![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
আমার তরুণী হৃদয়ে প্রথম ক্ষরণ হয়েছিল দীপা মেহতার ' ওয়াটার ' চলচ্চিত্রটি দেখার পর । যদিও ছেলেবেলা থেকেই নির্যাতিত নারী , অধঃস্তন নারী , পদদলিত নারী খুব বেশি অপরিচিত ছিল না ! তারপরও ঐ চলচ্চিত্রে চিত্রায়িত পুরুষ শাসিত সমাজ কর্তৃক কৌলীন্যপ্রথা , কুল রক্ষার নামে শিশু কন্যাদের বৃদ্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে অত:পর পতিদেবতার মৃত্যুতে ছোট্ট শিশুকে মাথা মুড়িয়ে , সাদা থান পরিয়ে তার জীবনের সমস্ত স্বাদ - আহ্লাদ বিসর্জন দিয়ে যখন পিতা-মাতা স্বর্গীয় শান্তির আশায় আশ্রমে পাঠাতেন তখন সেই ছোট্ট শিশুটির পাশে স্নেহময় কোন পিতা বা ভাইয়ের ছায়া দেখিনি , শুধু বর্বর পুরুষকেই দেখেছি । চলচ্চিত্রটি দেখার পর কয়েকদিন ট্রমার মধ্যে ছিলাম । সেইসব বাবা(?) মায়েদের ছবি চোখের সামনে ভেসে উঠত - ছোট্ট শিশুটিকে সাদা থান পরিয়ে , তার মুখে শাকান্ন তুলে দিয়ে কিভাবে তারা রঙিন জামাকাপড় পরতেন , কিভাবে ভাল ভাল খাবার মুখে তুলতেন!
আজ আবার সেসব ছবি চোখের সামনে ভেসে উঠছে । ছোট্ট নিষ্পাপ শিশু - না মহিলা না পুরুষ - যার নেই দীঘল কালো কেশ ,বক্র চাহনি , শারীরিক আবেদন তাহলে কি কারণ , কি কারণে তুমি উতালা হও পুরুষ । ছিদ্রান্বেষী পুরুষ ছিদ্রই যদি তোমার একমাত্র কামনা - বাসনা হয় , তোমার সমগোত্রীয় পশুশ্রেণিতে অনেক পাবে তুমি । কেন বার বার চড়াও হও নিষ্পাপ শিশুর উপর । তোমার রক্তে , চিন্তায় , মননে কিসের বীজ বহন করে চলেছ তুমি ? ঘুমন্ত পুত্র সন্তান , প্রেমময় (?) স্বামীর মাঝখানে শুয়ে নির্ঘুম আমি অস্থির, বিপন্ন বোধ করি - কি আছে এই পুরুষের রক্তে আমি জানিনা , ছোট্ট নিষ্পাপ পুত্রটি আমার এমনই কি থাকবে / রাখতে পারব সারাটি জীবন ।আজও আমি এই শিশুদের পাশে কোন সোচ্চার স্নেহময় পিতা , বিবেকবান ভ্রাতাকে দেখিনা । এখনও সেই যন্ত্রণা বহন করে নির্যাতিত নারীই ,রুখে দাঁড়ানোর চেষ্টা করে নারীই ! পুরুষ তুমি শুধু নারীর সব দোষই খুঁজে পাও - খুঁচিয়ে আনন্দ পাও । এবার শোন - ছেলেবেলায় দাদী গল্প শোনাতেন কলিযুগে মেয়েদের ভয়ে ছেলেরা নাকি গাছের ডগায় চড়ে বসে থাকবে ! শুনে খুব মজা পেতাম আর খুব হাসতাম সে দৃশ্য কল্পনা করে । আজ আমি মনে -প্রাণে প্রার্থনা করছি সে দৃশ্য দেখার । তুমি নিরীহ বিড়ালকে খুঁচিয়ে খুঁচিয়ে কোণঠাসা করে মজা পাবে আর সে একটা পর্যায়ে ধারালো নখ আর শ্বদন্ত নিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে এমন আশা করাটা খুব বেশী অন্যায় নয় ! সেদিন খুব বেশি দূরে নয় । ধরণী তুমি দ্বিধা হও -----ছিদ্রান্বেষী পুরুষ তোর মরণ হয়না কেন !
