নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

আসুন এই গানগুলি মন দিয়ে শুধু একবার শুনি

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪

মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি --------



ইদানিং আমার ছেলে স্কুলে জাতীয় সংগীত শিখছে। বাসায় এসে হেঁড়ে গলায় --ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে-এ এ এ ---- সে সুর আর দৃশ্য ভোলার নয় ! আরও আছে ইউটিউবে গান প্র্যাকটিস আর বাসার সবাইকে দাঁড় করিয়ে রাখা --শুধু সে নড়তে -চড়তে পারবে , কথা বলতে পারবে বাকি সবার নো নড়ণ - চরণ । পাশা -পাশি অনর্গল প্রশ্ন - 'ওমা ফাগুনে তোর আমের বনে' , 'ঘ্রাণে পাগল করে' এর মানে কি ? তার সাথে আমিও জাতীয় সংগীত আবার নতুন করে শুনলাম । পাশাপাশি আরও কিছু দেশের গান --------- মনোযোগ দিয়ে শুনলে আপনার মন আর্দ্র হতে বাধ্য । বুঝলাম এই গানগুলো কিভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছিল , আমাদের বাংলা মাকে বাঁচিয়েছিল !

আমার সোনার বাংলা ( জাতীয় সংগীত ) -----
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।


ধন ধান্যে পুষ্পে ভরা -----

চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
ও তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।


ও আমার বাংলা মা তোর----

ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি।
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি।।


ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ---------

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরণ কোমল মূর্তি মর্মে গাঁথা ॥


আজি বাংলাদেশের হৃদয় হতে -----

আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী–
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে !
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।।


আমারও দেশেরও মাটির গন্ধে----

আমারও দেশেরও মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল-কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।
প্রাণে প্রাণে যেন তাই, তারই সুর শুধু পাই!
দিগন্ত জুড়ে সোনা-রং ছবি, এঁকে যাই সারাক্ষণ।


সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য-----

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।


মা গো ভাবনা কেন-------

আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোনে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ।


মনে প্রশ্ন এল - প্রতিদিন বাংলাদেশের প্রায় সব স্কুলের হাজার হাজার ছাত্র -ছাত্রী , শিক্ষক সকালের সমাবেশে জাতীয় সংগীত গায় - তারা কি আসলেই মন থেকে , মন দিয়ে , ভালবেসে গানটি গায় ?!

উপলব্ধি : এমন বুক ভরা ভালবাসা নিয়ে যে দেশের মানুষ গান লিখে , গান গায় সেখানে কি ভাবে এত দুর্নীতি পরায়ণ , দুষ্কৃতিকারী থাকতে পারে ! হয়তো এ কথাগুলি আমরা মন দিয়ে কখনও শুনি না আর শুনলেও বিশ্বাস করি না ।

শোনা কথা : যে দেশে দেশের গান বেশি লেখা হয় , সে দেশের মানুষের দেশপ্রেম দুর্বল ! :( :( :(

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: এসব গান বাংলাদেশে থেকে একসময় মুছে ফেলে দেওয়া হবে বলে আমার মনে হয়।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

আলোরিকা বলেছেন: "তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"------হৃদয় থেকে মোছা কিঞ্চিৎ দুষ্কর !

অনেকদিন পর --------কেমন আছেন ? ভাল থাকুন---------শুভ কামনা :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: যে দেশে দেশের গান বেশি লেখা হয় , সে দেশের মানুষের দেশপ্রেম দুর্বল ! :(

গানগুলো সুন্দর।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

আলোরিকা বলেছেন: শোনা কথায় কান দিতে নেই ! সুন্দর গানগুলো প্রাণ ভরে শুনুন আর অনেক অনেক ভাল থাকুন । শুভ কামনা :)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

বিজন রয় বলেছেন: অনেক দিন পর কই? আসি তো প্রায়ই, হয়তো আপনাকে পাই না, বা আপনি পান না।

এবারের পাঠ্যপুস্তক নিয়ে কি হয়েছে সেটা তো জানেন, সেই দৃষ্টিকোন থেকে ওকথা বলেছি।

যারা নিজেদের অস্তিত্বে, নিজেদের ঐতিহ্যে বিশ্বাস করে তাদের কাছে ওসব গান চিরদিন অম্লান থাকবে।

আমি ভাল আছি বোধহয়!!

আপনি?

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

আলোরিকা বলেছেন: আপনার ক্ষোভ টা আগেই বুঝেছিলাম হয়তো আপনার ব্যাখ্যার মত করে নয় , তবে বুঝেছিলাম । আমি ভাল আছি কারণ খারাপ থাকতে ভাল লাগে না :)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে এই সব গান কি নতুন প্রজন্ম খুব একটা শোনে । শুনলেও গানে কি বলছে তা বোঝার চেষ্টা করে না। শুধু শুনেই যায়।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

আলোরিকা বলেছেন: হুম সেই দুঃখ টাই তো করছি । ধন্যবাদ । ভাল থাকুন ।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আমাদের পরবর্তী প্রজন্ম এই গান গুলো পাবে কি না তা সন্দেহ।

কি সুন্দর গান কি সুন্দর দিন ছিলো সেই দিনগুলো।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

আলোরিকা বলেছেন: সুন্দর গানগুলো আছে , সুন্দর দিন আমাদেরই বানাতে হবে ধ্রুবক আলো । ভাল থাকুন । অনেক অনেক শুভ কামনা ।

আপনার নিক টি চমৎকার !! :)

৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: এটাও শুনতে পারেন https://www.youtube.com/watch?v=RLkq2OHhEmE

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:১২

আলোরিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । শুভ সকাল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.