![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
'If you miss the train I'm on, you will know that I am gone
You can hear the whistle blow a hundred miles....'
আদম-হাওয়া , এডামস-ইভ , মন্যু -সীতা যাই বলি না কেন বিভিন্ন ধর্মবিশ্বাস মতে মাত্র দুজন মানব থেকেই ধর্ম , বর্ণ নির্বিশেষে সকল মানুষের সৃষ্টি।নিজ পরিবার , গোত্রের গণ্ডী পেরিয়ে বিভিন্ন ধর্ম , জাতি হিসেবে তারা ছড়িয়ে আছে পৃথিবীময় । ছোট বেলায় শুনেছিলাম আমাদের পূর্ব পুরুষ নাকি আফগানিস্থান থেকে এসে এ অঞ্চলে বসতি স্থাপন করেছিল । আফগানদের শৌর্য -বীর্যের সাক্ষী হিসেবে এখনও সে অঞ্চলের নাম পাঠানটারী । কিন্তু মানুষগুলো ? তারা কি আর সেই আফগানই আছে ? না , বংশ পরম্পরায় তাদের ধমনীতে এখন বয়ে চলেছে খাঁটি বাঙালি রক্ত । প্রতিটি দেশে , জাতিতে খোঁজ নিলে দেখা যাবে এ মেলবন্ধন সৃষ্টিলগ্ন থেকেই চলমান । ভাগ্যান্বেষণে ধর্মান্তর , দেশান্তর এ প্রক্রিয়া নীরবেই চলমান । যার নেই সেও ভাগ্যান্বেষণে বের হয় , যার আছে সেও আরও উন্নত জীবনের আশায় পথে বের হচ্ছে । বস্তুত: মানুষ কখনও তার নিজ অবস্থান নিয়ে সন্তুষ্ট নয় । সৃষ্টিলগ্ন থেকেই যেন মানুষকে বলা হয়েছে ছড়িয়ে পড় , ব্যাপৃত হও ।
আমরা যার যার নিজের অবস্থান দিয়েই যদি বিচার করি - দেখতে পাব যে , যে জায়গায় আমি বেড়ে উঠেছি সে জায়গায় আমি কিন্তু আর নেই । আপনার গ্রামে , মহল্লায় যাদের সাথে আপনি বেড়ে উঠেছেন তাদেরও প্রায় সবাই জীবিকা , জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে , দেশের গণ্ডী পেরিয়ে হয়তো আস্তানা গড়েছে বিদেশের মাটিতে । আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের একটি বিরাট অংশ এখন অস্ট্রেলিয়ার অভিবাসী । কয়েক প্রজন্ম পর তাদের এই বাঙালি পরিচয় বিলীন হবে অস্ট্রেলীয়তে আরও পরে হয়তো অন্য কিছু । এই আমি , আমিত্ব নিয়ে , নিজের অস্তিত্ব , পরিচয় টিকিয়ে রাখা নিয়ে এত মরিয়া হওয়ার কিছুই নেই - নশ্বর এ পৃথিবিতে কোন না কোন সময় তা বিলীন হবেই । শেষ পর্যন্ত আপনার আমার পরিচয় এক নগণ্য মানুষ কিংবা এক যাযাবর ছাড়া আর কিছুই নয় । একে মেরে , দেশ থেকে বের করে দিয়ে যে রোখা যাবে না তা মানায়মারের মূর্খ শাসক আর সভ্য ট্রাম্পগণ কবে উপলব্ধি করবেন ??
২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩
২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
আলোরিকা বলেছেন: তাহারা বেশী জানেন , বোঝেন আরও বেশী ----ইহাই মূল সমস্যা
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯
মনিরা সুলতানা বলেছেন: ক্ষমতা টিকিয়ে রাখতেই তো সব
২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
আলোরিকা বলেছেন: কিছুই স্থায়ী নয় আপু ------ক্ষমতাও একদিন চলে যাবে ------বিধাতাও পারেন তাদের প্রাণ প্রদীপ নিভাতে !! ততদিন ততদিন শুধুই অপেক্ষা
৪| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
প্রামানিক বলেছেন: একে মেরে , দেশ থেকে বের করে দিয়ে যে রোখা যাবে না তা মানায়মারের মূর্খ শাসক আর সভ্য ট্রাম্পগণ কবে উপলব্ধি করবেন ??
তাদের ভিতর কোন উপলব্ধিই হয় না।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
আলোরিকা বলেছেন: তাদের উপলব্ধি একটাই ----যে কোন মূল্যে ক্ষমতায় টিকে থাকা
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: আমি মানুষ। তাই একদিন মরে যাবো।
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
আলোরিকা বলেছেন: সব মানুষকেই মরিয়া প্রমাণ করিতে হইবেক সে মানুষই ছিল ----অন্য কিছু নয়
৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
তেমন অর্থে মানুষ মাত্রেই যাযাবর । মানুষ ব্যাপৃত হতেই চায়, ইচ্ছেয় কিম্বা অনিচ্ছেয় । এই যাযাবরতা সে কারনেই ।
সমসাময়িক যে প্রসঙ্গটি টেনেছেন শেষ লাইনে সে কথার জবাবে বলতে হয় - ক্ষমতার মোহ মানুষের উপলব্ধি রহিত করে ।
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
আলোরিকা বলেছেন: মহান সৃষ্টিকর্তা তাহাদিগকে হেদায়েত করুন
৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: আপনি মানুষ না ব্লগার?
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫১
আলোরিকা বলেছেন: ব্লগার বলিলে মানুষ প্রমাণিত হইবার পূর্বেই চাপাতির কোপে মরিতে হইবে
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
আমি তুমি আমরা বলেছেন: আলোরিকা
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৪৩টি
মন্তব্য করেছি: ১১১৯টি
মন্তব্য পেয়েছি: ৯০১টি
ব্লগ লিখেছি: ২ বছর ৩ দিন
অনুসরণ করছি: ২৯ জন
অনুসরণ করছে: ৩৩ জন
দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
সুপার লাইক!