পুনশ্চ : কয়েকদিন আগে দিনাজপুরে , গতকাল ঢাকায় , আজ সকালে শুনছি গাইবান্ধায় --ছোট্ট নিষ্পাপ শিশুগুলোর কথা ভেবে এ রক্তক্ষরণ । কোন ছিদ্রান্বেষী পুরুষ ও মডুগণ কোন বিশেষ গোত্র বা সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে মনে করে বিপন্ন বোধ করলে কিছুই করার নেই । বিবেকবান মানব সম্প্রদায়ের জন্য এটি নিতান্তই এক ব্যক্তিগত আর্তনাদ ।
৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
আলোরিকা বলেছেন: জী , ধন্যবাদ ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১
বাবাজান বলেছেন: এ যুগের পুরুষ মানুষ,পশুর মতো আচরন করে দেখিয়ে দিচ্ছে, হ্যা আপনার কথা ঠিক, বিবেকবান প্রত্যেকটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হওয়া উচিৎ, আপনি যথার্থই লিখেছেন,
৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮
আলোরিকা বলেছেন: এর বিরুদ্ধে সোচ্চার হউন । মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
মার্কো পোলো বলেছেন:
ঠিক কথা বলেছেন। অবস্থা ক্রমশ ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে।
৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯
আলোরিকা বলেছেন: কিছুই কি করার নেই
.......
৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
অগ্নি সারথি বলেছেন: ধরণী তুমি দ্বিধা হও ----
৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১১
আলোরিকা বলেছেন: ধরণী তুমি দ্বিধা হও ----দ্বিধা হও ------সকল মানুষের কাছে এই শুনিবার চাই !
৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আর কত শুনতে হবে !!!!!!!!! আর কত দেখবো --- ক্লান্ত -- কষ্ট বেঁধেছে বুকে --- চাই ধর্ষকদের চরম শাস্তি --
৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৯
আলোরিকা বলেছেন: কি করা উচিৎ বুঝতে পারছি না --- শাস্তিতো অবশ্যই তার আগে চাই প্রতিরোধ , প্রতিকার ---কতজনকে শূলে চড়াবে ???!!
সকাল থেকে খুব অস্থির লাগছে দ্রুত কিছু করা দরকার ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২
হাসান মাহবুব বলেছেন: এত 'পুরুষ' আমাদের দেশে! প্রার্থনা করি একদিন সবাই পুরুষে রূপান্তরিত হোক।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
আলোরিকা বলেছেন: আপনার ইচ্ছে পূরণ হোক !
৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৫
জুন বলেছেন: আপনার লেখাটি মনে ধাক্কা দিয়ে গেল আলোরিকা। প্রার্থনা রইলো তারা যেন শুধু পুরুষই নয়, একজন মানুষ হয়।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১
আলোরিকা বলেছেন: আমিন ! শুভ কামনা আপু ---ভাল থাকুন
৮| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধরণী তুমি দ্বিধা হও -----ছিদ্রান্বেষী পুরুষ তোর মরণ হয়না কেন !
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
আলোরিকা বলেছেন:
------ এই ইমোগুলো সবার বিবেক জাগ্রত করুক এই প্রত্যাশা । ধন্যবাদ ।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: আপনার ব্যক্তিগত আর্তনাদ যে দিন সবার কানে ধ্বনিত হবে, সেদিন এসব বন্ধ হবে। কিন্তু হায়, এ বর্বর পুরুষগুলো কবে মানুষ হবে !!
