্মাতে হয়। এককোষী প্রাণী থেকে শুরু করে প্রায় পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রূপে জীবন কাটিয়ে তবেই পাওয়া যায় মানবজীবন। "
চুরাশি লক্ষ বার জন্মের পর শ্রেষ্ঠ এ মানব জীবন -
চুরাশি লক্ষ বার !
তোমার মনে নেই পূর্ব জন্মের স্মৃতি -
বিধাতাই ভুলিয়ে দিয়েছেন ।
না হলে কিভাবে সইতে বল - কেন্নো জীবন,
ক্লেদাক্ত জীবনস্মৃতি !
পূর্ব স্মৃতি ফিরে না পেলেও ,
সহজ নয় সব স্মৃতি মুছে ফেলা ।
তাইতো শ্রেষ্ঠ মানব জীবনেও -
মাঝে মাঝে বেরিয়ে পড়ে ,
তোমার কেন্নোজীবন , ব্যঘ্রজীবন , সর্পিল জীবনস্মৃতি ।
খুব কম মানুষই পারে -
ফুলের সুবাস , পাখির গান নিয়ে বাঁচিবার ।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৭
আলোরিকা বলেছেন: না ৮৪০০০০০ জীবনের নির্যাস শুন্য দুইটা কম পড়েছিল --------- সনাতন ধর্ম মতে ।
পাঠের জন্য ধন্যবাদ
২| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩
বিজন রয় বলেছেন: মানবজীবন নিয়ে আর ভাবতে চাই না। ভাবলে তালগোল পাকিয়ে যায়।
জন্মচক্র ভাল লেগেছে।
প্রিয় আলোরিকা শুভকামনা রইল।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৮
আলোরিকা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা
৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
চন্দ্রনিবাস বলেছেন: মানুষের মাঝে অন্যান্য সকল জীবের বৈশিষ্ট্য আছে বলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীব।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫০
আলোরিকা বলেছেন: হুম শ্রেষ্ঠ জীব ! নিজেরা নিজেরা আর কি
৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই শুন্য একটাতো কমায়া দিলেন ৮৪ লক্ষরে ৮৪ হাজার বানায়া দিলেন!!!!
ওইদিকে এই হিসাবের তবে কি হবে?????
আমরা আর ৮৪ লক্ষ যোনি ভ্রমন করতে চাইনা।
জলজ জীব — ৯ লক্ষ বার ,
গাছপালা — ২০ লক্ষ বার ,
কীটপতঙ্গ — ১১ লক্ষ বার ,
পাখি — ১০ লক্ষ বার ,
পশু — ৩০ লক্ষ বার ,
মানুষ — ৪ লক্ষ বার ।
জন্মচক্রের একটা হিসাবাংক
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬
আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ! সংখ্যাটা নিয়ে আমারও কনফিউশন ছিল -------- নেটে সার্চ দিয়ে বারবার চুরাশি হাজারই পাচ্ছিলাম , হাতের কাছে কোন অথেন্টিকেটেড বই ছিল না তাই ওই সংখ্যাটাই ব্যবহার করেছিলাম । ঠিক করে নিয়েছি । ভাল থাকুন । শুভকামনা
৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: স্মৃতি কি আর মুছে ফেলা যায়, যদিও বিধাতা মুছে দেবার চেষ্টা করেছে !!!
কবিতা ভালো লাগল। +।
১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২
আলোরিকা বলেছেন: স্মৃতি তুমি বেদনা
ভাল থাকুন । শুভকামনা
৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো শ্রেষ্ঠ মানব জীবনেও -
মাঝে মাঝে বেরিয়ে পড়ে ,
তোমার কেন্নোজীবন , ব্যঘ্রজীবন , সর্পিল জীবনস্মৃতি ।
খুব কম মানুষই পারে -
ফুলের সুবাস , পাখির গান নিয়ে বাঁচিবার ।
দারুন !! দু-পেয়ে জীব থেকে মানুষ হবার ক্লাশটাই সবচে দীর্ঘ!
কে বুঝতে চায় -কেবলই গাধার মতো বয়ে চলে ভারবহ জীবন
অন্ধকারে হারিয়ে যাবার আগ পর্যন্ত!
অথচ পাশেই আলোর কত ইশারা
একবার থেমে চেয়েও দেখলানা
ঐ চুরাশরি ফেরেই
চক্রাবর্তন পূর্ন না হবার ফের!!
১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২
আলোরিকা বলেছেন: দারুণ ! কি চমৎকার করেই না মন্তব্য করলেন । ভাল থাকুন সব সময় । অনেক অনেক শুভকামনা
৭| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯
হাসান মাহবুব বলেছেন: কবিতার ভাবনাটা ভালো লাগলো। একদম পরিপূর্ণ মানুষ বলে কিছুই কি নেই?
২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭
আলোরিকা বলেছেন: মানুষ পরিপূর্ণ হলে নির্বাণ লাভ করে ---------- নো মোর মানবজীবন !!
৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪
খায়রুল আহসান বলেছেন: তাইতো শ্রেষ্ঠ মানব জীবনেও -
মাঝে মাঝে বেরিয়ে পড়ে ,
তোমার কেন্নোজীবন , ব্যঘ্রজীবন , সর্পিল জীবনস্মৃতি ।
খুব কম মানুষই পারে -
ফুলের সুবাস , পাখির গান নিয়ে বাঁচিবার -- অসাধারণ একটা ভাবনার প্রকাশ ঘটেছে এ কবিতায়। খুব সুন্দর করে তুলে ধরেছেন মানুষের ক্লেদাক্ত জীবনের স্মৃতি মাঝে মাঝে বেরিয়ে পড়ে কিভাবে মানুষকে দিয়ে অপকর্ম করায়। খুব কম মানুষই পারে তাদের অতীত বংশধরদের গৌরবগাথা অনুসরণ করে গৌরবময় কাজ করতে।
কবিতায় + +
৩ আর ৭ নম্বর মন্তব্যের উত্তরদুটো ভাল লেগেছে- 'লাইক'।
২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭
আলোরিকা বলেছেন: খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন ভাইয়া ------- অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন
গত তিন দিন ধরে কি এক টেকনিক্যাল সমস্যার কারণে লগ ইন করতে পারছিলাম না ---তাই বিলম্ব উত্তর
৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০
আমি মাধবীলতা বলেছেন: কী সর্বনাশ !! এতোবার জন্মচক্রের পরও পরিপূর্ণ মানুষ হওয়া যে বাদই রয়ে গেলো আপু !!!
কবিতায় ভালোলাগা !!
২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০
আলোরিকা বলেছেন: এ এক আজব চক্র ! ভাল থাকুন । শুভ কামনা
গত তিন দিন ধরে কি এক টেকনিক্যাল সমস্যার কারণে লগ ইন করতে পারছিলাম না ---তাই বিলম্ব উত্তর
১০| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
গেম চেঞ্জার বলেছেন: এত কঠিন ভাবনা না ভাবলেই মনে হয় ভাল!!
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
আলোরিকা বলেছেন: ভাবনারা ভিড় জমায় --করি কি উপায় !
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা । ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৩
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: মানবজীবন ৮৪০০০ জীবনের নির্যাস?