![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
গৃহত্যাগী চাঁদ ডাকে আয় আয় -
গৃহী আমি ভাবি মনে ,
কোনো দিন নিশ্চয়ই কোনো দিন -
মুখোমুখি আমি আর উর্বশী চাঁদ !
---------------------
ভাবনারা পাখা মেলে ভাবনায় -
আভিমানী ধীরে ধীরে হয়ে যায় ক্ষয় ।
পাদটীকা : ১৪/১১/১৬ রাতে সুপারমুন দেখা হয়নি । পূর্ণচাঁদের ২য় দিনে ঘরকুনো আমাকে দাপ্তরিক কাজে সন্ধ্যার পর ঘর হতে বের হতে হল ----ঢাকা শহরের বেশ খানিকটা ঘুরে বেড়ালাম কিছুটা সময় । গিয়েছিলাম শহর থেকে সামান্য বেরিয়ে পূর্বাচল তিনশ ফিট রাস্তার মাথায়; সেখানেই দেখা হল অপরূপা চাঁদের সাথে ---- গৃহত্যাগী জোছনার মহিমা সম্পর্কে কিছুটা জ্ঞাত হলুম ।
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিটা সুন্দর লাগাচ্ছে +
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
আলোরিকা বলেছেন: উর্বশী চাঁদের ছবি যে !
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
হাসান মাহবুব বলেছেন: ঠিক একদিন আগে সেইন্টমার্টিন থে্কে চলে আসতে হয়েছিলো
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
আলোরিকা বলেছেন:
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
উর্বশীরাই কি কেবল গৃহত্যাগী হয় ?
নইলে শিরোনামের "উর্বশী চাঁদ"টাকে "গৃহত্যাগী চাঁদ" বানালেন কেন ?
গৃহী কাউকেই তো উর্বশী চাঁদ ডেকে ডেকে যাবে - আয় আয় ! তবেই না অপরূপা চাঁদের জোছনায় অবগাহন হবে সে গৃহীর ।
১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
আলোরিকা বলেছেন: উর্বশীরাই গৃহত্যাগী বানিয়ে ছাড়ে ভাইয়া
৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১২
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । শুভ সকাল ।
২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ । শুভ অপরাহ্ণ
৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
নেক্সাস বলেছেন: ---
বিশ্ববাসী দেখেছে সুপার মুন বিস্ময়ে
আর আমি কেবল দেখেছি তোমার মুখ-
সেও অপার বিস্ময়ে-
২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
আলোরিকা বলেছেন: দ্বিতীয় চাঁদের উদ্দেশ্যে -------- ও চাঁদ সামলে রাখো জোছনা কে
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল। ছবিটাও ভাল আছে
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১১
মার্কো পোলো বলেছেন:
ভাল লাগলো। ছবিটা সুন্দর হয়েছে।