ভালো লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮
আলোরিকা বলেছেন: সকল মহৎ প্রাণ এক সঙ্গে চেষ্টা করলে অবশ্যই হবে । ধন্যবাদ পাশে থাকার জন্য ।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৮
রাতুল_শাহ বলেছেন: দিনাজপুরের ঐ ঘটনায় নির্বাক হয়ে গেছিলাম।
আমাদের মন কতটা বিকৃত হয়ে গেছে কল্পনা করা যায় না।
আমাদের দেশে পর্ণ সাইটগুলোতে স্কুলের শিক্ষার্থী থেকে বুড়োদের অবাধ বিচরণ। মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়ছে অশ্লীল ভিডিও। আপনি সাইবার ক্যাফগুলোতে গুগলে বাংলা কোন বর্ণ লিখে সার্চ দিলে অশ্লীল শব্দের সাইটগুলো ১ম পেজে দেখবেন। মানুষ এইসব থেকে বিকৃত বিনোদন নেওয়ার চেষ্টা করে। এগুলো এমনভাবে মনে ও ব্রেণে গেঁথে আছে যে, এটার জন্য নিরাময় কেন্দ্র চালু করলেও অবাক হবো না।
আমাদের চলচিত্রের দিকে দেখেন ইদানিং আইটেম গানের নামে অশ্নীলতাকে শিল্পের অংশ হবে প্রমোট করা হচ্ছে।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
আলোরিকা বলেছেন: আমিতো একদিন অফিসে বিব্রতকর অবস্থায় পড়েছিলাম --------অনলাইনে পেপার পড়ছিলাম আর একটা ড্রাফট করছিলাম ; কিছুক্ষণ স্ক্রিন থেকে চোখ সরিয়ে রেখেছিলাম এর মাঝে একজন স্টাফ এল , সে দেখি বার বার আমার ডেস্কটপের দিকে তাকাচ্ছে --আমিতো ড্রাফট নিয়েই মশগুল । সে ড্রাফট দেখিয়ে চলে যাওয়ার পর আবার যখন কম্পিউটারের দিকে তাকালাম আমার চোখ তো ছানাবড়া ---এসব স্ক্রিনে কোত্থেকে এল । কথা হচ্ছে প্রযুক্তি আছে তার সুষ্ঠু ব্যবহারও আছে । আমরা সবাই সমাজের যে যে যায়গায় থাকি না কেন সবারই কিছু দায়বদ্ধতা রয়েছে । এই্ দায়বদ্ধতা সৃষ্টি করতে না পারলে , দায়িত্ববোধ না থাকলে এগুলো কখনই বন্ধ করা যাবে না । ধন্যবাদ । ভাল থাকুন ।
১১| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
বিবেকবান মানব সম্প্রদায়ের জন্য এটি নিতান্তই এক ব্যক্তিগত আর্তনাদ ।
একজন আলোরিকার এই আর্তনাদ কখনও কি আলোর পথ দেখাবে আমাদের ???????
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
আলোরিকা বলেছেন: একজন নগণ্য মানুষের আর্তনাদে কিই বা এসে যায় ভাইয়া ------তবে সম্মিলিত আর্তনাদে কাজ হতেও পারে । ধন্যবাদ । ভাল থাকুন ।
১২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: কি যে হচ্ছে এসব প্রতিদিন। এসব পুরুষগুলি কবে যে মানুষ হয়ে উঠবে।
সবার মিলে তাদের বিরুদ্ধ্যে সোচ্চার হয়ে উঠা উচিত।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
আলোরিকা বলেছেন: আদি -অনাদি কাল ধরেই এসব চলছে ------কবে যে আর মানুষ হবে
তারপরও চলুন আরও একবার সকলে মিলে সোচ্চার হই !
১৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:০৮
অন্তু নীল বলেছেন:
দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে না।
কবে নারী পুরুষ ভুলে মানুষ বলতে শুরু করব তাও জানিনা।
কবে এইসব পশুরা মানুষ হবে তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সবাই হুঙ্কার দিয়ে না উঠলে হয়তো সম্ভব নয়।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
আলোরিকা বলেছেন: GO TIGERS GO !!!
১৪| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৩১
চঞ্চল হরিণী বলেছেন: এই কথাগুলো কাল্পনিক একজন পুরুষ বলছে
ছদ্মবেশ
আহা উপরে নিচে ছদ্মবেশ
তাহার নিচে সুখের রেশ।
বেশতো তোমরা লাজুক লতা
পথের পাশেই জীবন গাঁথা।
আমরা ভালো দুই দুয়ারী।
তোমরা থাকো ভুঁই ফেরারি।
জানো নাকো এমন পন্য
চেখে হই কতটা ধন্য।
নাহয় তোমাদের সবই গেলো,
তবুতো মোদের মানটা রইলো।
ভেবেছিলাম চন্দ্রাবেশে
শুদ্ধ মোরা হবো শেষে।
কিন্তু কি যে এক লোভের ধাঁধা,
সুবুদ্ধিরা সব পায় যে বাঁধা।
তবুও মানবী তুমি ছেড়োনা আশা,
একদিন পাবেই পাবে সত্যের ভাষা।
এটা কিন্তু সত্য বেশ,
মোটেই ধরিনি ছদ্মবেশ।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
আলোরিকা বলেছেন: ভাল লিখেছেন !
তবুও মানবী তুমি ছেড়োনা আশা,
একদিন পাবেই পাবে সত্যের ভাষা।---------- কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে --------
১৫| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯
রক্তিম দিগন্ত বলেছেন:
ইদানিং-এর পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে।
শুধু পুরুষই না। পুরুষ-নারী উভয়েরই মরণ হোক। আর, সেই সাথে জন্মাক শুধু মানুষ। এই কামনাই করি।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
আলোরিকা বলেছেন: জী ---- পুরুষ -নারী নয় মানুষই কাম্য । নারী তো মরেই আছে আবার মারবেন !
১৬| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন:
ইদানিং-এর পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে।
শুধু পুরুষই না। পুরুষ-নারী উভয়েরই মরণ হোক। আর, সেই সাথে জন্মাক শুধু মানুষ। এই কামনাই করি। --সহমত।
আর এই দোষে যারা দোষী প্রমানিত হয় তাদের জেল ফাঁসি না দিয়ে বিশেষ অঙ্গটা কেটে ওদের বাঁচিয়ে রাখা প্রয়োজন, আমার মনে হয় তাহলেই ওদের সঠিক বিচার হবে।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
আলোরিকা বলেছেন: আমারও একই মত ! ভাল থাকুন , শুভ কামনা
১৭| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
মুহাম্মাদ রকিব হাসান বলেছেন: ছিদ্রান্বেষীদের উন্নত বিচারে,
মরণ হোক!
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
আলোরিকা বলেছেন: মরণ হোক !
১৮| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
মানবী বলেছেন: গত বেশ কয়েক বছর ধরে বর্তমান বিশ্বে ভারত "ধর্ষনের রাজধানী" হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। সেখানে আবার বৃদ্ধাবণিতাদের নিয়মিত ভাবে ধর্ষিত হতে হয়ে। প্রতিবেশী, পরিচিত, আত্মীয় বন্ধু ছাড়ার নিজের বাবার দারা ধর্ষিত হয় ছোট্ট শিশু! এই ঘৃন্যা প্রানীরা তিনমাসের অবোধ অসহায় শিশুদেরও রক্ষা দেয়না।
আমাদের দেশের এক শ্রেনীর মানুষের কাছে ভারতীব পণ্য, ভারতীয় সংস্কৃইতি আদর্শে মতো! সেই আদর্শের হাত ধরে না দেশে আসা ভারতীয়দের প্রভাবে এমন পশুত্বের চর্চা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারছিনা!
ভারতে হাজার হাজার ধর্ষনের মাঝে যদি একজন মুসলিম নামের ধর্ষক থাকে তারা চোখ মুখ বন্ধ করে চিৎকার করে বাংলাদেশকে দোষারোপ করে। মুসলিম ক্রিমিনাল হলে প্রথমেও দিগ্বিদিক জ্ঞানশুণ্য হয়ে ঘোযণা দেয় এরা বাংলাদেশ থেকে আসা ইললিগ্যাল ইমিগ্র্যান্ট তার পর সত্যতা যাচাই করে। এমন ঘটনা একাধিক হবার কারনেই উপরের মন্তব্যটি করা।
সবচেয়ে দুঃখজনক হলো আমাদের দেশে শুরুতেই এধরনের নৃশংসতা কঠোর হাতে দমন করলে ভারতের মতো প্রকট হয়ে উঠবেনা। প্রশ্ন হলো কে করবে!
হিংস্র নেকড়ের পালের মতো যারা প্রকাশ্যে নারীরসম্ভ্রমহানী করে ক্ষমতার দন্ডটা আজ সেই শকুনদের হাতে!
ভালো থাকুন আলোরিকা।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
আলোরিকা বলেছেন: স্থান , দেশ , কাল ভেদে নারীর অবস্থানের কোন ভেদাভেদ দেখি না আপু ----- মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র
ভাল থাকুন আপু । শুভ কামনা
১৯| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০০
উল্টা মানব বলেছেন: এই সব দেখে অবাক হই না আর !! নির্বাক হই !!
আমাকে সরকার অনুমতি দিক আমি এদের মাথা কেটে আনবো !! যদিও আমি ভিতু !!
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
আলোরিকা বলেছেন: ধন্যবাদ উল্টা মানব ! প্রয়োজনে সবাই সাহসী হয়ে ওঠে । ভাল থাকুন ।
বি. দ্র. বেশিক্ষণ উল্টো হয়ে থাকলে মাথায় রক্ত উঠে যাবে
২০| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
মেহেদী রবিন বলেছেন: একটা দেশ একটা জাতি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। লক্ষণগুলো স্পষ্ট।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
আলোরিকা বলেছেন: সহমত
আসুন সবাই নিজ নিজ দায়িত্বটুকু ভাল ভাবে পালন করার চেষ্টা করি ।
২১| ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: আমি পুরুষ না মানুষ ।
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
আলোরিকা বলেছেন: অভিনন্দন !!
২২| ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
দৃষ্টিসীমানা বলেছেন: সময় উপযোগী চমৎকার প্রতিবাদে সাথে আছি । আপনারকে অনেক ধন্যবাদ ।
০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা পাশে থাকার জন্য । ব্যস্ত থাকায় এ বিলম্ব উত্তর । ভাল থাকুন । শুভ কামনা
২৩| ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
প্রামানিক বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে আজ সমাজের এই দশা।
০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আলোরিকা বলেছেন: মনন , দৃষ্টিভঙ্গীরও অভাব বলে মনে করি ----------শুধু শাস্তি দিলেই হবে না মানসিকতারও পরিবর্তন দরকার ।
২৪| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:১২
মানবী বলেছেন: "লেখক বলেছেন: স্থান , দেশ , কাল ভেদে নারীর অবস্থানের কোন ভেদাভেদ দেখি না আপু ----- মুদ্রার এপিঠ ওপিঠ মাত্"
- ভেদাভেদ আছে আপু, আকাশ পাতাল ভেদাভেদ আছে!
সিঙ্গাপুরে পথ চলতে কোন মেয়ে যদি পুলিশকে শুধু বলে ঐ পুরুষ আমাকে উত্যক্ত করছে, অশ্লীল ঈঙ্গিত করছে তাহলে বিনা বাক্যব্যয়ে অভিযুক্ত কে গ্রেফ্তার করা হয়, এমনটা শুনেছি। প্রথমে গ্রেফ্তার পরে সত্য মিথ্যা বিবেচনা!
ইডেন কলেজের ছাত্রীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার পিছনে আমাদের সরকারের জনৈক নেতার সরাসরি হাত বলে অভিযোগ উঠেছিলো, কি হয়েছে? সেসব প্রেসের মুখ বন্ধ করা হয়েছে, নেতা সকল আইনের ধরাছোয়ার বাইরে বহাল তবিয়তে ্খনও তার অ্রকর্ম চালিয়ে যাচ্ছে!
এমন অভিযোগ দূরের কথা, এর একশ ভাগের এক ভাগ অভিযোগ কোন মেয়ের পক্ষ থেকে এলে সবচেয়ে প্রথমে সেই নেতার সদস্যপদ বাতিল হতো তার পর বিচার! শুধু তাই নয় সকলের সামনে জবাবদিহি তে বাধ্য হতো।
ভালো থাকুন আপু।
০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
আলোরিকা বলেছেন: আপু আপনিতো শুধু পোশাকি সভ্যতা আর আইনের কথা বললেন ---- একবার ভাবুন তো এগুলোর অভাবে কি হত ! কোথায় আছে শুধুই বিশ্বাস , আস্থা আর সম্মানের জায়গা ?
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
blackant বলেছেন: ভাল লিখেছেন
০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !
২৬| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১২
গেম চেঞ্জার বলেছেন: পোস্টের সাথে সহমত! এত নিচে আমাদের মানসিকতা!! ছিঃ
অফটপিকঃ
ছিদ্রান্বেষী মানে আমি জানতাম দোষ খুঁজে/খুঁতখুঁতে টাইপ মানুষ! আপনি যৌনসর্বস্ব বোঝাতে এই টার্মটা ব্যবহার করেছেন...
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
আলোরিকা বলেছেন: ছিদ্রান্বেষী শব্দের আভিধানিক অর্থটা জানি ----- এখানে বিশেষ কারণ আর ক্ষোভ বুঝাতেই ব্যবহার করেছি । ধন্যবাদ । ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি যথার্থ বলেছেন। ছিদ্রান্বেষী মনে রজনী বাধ দরকার।